জুয়াড়ি স্বামী শেষ পর্ব

0
2054

জুয়াড়ি স্বামী শেষ পর্ব

লেখক/ ধ্রুব
????????

দোকানে গিয়ে একটা সিগারেট জ্বালালাম

সিগারেটটা টানতে টানতে ভাবছি
অনেকদিন পর নীলাকে দেখবো
সাথে এটাও ভাবছি সবকিছু জানলে মেয়েটা না জানি কি ভাববে

সময়টাও বড্ড স্বার্থপর একটু তাড়াতাড়ি চললে কি হয়

এদিকে সাগর নীলা আর পাখিকে ডাক দিয়ে বলে

সাগর/ শোন আজ আমার কলিজার টুকরা বন্ধুটা আসবে ও দুপুরে এখানে খাবে রান্নাবান্না যেন ভালো হয়

নীলা না বুঝলেও পাখি ঠিক-ই বুঝেছে বন্ধুটা কে

নীলা বার বার জানার চেষ্টা করলে পাখির একটা উত্তর আমি তাকে কখনও দেখিনি তবে আজ দেখবো মনে হয়

যাইহোক নীলা আর পাখি দুজনে রান্না ঘরে গেলো

সাগর এমনভাবে বললো মনে হয় হয়তো মহান কোন লোক আসবে

দুপুর হওয়ার আগে নীলা আর পাখি দুজন মিলে রান্নাবান্না শেষ করলো

দুজনে গোসল করে রেডি হচ্ছে ঠিক তখন-ই আমি গেলাম

সাগর এসে দরজা খুললো

শালা দরজা খুলে এত জোরে চেপে ধরে বলে

সাগর/ কিরে বউকে ছাড়া বুঝি আর থাকতে পারছিসনা

আমি/ এত-ই যখন বুঝিল তখন পাঠিয়ে দিস কেন

সাগর/ দূরররর বেটা তাহলে খেলাটা কিভাবে জমতো

আমি/ আরে রাখ তোর খেলা আমার বউ কই সেটা বল

সাগর/ দেখ হয়তো তার ঘরে আছে তোর কথায় ভাবছে হয়তো

আমি/ ওহহহ তাই নাকি
যাই গিয়ে দেখি

আমি নীলার ঘরে গিয়ে দেখি জানালার পাশে দাঁড়িয়ে আছে

ওঁকে দেখে মনে হয় ত্রিভুবনে ওর কেউ নেই

আমি পিছন গিয়ে ওকে জড়িয়ে ধরে বলি

আমি/ আমার লক্ষীসোনা বউ কতদিন তোমায় দেখিনা
কেমন আছো তুমি

নীলা পিছন ফিরে দেখে তার জুয়াড়ি স্বামীটা
আমায় দেখে বিশ্বাস হয়নি তার আর যখন বিশ্বাস হলো তখন নীলা বলে

নীলা/ এই এখন তুমি কেন আসলে যদি তোমার বন্ধু দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে

তাছাড়া এ বাড়িতে আজ মেহমান আসবে সাগর ভাইয়ার খুব কাছের এক বন্ধু

আমি/ কেন আসলাম মানে তোমায় নিতে আসলাম
চলো আমার সাথে

নীলা/ চলো মানে কোথায় যাবো আর কি কিভাবে যাবো

আমি/ আমাদের বাসায় এখানে আর কত থাকবে

নীলা/ সব টাকা শোঁধ করে দিছো

আমি/ না

নীলা/ তাহলে কিভাবে নিয়ে যাবে আমায়

আমি/ নিয়ে যাবার রাস্তা আমার জানা আছে তুমি শুধু আমার উপর একটু ভরসা রাখো

নীলা/ হুহহহহ…ভরসা করবো তোমায় যে ছেলে টাকার জন্য বউ বন্ধক দেয়

আমি/ এত কথা না বলে চলোতো যতসব

নীলার হাত ধরে টেনে নিয়ে আসলাম খাওয়ার টেবিলে

সাগর/ কিরে বেটা বউয়ের রাগ ভাঙ্গতে এত সময় লাগলো তোর

আমি/ হুমমম তাড়াতাড়ি খেতে দে খুব খিদে লাগছে

নীলা একবার আমার দিকে আরেকবার সাগরের দিকে
এসব কি হচ্ছে আমার সাথে

আমি নীলার হাত ধরে বসিয়ে দিলাম

সাগর/ আরে রুবি (পাখি) তুই দাঁড়িযে কেন তুইও বস

নীলা এদিক ওদিক তাকিয়ে দেখে এই রুবিটা কে এই বুঝি সে যার কথা বলেছিলো

কিন্তু আমরা দুজন মেয়ে পাখি আর ছাড়া তো আর কেউ নেই

আমি/ কাকে খুঁজো রুবিকে

নীলা/ না মানে হুমমমম

আমি/ আরে পাগলি যাকে তুমি পাখি বলে জানতে সে হলে রুবি

আসলে ও এ বাড়ির কাজের মেয়ে নয় সাগরের খুব কাছের একজন তোমার খারাপ লাগবে বলে ওকে কাজের মেয়ের পরিচয়ে নিয়ে আসলাম

নীলা/ মানে

আমি/ মানে এটা
ছোটকাল থেকে আমি মেয়েদের বিশ্বাস করতামনা
সহ্যও করতে পারতামনা

কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার ভিতরে সেই আমিটা কে হারিয়ে ফেলি

তাই সাগরের সাথে মিলে এই নাটকটা করতে হল আমাকে

আসলে আমি জুয়াড়ি নয়
সবটা ছিলো আমাদের বানানো নাটক

নীলা/ এসব করার কি খুব দরকার ছিলো

আমি/ হ্যাঁ আগেও বলছি মেয়েদের আমার একদম সহ্য করতে পারতাম

মা আর এই সাগরের চাপে পড়ে বিয়েটা করলাম

বাঁসর ঘরে তোমাকে দেখে কেন জানি তোমার প্রতি আমার আকর্ষণটা বেড়ে গেলো

তাই ভাবলাম যাকে এই প্রথম এত ভালোবাসবো তাকে একটু বাজিয়ে দেখতে হয়
আমার জন্য সে কি করতে পারে

আমার দুঃসময়ে সে কি আমার পাশে থাকবে নাকি আমাকে একা করে নিজে নিজের সুখের কথা ভাববে

সাগর/ হ্যাঁ বোন ধ্রুব যা বলছে সব সত্যি
আমি ওর থেকে কোন টাকা পাবোনা সব ছিলো আমাদের সাজানো নাটক

নীলা এবার সত্যি সত্যি কেঁদে দিলো না এটা কোন দুঃখের কান্না নয় সুখের কান্না

নীলা বসা থেকে উঠে আমার চুল টানতে আর খুব মারতে লাগলো

কুত্তা বিলাই বান্দর রাক্ষস এভাবে কেউ বউকে পরীক্ষা করে

আমি/ এই শুধু কি মারবে বুকে নিবেনা

নীলা/ না

আমি/ কেন

নীলা/ কারন…. আমি তোমার বুকে হারাতে চাই তোমাকে আমার বুকে নয়

নীলাকে বুকে জড়িয়ে নিবো

তখনও আবার সেই বাঁধা

আমি/ আবার কি হলো

নীলা/ আগে কান ধরে উঠবস করো আর কথা দাও এমনটা আর কখনও করবেনা

কি আর করা যে বউ আমার জন্য এতকিছু করলো
আমি কি তার জন্য এটুকু করতে পারিনা

যখন-ই কান ধরতে যাবো নীলা

নীলা/ থাক আর ধরতে হবেনা
সবার সামনে আমি আমার স্বামীকে ছোট করতে চাইনা

আমি/ তাহলে

নীলা/ গাঁদা তাহলে আবার কি খুব শক্ত করে জড়িয়ে ধরো আমায়

যেন এ বাঁধন কবু ছিড়ে যাবার নয়

নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম

পাশে রুবি আর সাগর দুজনে হাত তালি মারে

আমি মনে মনে ভাবছি আজ ভাগ্যবান বলে এমন একটা পাগলি পাইছি

কয়জনের ভাগ্যে জুটে এমন একটা পাগলি

?‍❤‍??‍❤‍??‍❤‍??‍❤‍??‍❤‍??‍❤‍?সমাপ্ত?????

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে