Psycho_is_Back? season_2 part_7

0
2775

Psycho_is_Back?
season_2
part_7
#Suraiya_satther(Apis_Indica)
দিন গুলো ভাল ভাবেই যাচ্ছিল আমার।।ইউসুফ ভাইয়ার সাথে খুনসুটি, সব জিনিস নিয়ে বাড়াবাড়ি।। আরো কত কি??? দেখতে দেখতে উনার যাওয়ার সময় হয়ে আসে।।এবার গেলে তিনি নাকি ৩/৪ বছরের আগে আর আসবেন না।।একদিকে যেমন ভাল লাগছিল যে উনি চলে যাবেন ঠিক অন্য দিক দিয়ে বুকে চিন চিন ব্যাথা হচ্ছিল।।মস্তিষ্ক বলছিল বার উনি চলে গেলেই ভাল কিন্তু মন..!! বড় বেহায়া, কোন হায়া নেই যেন? বার বার বলতে থাকে সে না যাক, সে না যাক।।কিন্তু মুখ ফুটে কোনো কিছু বলার ক্ষমতা আমার নেই।।কিন্তু তাকে মন থেকে সম্মান করতে শিক্ষে গেছি।।বিগত দিন গুলোর মধ্য যেই ভয়ানক অনুভুতি আমার মনে দাগ কেটে গেছিল, হাসতে ভুলে গেছিলাম, সব সময় ভয় কাজ করত সব মনে, মাঝে মাঝে ঘুমের ঘরে আহাদকে দেখতাম, আমাকে দেখে হাসচ্ছে আর বলছে,
-ফিরে আসবো আমি…!!
তখন ঘুমের ঘোরে চিৎকার করে উঠে যেতাম।।নিজেকে কেমন পাগল পাগল লাগতো তখন।।এসব কিছু থেকে বের হতে পেরেছি শুধু তাঁর জন্যই…!!

কিছুক্ষণ পর ভাইয়া চলে যাবেন…!!
ভাবতেই কষ্ট লাগচ্ছে।।ভাইয়া কিছুক্ষণ পর তার ব্যাকপ্যাক নিয়ে নিচে নেমে আসলেন,, পরনে তার এস কালার শার্ট, ব্লু জিন্স তার হাতে একটা জ্যাকেট।। তার মাথায় হেট..!! যেটা চুল ফালিয়ে দেয়ার পর থেকে তিনি পরে থাকেন।।তার সাথে ঠোঁটে তার মাতাল করা হাসি।।শার্টের দুটো বোতাম খোলা।।যার ফলে তার বুকটা দেখা যাচ্ছে।।আশ্চর্যের বিষয় হচ্ছে অন্য সব ছেলেদের মতো তার বুকে একটা চুলও নেই।।হাহ্!!তার কিছুটা উদাম বুক যে কোন মেয়েকে কাত করে ফেলবে।।তার সেই বিলাই চোখ…!! কতটা নেশা ধরার মতো তা বলে বোঝানো দায়।।

ইউসুফ তার দাদুকে জড়িয়ে বলতে লাগে,,
—-দাদু নিজের খেয়াল রেখ।। আর আমার বাবুইপাখির খেয়াল রেখ।।পরের কথাটি ফিসফিস করে বলল ইউসুফ।।
নানুমা তখন কাঁদছিল।।চোখ মুছে ইউসুফকে চুমু দিল কপালে আর বলল,,
—–জলদি ফিরে আসিস দাদু ভাই।।

তারপর এক এক করে সবার সাথে কথা বলে বিদায় নিল।।তারপর আমি তার কাছে এগিয়ে যেতে তিনি পাশ কাটিযে চলে গেলেন।।কি আশ্চর্য আমাকে ইগনোর করলো….!!এত বড় আপমান।। আমিও বলব না কথা হুহ।।রাগ উঠে গেল চলে গেলাম ছাদে।।এখানে থেকে কি করবো?? কি সুন্দর সবার সাথে কথা বলছেন গিফ্ট দিচ্ছেন।। আর আমাকে পাত্তাই দিল না?? শালা সাইকো হুহ।।

ছাদের এক কর্ণারে দাড়িয়ে আছি।। হটাৎ কারো উপস্থিতি টের পাই।।নিশ্চয়ই মুন্তানিছা আপি।।আমি বললাম,,
—-আপি আমি এখন যাবো না নিচে পরে যাবো তুমি যাও।।

মুন্তানিছা আমি গেল না।।তাই আবার বললাম,,

—-ইশ আপি যাও না একা থাকতে দেও।।

নাহ এখন দাড়িয়ে তার উপর কিছু বলছেও না।।বিরক্ত লাগচ্ছে।।মহা বিরক্ত।।তাই পিছনে ফিরতে নিলাম তখনি কেউ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো।।আমি চোখ বড় বড় করে সামনের দিক তাকিয়ে স্ট্যাচু হয় রইলাম।।তখনি কেউ শিতল কন্ঠে আমার কানের কাছে বলতে লাগে,,
—–এত অভিনাম??
আমি কন্ঠ শুনে শক্ড।।তিনি আবার বললেন,,
——তুই কি ভেবেছিস! তোর সাথে কথা না বলে চলে যাবো?? তাতো হবার নয়রে বাবুইপাখি।।
আমি এখন চুপ।।কিন্তু তার এভাবে ধরাতে, কথা বললাতে কাঁপুনি দিয়ে উঠচ্ছি।।
ইউসুফ আবার বলল,,
—–এই বাবুইপাখি তুই এভাবে কাপচ্ছিস কেন?? তোকে তো কাপাঁ কাপির মতো কিছু করি নি??
আমি ভয়ে ভয়ে বললাম,,
—–ভাই প্লিজ ছাড়েন আমার কেমন জানি লাগচ্ছে।।
এতে যেন ইউসুফের হেলদুল হল না।।সে তার দুহাত আমার পেটে আরো শক্ত করে ধরে আরে চেপে ধরলো তার বুকের সাথে আর বলল,,
—–আমাকে মিস করবি না??
আমি এবারো চুপ।। তিনি এবার আমাকে তার দিক ঘুড়িয়ে কপাঁলে চুমু একে বললেন,,
—- থাক কিছু বলতে হবে না।। ভাল থাকিস আর হে পড়াশুনা।।
বলে চলে গেলেন।।কেন জানি কিছু বলতে পারলাম না তাকে।।অনেক কিছু বলার ছিল তাকে।।যতক্ষণ পর্যন্ত যেতে লাগলেন শুধু দেখেই যাচ্ছি তাকে।।তিনি আর পিছনে ফিরে তাকালেন না।।

তিনি যখন গাড়িতে উঠে চলে গেলেন তখন মনের ভিতর চিনচিন ব্যাথা হতে লাগলো আমার অজানা কারণে চোখ থেকে চল গড়িয়ে পড়ল আমার।।
খুব মন চাইছিল তাকে জড়িয়ে ধরে বলি ভাইয়া আমি আপনাকে অনেক মিস করব অনেক।।কিন্তু বলা হল না।।

এভাবেই দিনের পর দিন,মাসের পর মাস, আর বছরের পর বছর কাটতে লাগলো।।সেদিন ভাইয়া যাওয়ার পর রুমে গিয়ে বিছানার উপর অনেক বড় গিফ্ট বক্স পাই।।যেখানে অনেক চকলেট,,কিছু ইয়ারিং আর একটা লকেট পাই।।আয়না গিয়ে সেটা পড়ে ফেলি।। আরো আছে সাথে কাচের চুরি অনেক রঙ্গের।।মনে পরে গেল সেদিনের কথা, ইউসুফ ভাইয়া থাকতে আমারা মেলায় গিয়ে ছিলাম সেখান থেকে চুড়ি কিনেছিলাম অনেক গুলো।।তখন ভাইয়া জিগাসা করছিল,,
—–বাবুইপাখি এত কাচের চুড়ি দিয়ে কি করবি??
আমি বলেছিলাম,,
—–সাজাবো??
—-কই??
—–কই আবার হাতে??
ইউসুফ হেসে ছিল সেদিন আর বলেছিল,,
—–তোর জন্য আমি এত এত চুড়ি কিনে দেব তোর হাত সাজানোর জন্য।।
—-আপনি কেন দিবেন??
—-তোর হাত সাজানো দেখবো বলে।।
সত্যিই আজ হাত এ এত চুড়ি পড়ি বাট দেখার জন্য আপনি নেই।।চলে তো গিয়েছেন মনের কোনে এ কেমন অনুভুতি দিয়ে গেলেন।।সত্যি আপনাকে খুব বেশি মিস করি,, কিন্তু কেন আই ডোন্ট নো…??

চলবে,,

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে