জুয়াড়ি স্বামী পর্ব/ ৬
লেখক/ ধ্রুব
????????
নীলা আমার হাতটা ধরে বললো
নীলা/ চলো এবার যাওয়া যাক আমার হয়ে গেছে
আমি নীলার দিকে তাকিয়ে বুঝতে পারলাম এসব ওর মনের কথা নয়
আমাকে আঘাত করে বলছে
আমি নীলাকে হাতটা ছেড়ে দিতে বললাম
আমি/ হাত ছাড়ো আর শোন
যাবো ঠিক-ই তবে এখন নয় আর একটু পরে সন্ধ্যা নামুক
নীলা/ দ্যাতততত আগে বলবেন না
আমিও চুপ নীলাও চুপ
বড্ড অভিমান করে আছি দুজন
দুজন যেন দুজনার অপরিচিত
সন্ধ্যা নামতে নীলাকে নিয়ে বের হতে যাবো
তখন-ই মা বলে
মা/কিরে খোকা শুশুর বাড়ি যাচ্ছিস বুঝি
আমি/ হ্যাঁ মা তুমিনা বললে ওঁকে নিয়ে ওদের বাড়ি থেকে বেড়াতে তাই যাচ্ছি
মা/ খুব ভালো করেছিস গিয়ে আমায় ফোন দিবি
নীলা মায়ের পাঁ ধরে সালাম করে বিদায় নিলো
আমি/ ঠিক আছে আমি গিয়ে ফোন দিবো
বলে বের হয়ে গেলাম
সাগরের বাড়ির দরজার সামনে গিয়ে দরজায় নক করলাম
একটা মেয়ে এসে দরজা খুললো
আর আমাদের ভিতরে গিয়ে বসতে বললো
আমি আর নীলা দুজনে বসে রইলাম
কেউ কারও দিকে তাকাইনা
আমি হয়তো লজ্জায় আর নীলা ঘৃণায়
একটু পরে সাগর দেখি ভিতর থেকে আসতেছে
আসতে আসতে বলে
সাগর/ কিরে ধ্রুব এই বুঝি তোদের আসার সময় হলো
সেই কখন থেকে আমি অপেক্ষা করছি তোদের জন্য
আমি মনে মনে বলতে লাগলাম
শালা লুইচ্ছা আমাদের জন্য নয় বল আমার বউয়ের জন্য
আমি/ না কই আর দেরি হলো
সাগর/ বাদ দে আমিতো মজা করতেছি
এখনও তো পুরো রাতটা পড়ে আছে
পাখি এই পাখি আমাদের জন্য চা করে নিয়ে আয়
বলতে বলতে গিয়ে বসলো নীলার গা ঘেঁষে
মন চায় শালার মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেই
তারপরও নিজেকে বুঝ দিলাম
হয়তো রাতে আরও অনেককিছু হবে তখন কি পারবো আমি ওকে আঁটকাতে
আমি/ এই পাখিটা কে
সাগর/ আমাদের কাজের মেয়ে খুব ভালো
নীলা আর সাগরের পরিচয় করিয়ে দিলাম
ওরা বসে বসে গল্প করছে
আমি উঠে আড়ালে চলে গেলাম আর মনে মনে ঠিক করলাম এই জুয়াড়ি আর জুয়াড়ি থাকবেনা
শুঁধরে নিবো নিজেকে
একটু পরে সাগর বলে
সাগর/ চল আমরা বাহির থেকে ঘুরে আসি
আমি বুঝেছি সাগর আমাকে তাড়ানোর জন্য বাহির যেতে চাইছে কি আর করা যেতে হবে
আমি/ আচ্ছা চল
বলতে নীলা তাকালো আমার দিকে আর হয়তো মনে মনে ভাবছে আমাকে একা করে যেওনা
বাসা থেকে বের হতে নীলাকে বললাম
আমি/ আমি তাহলে যাচ্ছি কাল এসে তোমায় নিয়ে যাবো
নীলা আমার দিকে না তাকিয়ে উত্তর দিলো
নীলা/ যান
বাহিরে গিয়ে সাগর আর আমি একটা দোকানে চা খাইলাম
আমি একটা সিগারেটও জ্বালানাম
সিগারেট টানতে টানতে
সাগর বলে
সাগর/ তোর বউটা সত্যি হেব্বি
প্রথম দেখাতে আমার ওকে অনেক ভালো লেগেছে
কখনও ভাবিনি এতটা কাছে পাবো ওকে
আচ্ছা আমি এখন গেলাম তবে তুইও বাসায় ফিরে যা
সাগর হাঁটতে লাগলো
পিছনে ডাকার মত মুখ আমার নেই
আমিও বাসায় চলে গেলাম
বাসায় ঢুকতে মা বলে
মা/ কিরে খোকা তুই চলে আসলি যে বউমা কোথায়
আমি/ আমার একটা জরুরি কাজ আছে তাই তলে আসতে হলো
নীলা ওদের বাড়িতে আছে ভয়ের কিছু নেই
চলবে