অনুভবেতোমায়খুঁজি প্রথম পর্ব

0
4521

অনুভবেতোমায়খুঁজি প্রথম পর্ব

–নীল শাড়িতে তো আপনাকে বেশ মানায়।

–আপনি ?

–আমার ফোন নাম্বার সেভ করা ছিল না ?

–অচেনা কারো সাথে কথা বলতে আমার একদম ইচ্ছে করে না।আর আপনার নাম কি আমি জানি নাকি ? কি নামে নাম্বার সেভ করবো,,,,

–একটা কিছু লিখে কি সে করে রাখলেই পারতেন।তাহলে আর আমাকে চিনতে কষ্ট হতো না।

–আপনি তো মানুষ হিসেবে একদম ভাল না। কথা হবার পর আপনি ফোন বন্ধ করে ফেলেন

–আপনি আমার নাম্বারে কল দিয়েছিলেন,,,, এটা আগে বলবেন না,,,তাহলে তো আর আমি ফোন বন্ধ করি না।

–বলার দরকার নাই।

–কেন ?

–এমনি,,,এখন বলুন,,,,আমাকে কোথায় নীল শাড়ি পরা দেখলেন ?

–আপনার বান্ধবীর বিয়েতে।

–আপনি সেখানে কেন গেছিলেন ?

–আপনাকে দেখতে,,,

–কেন আমাকে আগে কখনো দেখেন নি ?

–দেখছি,,,তবে আজকের মতো নীল শাড়িতে দেখিনি।

–আপনি একটা পাগল।

–এক পাগলেই তো আরেক পাগলের সাথে সাথে কথা বলে,,,,

–আমাকে পাগল বললেন ?

–আপনি পাগল হতে যাবেন কেন,,,,

এখন বলুন তো আজকে বিকেলে কেন বারান্দায় আসেন নি ?

–আপনি কে বলুন তো ? বাসার আশেপাশে থাকেন এটা ভালই বুঝতে পারছি,,, কেন ফোন করেন ? আর আমার কাছে কী চান আপনি ?

–এতো প্রশ্ন একবারে করলে কোনটার উওর আগে দেব,,,,

–এক এক করে সবগুলোর উওর দিবেন।

–সবগুলোর উওর দিতে পারবো না।তবে আপনার কাছে কী চাই এটার উওর দিতে পারি।

–বলতে হবে না।আগে আপনার পুরো পরিচয় দেবেন তারপর অন্য কথা। না হলে না।

–কী না ?

–আমাকে আর কল দেবেন না।

–এতে কি আপনার ভালো লাগবে ?

–আপনার কি মনে হয়।

জানা নেই, চেনা নেই, কে না কে আপনি,,, আপনার ফোন না এলে আমার মন খারাপ হবে কেন,,,

–হবে,,,

–মাথা খারাপ আপনার

–তা একটু আছে অবশ্য,,

-একটু না,,, পুরোটাই খারাপ,,,,,

–আজকে নীল শাড়ি পরা কাউকে দেখবার পর মাথা পুরো খারাপ হয়ে গেছে,,,নীল শাড়িতে আমার অনেক দূবলতা আছে,,,তাই মাথা একটু খারাপ হয়ে গেছে,,,

আচ্ছা, আপনি টিপ পরেন না কেন ?

–পরি,

— কিন্তু আজ পরলেন না যে ?

-আপনি কি অনুবীক্ষণ নিয়ে বসে বসে শুধু মেয়েদেরই দেখেন নাকি।এছাড়া আর কোন কাজ নেই আপনার,,,

–কাজ আছে। তবে মেয়েদের না। শুধু মাএ একটা মেয়েকেই দেখি।

–কেন ? পরিচয় দিচ্ছেন না,,,,আর এসবের মানে কী ?

–কেউ এক জন প্রতিদিন বারান্দায় দারিয়ে কাউকে খুঁজে কিন্তু তাকে আর পায় না।

আর একটা কথা, আপনার ঠোঁটের নিচের ঐ ছোট কাল তিলটা আপনার সৌন্দর্য কয়েক গুন বাড়িয়ে দেয়।

–তিল টাও দেখে ফেলেছেন ?

বাহ,,,,,,,

আর কে বলেছে আমি কাউকে খুঁজি ? অদ্ভুত সব কথা!

–নীল শাড়ির সাথে নীল চুড়ি।এই দৃশ্য দেখলে চোখ জুরিয়ে যায়।

–আপনার চোখ দুটি বাঁধিয়ে রাখার মতো,,,

–কেন ?

–এই যে কত নিখুঁত দৃষ্টি আপনার,,,কোন কিছুই আপনার চোখ এরিয়ে যেতে পারে না।

–এটা দেখার জন্য হঠাৎ আসা বাতাসকে একটা ধন্যবাদ দিতেই হয় সে এসে আপনার চুল এলোমেলো করলো বলেই না নীল চুড়ি পরা হাতটা দেখতে পেলাম,,,,

–কী চান আপনি,,,,,,, ?



চলবে,,,,,

লেখা || Tuhin Ahamed

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে