Crush যখন বর?Season_2Part_52/53/54

0
2765

Crush যখন বর?Season_2Part_52
Writer-Afnan Lara

তনু-কি হয়সে?
শিশির তনুকে মারার জন্য হাত উঠালো
তনু চোখ বন্ধ করে ফেললো,
শিশির হাত সরিয়ে ইচ্ছামত দেওয়ালে ঘুষি দিতে লাগলো,
তনু গিয়ে শিশিরের হাত ধরে আটকালো,
তনু-কি করতেছেন কি,আর কি হয়সে??
শিশির তনুর দিকে তাকালো,চোখে রাগ,,
বেরিয়ে গেলো বাসা থেকে,আবির সবে বাসা থেকে বেরিয়ে চলে যাচ্ছিল আর খুশিতে লাফানো ধরলো শিশির এসে আবিরের কলার ধরে টানতে টানতে নিয়ে গেলো,
সোজা পুলিশ station e,,
শিশির-arrest him
আবির-আমি নির্দোষ আমি কিছু করিনি
পুলিশ -আপনার কাছে কোনো প্রমান আছে?
শিশির-আমি বলসি এটা যথেষ্ট নাহ??
আবির-হ্যালো কই তোরা তাড়াতাড়ি Police station এ আয়
শিশির রাগী চোখে আবিরের দিকে তাকিয়ে আছে,
১০মিনিটেই আবিরের কিছু frd চলে আসলো,
ওরা অনেক ঝগড়া করে আবিরকে ছুটিয়ে নিয়ে গেলো,
শিশির বাসায় ফিরে আসলো,
তনু বাথরুমে বমি করতেছে,
শিশির একবার তনুর দিকে তাকালো,
তনু এসে শিশিরের পাশে বসলো,
তনু-কি হয়সে??
শিশির কিছু বললো না,
খাটের এক পাশে গিয়ে শুয়ে পরলো
তনুর শরীরটা ভালো নেই তাই তনুও শুয়ে পরলো
পরেরদিন সকালেই তনুর ঘুম ভাংলো,
উঠে দেখলো শিশির রেডি হচ্ছে
তনু গিয়ে জড়িয়ে ধরলো
শিশির চুপচাপ shirt এর হাতা ঠিক করছে,
তনু-কথা বলবেন না??
শিশির তনুকে ছাড়িয়ে চলে গেলো
তনু-আজব?
মা-শিশির বাবা একটু বাসায় আসবে,তনুর শরীরটা খুব খারাপ হয়ে গেসে
শিশির তাড়াতাড়ি আসলো,
তনু বিছানায় শুয়ে আছে,
শিশির-কি হয়সে?
মা মুচকি হাসলো,শিশির তুমি বাবা হতে চলেছো,
মা মিষ্টি আনতে চলে গেলো
শিশিরের মন গম্ভীর ,
তনু-খুশি হননি?
শিশির -এই ঔষধ গুলা দুপুরে খাবা আর এগুলা রাতে
তনু-আমি কি জিগাইসি?
শিশির-আমার বাচ্চা নাকি আবিরের??
তনু-কিহ??
শিশির আর কিছু বললো না,সোজা তনুর ফোন নিয়ে তনুর গায়ে ছুঁড়ে মারলো,
শিশির-মেসেজ চেক করো
তনু messenger এ গেলো,কিন্তু ওর আইডি তো হ্যাক হয়েছিলো এখন ওরে messenger এ কেমনে ঢুকতে দিসে,তনু গিয়ে দেখলো আবিরের সাথে করা চ্যাট,কিন্তু এসব তো আমি করিনি
শিশির-এসব মিথ্যা?
তনু-আরে আমার আইডি হ্যাক হয়সে
শিশির-shut up!!
তনু ভয় পেয়ে গেলো,
শিশির টাই খুলতে খুলতে বারান্দায় চলে গেলো,তনু উঠে শিশিরের কাছে গেলো
তনু-এটা আপনার বেবি,আপনার সন্দেহ আছে.?
শিশির কিছু বললো না,বরং উঠে বাসা থেকে বেরিয়ে গেলো,
সন্ধ্যা ৬টা
Doctor -হ্যালো শিশির
শিশির-হুম মীম বল
মীম-আরে তোর বউ তনু হসপিটালে abortion করতে আসছে,আমি যত বলসি যে এখন আর abortion করা যাবে না,সবাই abortion করতে পারে না,উনি বলে ক্ষতি হলে হোক,আমাকে মেবি চিনে নাই
শিশির-ওরে আটকায় রাখ আমি আসতেছি
শিশির হসপিটালে গেলো,
তনু শিশিরকে দেখে ভয়ে চোখ কপালে
শিশির-মীম আসতেছি কেমন,আমাদের বাসায় যাইস মাঝেমাঝে
শিশির তনুর হাত শক্ত করে ধরে বাসা থেকে বেরিয়ে গেলো,
বাসায় এনে খাটে ছুড়ে মারলো
তনু-বাচ্চা তো আপনার না তাহলে আমাকে আটকাইছেন কেন
শিশির ঠাস করে চড় মেরে দিলো,
তনু গালে হাত দিয়ে কাঁদতে লাগলো
শিশির-বাচ্চা আমার হোক বা অন্য কারোর,মেইন fact হলো এটা তোর শরীরে বেড়ে উঠছে,আমার কাছে তুই বেশি আর কিছু না
তনু এখনও কাঁদতেছে
শিশির মাথা ঠান্ডা করে বসলো,
শিশির-দুপুরের ডোজ খাইসো?
তনু কিছু বললো নাহ
শিশির গিয়ে ঔষধের পাতা চেক করলো,খায়নি,শিশির ২টা পাউরুটি এনে তনুর মুখ টিপে ধরে খাইয়ে দিলো,তারপর ঔষধ খাইয়ে দিয়ে বিছানায় শুইয়ে দিয়ে কাঁথা টেনে দিলো,
Shirt নিয়ে বাথরুমে চলে গেলে,
তনু উঠে বসলো,
রাখব না বাচ্চা,বাচ্চার বাবা অস্বীকার করতেছে,থেকে কি করবে
তনু ফ্রিজ থেকে পেঁপে একটা নিয়ে কেটে খেতে বসলো,
মা-একি এটা কি করতেছস,বাবুর ক্ষতি হবে
মা তনুকে থামাতেই পাচ্ছে না,
মা-শিশির শিশির!
শিশির টাওয়েল নিয়ে মাথা মুছতে মুছতে আসলো,
মা-দেখো না তনু পেঁপে খাচ্ছে,বাবুর ক্ষতি হবে এটা খেলে
শিশির তনুর হাত থেকে পেঁপে নিয়ে ফেলে দিলো,তনুর মুখ টিপে ধরে রাখলো
শিশির-মা তুমি না আজ পোনামাছ রান্না করবা,এখনও তো রাঁধোনি,আমাকে কাঁচা একটা মাছ দাও
মা-কি করবা
শিশির-দাও
মা এনে দিলো,
শিশির সেটা নিয়ে তনুর মুখ টিপে ধরে মুখের ভিতর কাঁচা মাছ পুরে দিলো
তনু চোখ বড়বড় করে বাথরুমে গিয়ে বমি করে দিলো
শিশির-হুম,পেট থেকে সব পেঁপে চলে গেসে,
Next time এমন করলে মাইর আর কাঁচা মাছ free পাবা
শিশির laptop নিয়ে বসলো
তনু সোফার রুমে গিয়ে Freeze থেকে ঠান্ডা পানি নিয়ে ঢকঢক করে খেয়ে ফেললো,আবার চুপিচুপি এসে খাটে শুয়ে পরলো
শিশির-কিছু একটা তো করেছো তুমি,
শিশির টেনে তুললো তনুকে,মুখ টিপে ধরলো,এত ঠান্ডা হয়ে আছে কেন,
শিশির -আরেকটা চড় বসিয়ে দিলো গালে
তনু কান্না শুরু করলো
শিশির-আর একবার কাঁদলে আরও কয়েকটা দিব
তনু চুপ
শিশির-কি সমস্যা তোমার,এমন করতেছো কেন
তনু-আরেকজনের বাচ্চা পেটে রাখবো না
শিশির-উফ
চলবে♥

“এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এখানে ক্লিক করুন


Crush যখন বর?
Writer-Afnan Lara
#Season_2
#Part_53
শিশির গিয়ে শুয়ে পরলো,
তনু গালে হাত দিয়ে বসে আছে,খুব খিধা লাগসে,কিন্তু কি খাবে বাসায় যা আছে ওগুলা খেতে মন চায় নাহ???
তনু ছটপট করে ঘুমিয়ে পরলো,
শিশির উঠে বসলো,তনুর দিকে তাকালো,বাচ্চাদের মতন ঘুমিয়ে আছে,শিশির কিছুক্ষণ তাকিয়ে থাকলো,তারপর হঠাৎ মনে পরলো আবির আর তনুর ব্যাপারটা,,
টান দিয়ে তনুর গায়ের কাঁথাটা নিয়ে নিলো,
শিশির-ইচ্ছা করতেছে ধাক্কা দিয়ে ফেলে দিই
রাতে তনু শীতে শিশিরের বুকের সাথে লেগে শিশিরকে শক্ত করে জড়িয়ে ধরলো,
শিশির তখনও ঘুমায়নি,তনু ধরায় তনুকে এক হাত দিয়ে আগলে রাখলো,সকাল হলে ছুড়ে মারবো,এখন ঘুমাক
সকালে তনুর আগে শিশির উঠে জোরেসোরে তনুকে সরিয়ে দিলো,তনু ঘুম থেকে উঠে শিশিরের দিকে রাগী লুকে তাকালো
তনু-আস্তেও তো সরাতে পারেন নাকি?
শিশির-আমাকে টাচ করবা না,দূরে থাকো
শিশির রেডি হয়ে অফিসে চলে গেলো
তনু সারাদিন খাই খাই করতেছে
তনু-ধুর!!একটা কিছু নাই যে খাবো?
তনু ফ্রিজ থেকে খুঁজে আইসক্রিম একটা পেলো,ওটা খেতে লাগলো হেঁটে হেঁটে, ওটা থেকে রস নিচে পড়তে লাগলো,
পরে খাওয়া শেষে পা বারাতেই পিছলা খেয়ে নিচে পড়ে গেলো,
তনু-আহহহ,আমার পা,লাগলো????
তখনই শিশির বাসায় ঢুকলো,
তনু-এ্যা????
শিশির-চড় খাওয়ার শখ হয়সে???
তনু-উঠান না???
শিশির উঠালো না,চলে গেলো
তনু কষ্ট করে উঠে দাঁড়ালো,আবার ঠাস করে পরে যাওয়া ধরলো শিশির এসে ধরলো,তারপর কোলে তুলে নিলো
তনু-তুলছেন কেন,রেখে আসতেন নিচে
শিশির-ওকে ডান
শিশির গিয়ে আবার সেই জায়গায় তনুকে রেখে আসলো
তনু ভ্যাভ্যা করে কেঁদে দিলো
আস্তে আস্তে উঠে বিছানায় গিয়ে বসে শিশিরকে ইচ্ছামত গালি দিল,তারপর শুয়ে পরলো,
শিশির তনু জন্য খাবার এনেছিলো,সেগুলো ফ্রিজে রেখে আসলো,রুমে এসে দেখলো তনু ঘুমাচ্ছে,পা মনে হচ্ছে ফুলে গেসে,
শিশির হালকা সরিষার তেল গরম করে তনুর পাশে বসে ওর পায়ে মালিশ করে দিলো,তনু তো মরার মত ঘুমাচ্ছে,
রাত ১২টা
শিশির-আউচচচচচচ
তনু-কিছে কিছে
শিশির-ঘুমে থেকে কি চাবাও?
তনু-বিসকুট
শিশির-তাইবলে আমার হাত কামড়াবা?
তনু-আমি তো বিসকুট দেখসিলাম,আহারে এত সুন্দর স্বপ্নটা,ধুর
তনু উঠে ফ্রিজ দেখতে গেলো,ওমা নাগেট?????খামু???
তনু ভাজতে লাগলো,আহা কি মজা,নাগেট খামু,
শিশির খবর দেখতে লাগলো,খবরে দেখাচ্ছে নাগেটে অনেক ক্ষতিকর পদার্থ mix করা হয়
শিশির দৌড়ে কিচেন রুমে গেলো,
তনু মুখে ভরতে ছিলো শিশির হাত থেকে নিয়ে নিলো
তনু-pls দেন না আমি খাব
শিশির-না,এটা harmful
তনু-কে বলসে
শিশির-খবরে
তনু-এটা তো আপনার বেবি না তাহলে এত টেনসন কিসের
শিশির তনুকে টান দিয়ে কাছে নিয়ে এলো
শিশির-last বার বলতেছি,বেবি আমার কাছে fact না,মেইন হচ্ছো তুমি
তনু-আমি মরলেও কিছু যায় আসবে না
শিশির ঠাস করে একটা চড় মেরে দিলো,
তনু চোখ মুছতে মুছতে রুমে চলে এলো,
শিশির দেওয়ালে ইচ্ছামত ঘুষি দিতে থাকলো
তনু পেটে হাত দিয়ে বলতে থাকলো বেবি তোর বাবা তোর মাকে খুব মারে,তোর বাবা তোকে অস্বীকার করে,এটা বলেই কেঁদে দিলো
শিশির দরজার পাশে দাঁড়িয়ে তাকিয়ে থাকলো
তনুর পাশে এসে বসলো
তনু আরেকদিকে ফিরে বসলো
শিশির এক প্লেট চটপটি এগিয়ে দিলো
তনু তাকিয়ে আবার আরেক দিকে ফিরে বসলো
শিশির-ওকে আমি খাই
তনু হাত থেকে নিয়ে নিলো,নিজে খেতে লাগলো,
খাওয়া শেষে পানি খেয়ে বসলো,আর চোখ মুছতেছে শুধু
শিশির-কি আবার কাঁদো কেন?
তনু-খুব ঝাল দিসে
শিশির তনুর পাশে বসলো,তনু শিশিরের দিকে তাকালো,বারবার শিশিরের ঠোঁটের দিকে তাকাচ্ছে তনু,আর নাক টানছে
শিশির এক হাত তনুর কোলে রাখলো
শিশির-কিস দিব না
তনু-তো হাত রাখলেন কেন
শিশির-আমার হাত ধরো
তনু ধরলো
শিশির-চুষো
তনু-কিহহহহ?
শিশির-যেটা বলসি করো
তনু সত্যি সত্যি চুষতে লাগলো,
৫মিনিট পর ছাড়লো,
তনু-বাহ ঝাল কমে গেসে
শিশির-হুম
তনু-আপনাকে এটা কে শিখিয়েছে?
শিশির-একদিন খুব ঝাল লেগেছিল,সেদিন এমন করসি,ঝাল কমে গেসিলো
তনু-ওয়াও,
তনু শিশিরের হাত ধরে ঘুমিয়ে গেলো,
শিশির তনুর কাছে গিয়ে তনুর গালে চুমু খেলো,
তারপর হাত ছাড়িয়ে উঠে বারান্দায় গিয়ে বসলো
আবির-হ্যালো, হুম ওকে তোরা রেডি থাকিস,আমরা কাল বাসা থেকে তনুকে কিডন্যাপ করবো,ওকে,শিশির যখন অফিস যাবে তখন
মুনা সবটা শুনতে পেলো
আবির কথা শেষ করে পিছনে তাকাতেই মুনাকে দেখতে পেলো
মুনা-cheater!!
আবির -সব বুঝে গেলো,ধুর
মুনা-আমি ভাইয়াকে সবটা বলে দিব
আবির গিয়ে মুনাকে ধরে ফেললো
আবির-আমি দিলে তো বলবা
আবির মুনাকে ধরে একটা দড়ি দিয়ে হাত পা বাঁধলো,বসিয়ে রাখলো floore,
আবির -তোমার শিশির ভাইয়া কিভাবে তোমাকে আর তনুকে বাঁচায় আমিও দেখবো,
সকালে তনু ঘুম থেকে উঠলো
তনু-মুনার কথার মনে পড়তেছে খুব,,মেয়েটা শুধু শুধু আমাকে ভুল বুঝলো,?ওকে দেখতে যাব?যদি আবির থাকে,

রুনা-তনু আর শিশির তো নাকি তনুদের বাসায় থাকে,আজ ওখানে যাব,আরেকটা scene create করবো,আমাকে বিনা অপরাধে পাগলা গারতে পাঠানো,দেখাচ্ছি মজা?
আবির মুনার হাতের বাঁধন খুলে ওর হাতে খাবার দিলো,
আবিরের লোকেরা আবিরকে জানালো যে শিশির অফিসে গেসে,ওরা শিশিরের অফিসের বাইরে থেকে নজর রাখসিলো
আবির তাড়াহুড়ো করে বেরিয়ে এলো,দরজা লাগালো,কিন্তু মুনার হাত বাঁধার কথা ভুলে গেলো,
তনু সাহস করে আবিরদের বাসায় আসলো,,
ঐদিকে রুনা তনুদের বাসায় গেলো,তনুর মা বললো তনু নেই,রুনা উনার কথা না শুনে তনুর রুমে দেখতে গেলো
আবির আর তার লোকেরা তনুদের বাসায় ঢুকলো,
রুনা খাটের নিচে উঁকি দিয়ে দেখতেছে তনু কই,
আবিরের লোকেরা রুনাকে তনু ভেবে খপ করে ধরে বস্তা দিয়ে মুখ ঢেকে টানতে টানতে নিয়ে গেলো,
তনুর মাকে আবির ধরে রাখলো,
তারপর উনাকে ছেড়ে দিয়ে সবাই চলে গেলো,
আবির -হাহা,শিশির এবার কিভাবে বাঁচাবা তনুকে
চলবে♥

“এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এখানে ক্লিক করুন


Crush যখন বর?
Writer-Afnan Lara
#Season_2
#Part_54
তনু দরজার সামনে গিয়ে নক করলো,কোনো সারা পেলো না
তনু-মুন, মুন আছো??
কিছুক্ষন পর দরজায় তাকিয়ে দেখলো তালা দেওয়া,গেলো কই??
মুনা ততক্ষন পায়ের বাঁধন খুলে ফেললো,তনুর আওয়াজ গেলো ওর কান পর্যন্ত,,
তনু চলে যাওয়া ধরলো মুনা দরজার কাছে এসে চিৎকার দিতে লাগলো
তনু নিচের তালায় তখন,ওর মনে হলো মুনা ডাকলো
তনু আবার গেলো,
তনু-মুনা???
মুনা-তনু ভাবী আমাকে বাঁচাও,আবির আমাকে আটকে রেখেছে
তনু-এখন দরজা খুলবো কিভাবে,তালা দেওয়া,দাঁড়াও আমি শিশিরকে কল দিতেছি,
মুনা-তাড়াতাড়ি করো আবির এসে যাবে
তনু শিশিরকে কল দিয়ে আসতে বললো,
শিশির-আমি আসতেছি ওয়েট করো,
ঐদিকে আবির রুনাকে নিয়ে একটা গোডাউনে হাজির,,রুনাকে চেয়ারে বসিয়ে হাত বেঁধে মুখ থেকে বস্তা সরিয়ে রুনাকে দেখে আবিরের চোখ কপালে,
আবির-তনু কই??এটা কে?এই তুমিকে?
রুনা-You bastard, scoundrel
আবির ঠাস করে চড় মেরে দিলো রুনাকে
আবির-যেটা জিগাইসি just সেটার উত্তর দিবা এর বেশি একটাও না
রুনা-আমি রুনা,তনু নাহ
আবির পিছন ফিরে ওর hire করা একটা গুন্ডাকে চড় মারলো
আবির-এটা তনু??
লোকটা-ওস্তাদ তনুর রুমে ছিল,আমরা ভাবসি তনু
আবির-ইস,তনু কই তাহলে,ধুর!!
শিশির মুনাদের বাসায় এসে দেখলো তনু দরজার বাইরে দাঁড়িয়ে আছে,
শিশির আসার সময় সাথে করে তালা ভাঙার লোক এনেছে,
দরজা খুলার পরই মুনা এসে শিশিরকে জড়িয়ে ধরলো
সব বলে দিল শিশিরকে,,
শিশির-ওকে চল
শিশির মুনাকে নিয়ে পুলিশ station এ আসলো ,,
মুনার কথা শুনে ওরা আবিরকে ধরার জন্য লোক পাঠালো,
আবির তো বাসায় পৌঁছে গেসে, কিন্তু একি মুনা কই,দরজাও খোলা,,ইস আমি মুনার হাত বাঁধতে একদম ভুলে গেসিলাম
আবির বাসা থেকো বের হওয়ার সাথে সাথে পুলিশের লোক ওকে ধরে ফেললো,
নিয়ে গেলো station এ,
শিশিরকে দেখে আবিরের গলা শুকিয়ে গেসে,
শিশির ঠাস করে চড় মেরে দিলো,আরও মারতে গেলো পুলিশের লোক ওকে আটকালো,
শিশির মুনা আর তনুকে নিয়ে বাসায় আসলো
মুনা তনুকে জড়িয়ে ধরে কেঁদে দিলো
মুনা-I’m sry ভাবী,আমি না জেনে তোমার সাথে misbehave করসি,মাফ করে দাও
তনু-আরে ধুর,বাদ দে,
তনু রুমে আসলো,,
শিশির মায়ের সাথে কথা বলে রুমে এসে দেখলো তনু শুয়ে আছে,ঘুমাচ্ছে
শিশির পাশে বসলো,ঐদিন কথাটা! উফ আমিও মুনার মতন আবিরকে বিশ্বাস করে ফেলেছিলাম???
শিশির তনুর পেটে হাত রাখতেই তনু জেগে উঠে বসলো
শিশির তনুর দিকে অপরাধী হয়ে তাকিয়ে আছে
তনু-হুহ
তনু উঠে বারান্দা চলে যাওয়া ধরলো শিশির তনুর শাড়ীর আঁচল ধরে ফেললো
শিশির-সরি
তনু কিছু বললো না
শিশির পিছন থেকে এসে জড়িয়ে ধরলো,
তারপর তনুর পেটে হাত দিলো
তনু-ঢং
শিশির -নাহ আদর
শিশির তনুকে কোলে তুলে ছাদে নিয়ে গেলো,
তনু-ছাদে কেন??
শিশির-একটা জিনিস দেখাবো,
শিশির তনুকে নামিয়ে দিয়ে এক হাত দিয়ে তনুর চোখ বুজিয়ে আরেক হাত দিয়ে টেনে ফুল গাছের সামনে নিয়ে গেলো,হাত সরালো,
তনু-কাঠ গোলাপ?????????
শিশির-1st এটা ফুটসে তাও এমন একটা দিনে
তনু-????
তনু নিচু হয়ে ঘ্রান নিলো ফুলের
শিশির কিছুক্ষণ তাকিয়ে থেকে তনুকে টেনে নিজের কাছে এনে ধরলো
তনু-কি
শিশির-এবার আমি তনুর ঘ্রান নিব
শিশির তনুর গলায় নাক রাখলো,হুমমমমম
তনু-????????কাতুকুতু
শিশির শক্ত করে ধরলো তনুকে,
তনু-কি হয়সে
শিশির-কিছু না
শিশির আবার তনুকে কোলে তুলে নিলো
রুমে নিয়ে এলো,
শিশির-তুমি বসো আমি আসতেছি
১০মিনিট পর শিশির ১০টার মতন আইসক্রীম নিয়ে এলো
তনু লাফ দিয়ে উঠে নিতে যাবে শিশির দুটো দিয়ে বাকি গুলা নিয়ে ফ্রিজে রাখলো,
শিশির-বেশি না
শিশির এসে দেখলো তনু সব খেয়ে বসে আছে
শিশির-মাগো মা এত খাও কেন
তনু-আমি না আপনার বাবু ???
শিশির-আচ্ছা ম্যাম আসি,অফিস আছে
মুনা চুপচাপ হয়ে গেসে
তনু-মন খারাপ করিস নারে
মুনা-আমার জীবনটা শেষ করে দিলো
তনু-???
মুনা তনুকে ধরে কাঁদতে লাগলো
তনু হঠাৎ মুখে হাত দিয়ে বাথরুমে চলে গেলো
কিছুক্ষণ পর এসে খাটে হেলান দিয়ে বসলো
মুনা-ভাবী??
তনু-হুম শিশিরের বাবু আসতে চলেছে??
মুনা-গুড নিউজ???????
মুনা -খুশি লাগতেছে☺☺,মন খারাপ কমে গেসে,আমি ফুফু হতে চলেছি???
তনু হাসলো
রাতে শিশির আসলো, রুমে ঢুকে তনুকে খুঁজলো কিন্তু তনু তো নেই,কই গেলো
শিশির বের হতে যাবে তনু রুমের দরজা লাগিয়ে দিলো,
তনু-ভোউউউউউ
শিশির-মাগো!!!
তনু-হিহিহি
শিশির-শয়তান মাইয়া,শিশির খপ করে ধরে খাটে নিয়ে গেলো
শিশির-ঔষধ খাইসো???
তনু-হুম
শিশির-ওকে
শিশির-আমি Change করে আসতেছি,ওয়েট করো
শিশির Change করে এসে হা করে তাকিয়ে রইলো
তনু সেই আগের ছোট নাইটি টা পড়ে আছে,
তনু-কি লাগতেছে না হট??
শিশির-হুম,Pregnant hot
তনু-?
শিশির-হাহা
তনু এসে শিশিরের গলা জড়িয়ে ধরলো
শিশিরের ঠোঁটের দিকে তাকিয়ে আছে
শিশির মুখ ধরে চুমু খেতে লাগলো,এক হাত তনুর কোমড়ে রাখলো,
তনু শিশিরের গলা ধরে উঁচু হয়ে গেলো,
কিছুক্ষণ পর শিশির তনুকে কোলে তুলে খাটে নিয়ে গেলো,
রাতে♥তনু ঘুমাচ্ছে
শিশির উঠে গেঞ্জি পরে মুনাকে দেখতে গেলো,মুনা বসে বাইরের দিকে তাকিয়ে আছে
শিশির-কিরে মুনা ঘুমাস নাই
মুনা-ঘুম আসতেছিলো না
চলবে♥

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে