psycho_is_back? part_3

0
3675

psycho_is_back?
part_3
#apis_indica

—-ভাইয়া গাড়ি আস্তে চালান!কি করছেন দেখেন সামনে!!ভয়ে লাগচ্ছে আমার খুব প্লিজ ভাইয়া।।তখনি সামনে থেকে একটি ট্রাক খুব স্প্রিডে এগিয়ে আসতে লাগলো আমাদের গাড়ির দিকে।।কিন্তু সাইকোর যেন কোনো হেলদুল নেই।।তিনি সোজা তাকিয়েই সেই ট্রাকের দিকেই এগিয়ে যাচ্ছে।।আর আমি চিৎকার করে যাচ্ছি,,,

—–ভাইয়া প্লিজ গাড়ি থামান।।ট্রাকটি আমাদের গাড়ি ছুই ছুই করছে সাথে সাথে চোখ বন্ধ করে ফেললাম দুহাত দিয়ে।।আজ বুঝি আমার শেষ দিন।।কান্না দুগুণ বেরে গেল আমার চোখ বন্ধ করেই কেঁদে যাচ্ছি।।তখনি ভাইয়া গাড়িটি আগ মুহুর্তে অন্য সাইডে নিলেন।।আর বাঁকা হেসে আমার দিকে তাকিয়ে বলতে লাগলেন,,,
—-এই টুকুতেই এই অবস্থা।।

উনার কথা শুনে উনার দিক তাকিয়ে দেখি উনি বাঁকা ঠোঁটে হাসচ্ছে।।কিন্তু চোখ মুখে শক্ত করে আছে।। পরে সামনে তাকিয়ে দেখি ট্রাকটি সাইড কেটে চলে এসেছে।।তখনি চিল্লিয়ে বলতে লাগি তাকে,,

—-আর ইউ ম্যাড! কয়টা তার ছিড়া মাথার আপনার? এমন কেন করছেন! আর একটুর জন্য হলে তো…! আপনি পুরাই সাইকো…! আপনার সাথে আর এক মুহুর্ত থাকতে আমি পারবো না।।গাড়ি থামান আমি বাসায় যাবো।।কি হলো কথা শুনচ্ছেন না কেন।।
উনি যেন আমার কথা কানেই তুললেন না।। না পেরে চিল্লিয়ে বসে উঠলাম,,

—-আপনি গাড়ি থামাবেন নাকি আমি গাড়ি থেকে লাফ দেব??

সাথে ব্রেক কষলেন ভাইয়া।।
আমি কিছুটা সামনের দিক হেলে পড়ি।।
ভাইয়ার দিক তাকিয়ে দেখি উনি গাড়ির স্টিয়ারিং উপর মাথা নত করে আছে।।সেই সুযোগে গাড়ি থেকে নেমে যাই আমি আর দৌড় লাগাই।। কিন্তু বেশী দূর জাওয়ার আগেই আমার হাত টান পরে,,।।পিছনে ফিরতেই দেখি সাইকো।।আমি কিছু বলার আগেই উনি আমাকে টেনে গাড়ির ড্যাশবোর্ড এর উপর ফেললেন।। আমি উঠতে নিলাম তখনি আমাকে চেপে ধরলেন ড্যাশবোর্ডের উপরেই।।আমি কিছু বলতে নিবো তার আগেই তিনি তার রিভলবার বের করেই আমার কন্ঠনালী উপর চেপে ধরলেন।।আমি তো অবাক।। তার সাথে ভয়ে কাপচ্ছি।।উনার দিকে তাকাচ্ছি একবার আর উনার বন্দুকের দিক।।উনি আমার দিকে লাল লাল চোখে তাকিয়ে।।এই বুঝি রক্ত বের হবে তার চোখ থেকে।।এদিকে আমি ব্যাথা পাচ্ছি।।

—-ভাইয়া কী করছেন ছাড়েন ব্যাথা পাচ্ছি! থেমে থেমে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলাম আমি।।
তিনি আরো জোরে আমার কণ্ঠনালীতে চেপে ধরলেন বন্দুক দিয়ে।। আমি আর কিছু বলতেই পারছিনা।। সারা শরীর থর থর করে কাঁপছে।। বুকের ভিতর ধুক ধুক ধুক ধুক করে শব্দ করছে।।কেন জানি মনে হচ্ছে আজ আমার শেষ দিন।। তিনি আর একটু জোরে চেপে ধরায় আমি “আহ” করে উঠলাম।। সাথে সাথে চোখ দুটি বন্ধ করে ফেললাম।। বন্ধ চোখদুটি থেকে জল গড়িয়ে পড়তে লাগে।।

তখনই তার কন্ঠ শুনতে পাই,,
—-ছেলেটিকে ছিল?? গম্ভীর কণ্ঠে বললেন তিনি!
আমি কি উত্তর দিব বুঝতে পারছিলাম না।।
—- কিছু জিজ্ঞাসা করছি? দাঁতে দাঁত চেপে বললেন।
—-কোন ছেলে? কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম তাকে !
—-বাহ ভুলে গেলি কিছুক্ষন আগে ওই রেস্টুরেন্টের কথা?? দাঁতে দাঁত চেপে বললেন আবার।।
আমার তো এত কিছুর মাঝে তখনের কথা মনেই ছিল না।।কি থেকে কি হয়ে গেল?
তিনি আবার ধমক দিলেন,আমি সাথে সাথে বললাম
—-এহসান ভাইয়া!
—-কি হয় তোর! ওর সাথে এমন লেপ্টে ছিলি কেন?
—-ভাই হয় আমার।।কাঁপা কাঁপা কন্ঠে বললাম।।

তিনি বন্দুকটা আমার কন্ঠনালী থেকে সরিয়ে আমার কপালে মধ্যভাগ বরাবর ধরলেন আর বলতে লাগলেন,,
—-আর কখন যাতে না দেখি কারো সাথে এভাবে লেপ্টে আছিস! হক তোর ভাই!
বন্দুক দেখিয়ে,,
—-আদারোয়াইজ ই উইল শুট ইউ!
আমি ওনার কথায় পুরাই অবাক।।
আচ্ছা! তার কি? আমি যার সাথে ইচ্ছা তার সাথে লেপ্টে থাকি..হুহহহহ!!
এটুকুর জন্য আমাকে এই সাইকো টা এমন হেনস্ত করল।। আমি এবার কিছু বলতে নিব তার আগেই তিনি আমার কপাল থেকে বন্দুক সরিয়ে মুখের ভিতর ঢুকিয়ে দিল।। আমি চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছি।। তিনি আমার দিকে তাকিয়ে অন্য হাত দিয়ে আমার কপালে পড়ে থাকা ছোট ছোট চুল গুলো সরিয়ে দিতে লাগলো।। আর বলতে লাগলো,,
—নো মোর এ ওয়াডস!!
তারপর ছেড়ে দিলেন আমাকে।।আমি এখনো তাকিয়ে আছি তার দিকে।। তিনি আমার থেকে তিন কদম এগিয়ে যেতেই আমি চেঁচিয়ে বলে উঠলাম,,,
—-আপনি একটা সাইকো বুঝলেন!
সাথে সাথে উনি পিছনে ফিরে, তার বন্দুক আমার দিকে তাক করে।। পায়ের কিছুটা কাছে গুলি চালিয়ে দেন।। আমি সাথে সাথে লাফ দিয়ে উঠে সরে যাই সেখান থেকে।। তিনি তার কিলার মার্কার লোক নিয়ে বলতে লাগেন,,,
—-আরো কিছু বলার আছে??
আমি আর কি বলব? আমার কিছু বলার সাহস হয়নি।।
তিনি আমাকে ইশারা করলেন গাড়িতে বসতে, আমি আর কথা বাড়ালাম না চুপচাপ গাড়িতে বসে পরলাম।। আর সাইকোটা আমার পাশে বসে গাড়ী ড্রাইভ করতে লাগলো।। গাড়িতে দুইজনে পিনপতন নীরবতা পালন করলাম।। এমনিতেও আমার আর কিছু বলার ভাষা নেই।। দেখা যাবে আবার কিছু বলি আবার গুলি করে দেয়? তাই চুপ রইলাম।।

.
সেদিনের মতো বাসায় এসে নিজের ঘরে চুপটি করে বসে রইলাম।।নানু মা, আন্টি মা অনেক কিছু জিজ্ঞাসা করলেন কিছু বললাম না।।একসময় তারা চলে যান আর আমিও ঘুমিয়ে পড়ি।। আর আজ ঘুম থেকে উঠে ছাদে গিয়ে ছিলাম কাল রাতের কথা ভুলতে।।প্রাকৃতিক হাওয়া লাগিয়ে মনের মাঝের ভয়, মন খারাপ দূর করতে? বাট ওই খানেও তারা শুরু করল সাইকো টা আইসা।।
হুহহহহ!!!
থাকমু না আর এই বাসায় যামু গা নিজের বাসায়।।এইখানে থাকলে না জানি আর কি সহ্য করতে হয়! সাইকোর যে রূপ আমি দেখেছি।।আল্লাহ আর দেখবার চাই না।।?

চলবে,,
?ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন ?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে