psycho_is_back? part_11

0
2872

psycho_is_back?
part_11
#apis_indica❤
প্যারিসের স্যান নদীর তীরে দাড়িয়ে আছে আয়মান।।আজ তার ওয়াইফ আমায়রা কে নিয়ে ঘুরতে আসছে সে।।আমায়রা খুশিতে পাগল হয়ে যাচ্ছে।।আয়মান পাশে দাড়িয়ে দেখছে।।তার ঠোঁটের কোনেও হাসি।।
—-Yusuf, don’t run, it will hurt…পাশ থেকে একটি মহিলা তার বাচ্চাকে উদ্দেশ্য করে বলতে লাগে।।
ইউসুফ নামটি শুনে আয়মানের তার বন্ধুর কথা মনে পরে গেল।।সাথে সাথে পকেট থেকে ফোন বের করে কল করলো।।

ইউসুফ তার অফিসে বসে আছে,, হাতে তার কফির কাপ।।কফিতে ছিপ দিচ্ছে আর কাঁচের জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে।।তখনি তার ফোনে টুংটাং করে বাঁজতে লাগে।। প্রথম বার কল বাজতে বাজতে কেটে গেল।। দ্বিতীয় বার কল বাজতেয়ী ইউসুফ এ ধ্যান ভাঙ্গলো।।ইউসুফ ফোনটি হাতে তুলে স্ক্রিনে আয়মান নামটি ভেসে উঠলো।।আয়মান নামটি দেখতে পেয়ে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল।।ফোন রিসিভ করেই ইউসুফ বলে উঠলো,,
——হেই ডুড ভুলে গিয়েছিস?
——ভুলে গেলে কল করেছে কে! হুম??
——আচ্ছা সরি! তোর খবর বল?
—–এই তো বউকে নিয়ে ঘুরতে বের হয়েছি!
—–তুই বিয়ে করে ফেলছি? আমাকে বলিও না??অভিমানের সুরে বলল ইউসুফ।।
—–হুম ঘরোয়াভাবে হয়েছে।। দেশে আসলে বড় করে পার্টি দিবো তখন তো আসতে হবে।। তা তোর খবর বল তোর কি হল? বিয়ে কবে করছিস?
ওপাশ থেকে ইউসুফ দীর্ঘশ্বাস ছাড়লো।
—–আমার আর বিয়ে? এই জনমে হবে কিনা জানিনা?
—–কেন কি হয়েছে? তার কণ্ঠে এত বিষণ্ণতার ছাপ কি জন্য? প্রেমে পড়লি নাকি?
—–হুম।।
——কি বলিস আমাদের ইউসুফ আর প্রেম??অবাকের সুরে বলল আয়মান।।তা কি করেন আমাদের হবু ভাবি?
—–আমারি ফুপাতো বোন।।
—–তো প্রোপোজ করেছিস?
—–আর প্রপোজ আমার সাথে দুই মিনিট কথা তো বলতে চায় না, সহ্যও করতে পারে না, তাকে করবো আমি প্রপোজ??
তোরটা বল?যাকে লাইক করতি সেই নাকি?
—-হুম। সেই! যাকে ভালবাসি তাকে কিভাবে হাত ছাড়া করি।।শুন তোকে কিছু এডভাইস দেই আমার নিজের জীবন থেকেই।।তুইতো জানিস আমুকে পেতে কত কাঠখড় পোহাতে হয়েছে! কি পরিমাণ টর্চার টা আমি করেছি তার উপর।।জোর করে বিয়েও করেছি।।এতে কি লাভ হল? আমি ওকে আপন তো করে নিয়েছি, কিন্তু সে আমাকে মানতেই পারছিল না।।তাই রাগ টাগ বাদ দিয়ে বন্ধুতের হাত বারিয়ে দেই।।আর এখন ওই আমার সাথে কতটা হেপি।।এক মুহুর্তে জন্য আমাকে একা ছাড়তে চায় না।।তাই তোকে সাজেস্ট করছি, ভালবাসার মানুষটিকে টর্চার বা ব্লেকমেল করে নয়,,সাইকো লাভার হয়ে জয় করে নে।।দেখবি তোর ভালবাসা তোর হয়ে যাবে।।বুঝলি??
—–বাহ্ ডুড তুমিতো ভালবাসায় পুরোই পিএইচডি করে ফেলেছ।। যাই হোক তোর সাথে কথা বলে আমার কিছু প্রবলেমের সলিউশন পেয়ে গেলাম।। থ্যাংকস দোস্ত।। দেশে ফিরে মিট করিস।।
—-হুম। ওকে বায়।।
—বায়।।
আয়মান ফোন রেখে তার আমুর কাছে চলে যায়।।আর তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগে,,
—-ভালবাসি বউ।।
আমুও হেসে আয়মানের কপালে তার কপাল হালকা বারি দিয়ে বলতে লাগে,,
—–আমি বাসি না।।হি হি।।
আয়মান ছোখ পিট পিট করে বলতে লাগে,,,
—-তাই না।।হুম! বলেই কাতুকুতু দিতে লাগলো।।
আমায়রা আর সইতে না পেরে বলতে লাগে ভালবাসি জামাই ?।।এভাবে তাদের খুনসুটি চলতে থাকে।।

ইউসুফ ফোন কেটে তার অফিসরুমের বড় জানালার সামনে দারায়।।বাহিরে সন্ধ্যা নেমেছে।।আকাশে লাল লাল আভা দেখা যাচ্ছে।।দূরের পাখি গুলো ঘরে ফিরে যাচ্ছে।। সাথে হালকা মনমুগ্ধকর বাতাস বইছে।। ইউসুফের কপালে পড়ে থাকা চুলগুলো হালকা উড়ছে।।ইউসুফ দুপাশে হাত মেলে চোখ বন্ধ করে এক শ্বাস টানলো আর শ্বাস ছাড়লো।।বাম হাতে পরে থাকা চুল গুলো উপরে তুলে বলতে লাগে,,
—–অনেক হয়েছে আমার রাগটা দেখানো তোমার উপর বাবুই পাখি।।এখন থেকে শুরু হবে আমার লাভ কেয়ারিং।।আয়মান ঠিকি বলে ভালবাসার মানুষকে টর্চারিং, ব্লেকমেলিং করে নয়, ভালবেসে জয় করে নিতে হয়।।

—————————————————->
সকাল সকাল কারো নিশ্বাস আমার উপর পড়ায় ঘুমটা ছু মন্তর হয়ে যায়।।তাকিয়ে আর সেই ব্যাক্তিটিকে পেলাম না।।কেউতো ছিল যে তার নরম ওষ্ঠদ্বয় ধারা আমার ফোঁটা কপালে স্পর্শ করেছে।।কিন্তু কেন জানি না এই স্পর্শটা আমার সেই লেগেছে??।।ঘুম থেকে উঠে বেডে বসে এসব ভাবচ্ছি।।তখনি নজর যায় টেবিলের উপর,,যেখানে একটি ফুলের স্টিক।।সাথে একটি চিরকুট।। যেখানে লিখা,,
—-গুড মর্নিং বাবুই পাখি।।
আজ দিনটি তোমার শুভ যাক।।
❤ ভালোবাসি ❤
চিরকুট দেখে কেন জানি ব্লাশিং করতে লাগলাম।।
তখনি দরজায় নক পরে।।দরজা খুলতেই কালকের সেই দুজন গার্ড।।একজন গার্ড একটি শপিং ব্যাগ এগিয়ে দিল,, আর বলল,,
—-Sent sir?
—-ওকে।
ব্যাগটি নিয়ে দরজা নক করে দেখতে লাগলাম।।একটি মিস্টি কালার সালোয়ার সুট।। খুব সুন্দর ডিজাইন।।তখনি সাথে সাথে একটি মেসেজ আসে মোবাইল,,,
—-আমার বাবুইপাখির জন্য ছোট একটি গিফট আমার তরফ থেকে।। প্লিজ আজকে ড্রেসটি পড়ো।

বাহ্ সাইকো আজ রোমান্টিক মুডে আছে ব্যাপার টা কি??? কথায় আছে অতি ভক্তি চোরের লক্ষন তাহলে কি তাই? নাকি আমার সাথে যা করেছে তার জন্য? মাফ চাইতে পারছে না বলে হয়তো এতো কিছু করছে।।যাই হোক পছন্দ হয়েছে ড্রেস্টি।।ভার্সিটিতে আজ এই ড্রেস্টি পরে যাবো।।যা ভাবা তাই কাজ।।ড্রেসটি পরে রেডি হয়ে নিলাম।।ড্রেসের মাথে ম্যাচ করে ছোট টপ বললাম, চুল গুলো ছেড়ে দিলাম।। ঠোঁটে হালকা লিপবাম লাগিয়ে নিলাম।। আয়না একবার পর্য্যবেক্ষণ করে একটা সেলফি তুলে নিলাম।। এফবিতে আপলোড দিলাম।।তারপর বের হতেই চামচি দুইটা দাঁড়িয়ে।।আমি তাদের পাত্তা না দিয়ে চলে আসলাম সাথে তারাও আমার পিছন পিছন আসলো।। নিচে এসে তো আমি একেবারেই অবাক।।লিভিং রুমে এহসান ভাইয়া আর চাচি বসে,, আমি আশেপাশে কে আছে না আছে তা না দেখেই দৌড়ে জড়িয়ে ধরলাম তাকে “এহসান ভাইয়া ” বলে।।তার পাশে একটি মেয়ে বসা ছিল।।এহসান ভাইয়াও আমাকে জড়িয়ে ধরে বলতে লাগেন,,
—-কেমন আছিস আমার কটকটি? বলে আমার কপালে চুমু খেলেন।।
—–ভাল আছি ভাইয়া।।এতো বড় সারপ্রাইজ পাবো ঘুম থেকে উঠে ভাবি নি।।
এহসান ভাইয়াকে এতদিন পরে পেয়ে যেন আমার কোনো হুশই নেই।।

আর এদিকে ইউসুফ সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে।।কুহুকে অন্য কারো বাহু ডোরে আবদ্ধ দেখে ঠোঁট কামরে রাগ কন্টোল করতে সে।।তার সাথে তার দাদু বসে হাসতেসে।।কিছু বলতেসে তাই যেন রাগ আরো দিগুন, তিন বৃদ্ধি পাচ্ছে।।রাগে মাথার রগ ফুলে উঠেছে তার।।চোখ দিয়ে গিলে খাচ্ছে সে।।এখন আশে পাশে কেউ না থাকলে হয়তো চিবিয়ে খেয়ে ফলতে কুহুকে।।

এহসান ভাইয়াকে জড়িযে ধরেই দেখতে পাই একটি মেয়ে আমাদের দেখে হাসছে মিটমিট করে।।তাই এহসান ভাইয়াকে জিগাসা করলাম,,,
—–ভাইয়া এ আপুটি কেরে??
এহসান ভাইয়া আমাকে ছেড়ে ওই আপুটির পাশে বসে তাকে হালকা জড়িয়ে ধরে বলতে লাগে,,
—–তোর ভাবী।। পছন্দ হয়েছে?
আমি খুশিতে ভাবীর পাশে বসে তার গালে হাত রেখে এদিক ওদিক ঘুরিয়ে দেখলাম।।আর ভাবের সাথে বললাম,,
—–হে রে ভাই তোর বউতো পুতুলের মতো আমারতো সেই পছন্দ হয়েছে।।
আপিটাও হেসে বলতে লাগে,,
—-এহসান আমার কিন্তু আমার ননদকে সেই পছন্দ হয়েছে।।আমি ভাবছি আমার ভাইয়ের জন্য একেই উঠিয়ে নেই কি বল? দুষ্টমির সুরে বলতে লাগে নুহা।।
আমিতো লজ্জায় মাথা নিচু করে আছি।।তা দেখে সবাই হাসচ্ছে।। নুহা আপু আর কিছু বলবে তার আগেই।।কেউ গলা পরিষ্কার করলো।।আমি সামনে তাকিয়ে দেখি আমার যম বসে আছে আমার দিকে চোখ গরম করে।।এ বুজি টুপ করে গিলে ঢেকুর তুলবে।।এতখন তো আমার খেয়ালি ছিল না।।তার মানে ভাইকে ঝাপটে ধরা তিনি দেখেছেন।।হায় কপাল।।এটা ভেবেই শুকনো ঢোগ গিললাম কয়েক ধপা।।
তিনি আমাকে হাতে ইশরা করে কি জানি একটা বললেন,, তারপর গট গট করে চলে গেলেন নিজের রুমে।।আমি হা করে চেয়ে আছি।।আজ আমার কপালে শনি, রবি সব আছে বুঝতে পারছি।।

চলবে,,?
(ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন।।)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে