Writer-Afnan Lara
Crush যখন বর?Season_2Part_19/20/21
বিকালে শিশির আর তনু বাসায় আসলো,
শিশির-কি হলো হঠাৎ এত চুপ হয়ে গেলো,,
তনু বাসায় এসে change করে শুয়ে পরলো,,
শিশির-তনু,কি হয়সে??
তনু-কই?
শিশির-এখন শুয়ে পরলা?
তনু-মাথা ধরসে
শিশির মুনার কাছে গেলো,মুনা আমাকে চা বানিয়ে দে
মুনা-এ্যা?তুই চা খাবি?
শিশির-হ্যাঁ দে
মুনা বানিয়ে দিলো,
শিশির চা এনে তনুকে উঠিয়ে বসালো,নাও খাও মাথা ব্যাথা কমে যাবে,,
তনু চা খেয়ে নিলো,,মাথায় হাত দিয়ে শুয়ে পরলো,,
শিশির রুমের লাইট অফ করে দিলো,,
মা-শিশির তনু কই?দেখতেছি না
শিশির-একটু অসুস্থ,,
মা-কি হয়সে??
শিশির-মাথা ব্যাথা করে
মা-ব্যাথার ঔষধ আছে তো ওটা খাওয়াই দে,,
শিশির-আছে তোমার কাছে?আমি বাজারে যাইতেছিলাম আনার জন্য
মা-আছে,ধর
শিশির রুমে গিয়ে দেখলো তনু ঘুমাচ্ছে,শয়তানি করে তনুকে উঠিয়ে বসালো,
তনু চোখ ডলতে ডলতে তাকালো শিশিরের দিকে
তনু-কি হয়সে?
শিশির-এত ঘুমাতে হবে না
তনু-ভালো লাগতেছে না,আমি ঘুমাবো,
শিশির-দেখি গা এত গরম কেন?গায়ে জ্বর আর আমাকে বললা না,
তনু-আমি কি জানি নাকি জ্বর আসছে,
তনু শুয়ে পরলো শিশির আবার টেনে উঠালো,,
তনু-pls আমার ভালো লাগতেছে না,ঘুমাব আমি,
শিশির- আসো কিছু খেয়ে ঔষধ খাবা then ঘুমাইও,
তনু-খাবো না আমি,
শিশির উঠে গিয়ে খাবার আনলো,,তনুকে ধরে আবার উঠালো,নিজের হাতে খাইয়ে দিয়ে ঔষধ খাওয়াই দিল,
রাতে তনুর জ্বর বেড়ে গেলো,,শিশির বসে বসে ফোন টিপতেছে,তনু উঠে বাথরুমে যাওয়া ধরলো,
শিশির-কি হয়সে,,জ্বর কমসে?
তনু-বমি আসতেছে,,
শিশির-জ্বর দেখি আরও বেড়ে গেসে,তনু বাথরুমে গিয়ে বমি করলো,,শিশির হাত ধরে আছে,,শিশির তনুকে কোলে তুলে নিলো,,তনুকে এনে খাটে নামিয়ে দিলো,
তনু খাটে হেলান দিয়ে বসলো,,
শিশির পানি এনে মাথায় পোটি দিতে লাগলো,,
গায়ে কাঁথা জড়িয়ে দিলো,,তনু শীতে কাঁপতেছে,,শিশির পাশে বসে আগলে ধরে রাখলো,,
শিশির- খুব কষ্ট হচ্ছে?
তনু-না
শিশির-জানি,আমাকে তো বলবা না,শিশির আরও শক্তকরে ধরলো,,
তনু শিশিরের বুকে ঘুমিয়ে গেলো,,সকালে সূর্যের আলো চোখে পড়তেই তনুর ঘুম ভাঙলো,,ঘড়ির দিকে তাকালো,৮টা বাজে,
তনু উঠে পরলো,মাথা ব্যাথা করতেছে,টেবিলের দিকে তাকাতেই দেখলো মগের মধ্যে চিঠি গাম দিয়ে লাগানো,,
♥আমি অফিস যাচ্ছি,উঠে খেয়ে ঔষধ খাবা,কল দিয়ে ask করবো,,বুয়াকে বলে চা বানিয়ে খাবা,নিজে বানাতে যাইও না♥
তনু উঠে fresh হয়ে রুম থেকে বের হলো,
মা খাবার সার্ভ করে দিলো,,
মা-তোর এত জ্বর আমারে বলবি না,,শিশির টা একা একা ঠিকমত পোটি দিতে পেরেছে?
তনু-এখন কমে গেসে,,
শিশির বিকালে বাসায় আসলো,
শিশির-মা তনু কই?
মা-ও একটু ওদের বাসায় গেসে,
শিশির-ওহ,জ্বর কি কমসে?
মা-তেমন কমেনি,আমি চেক করসিলাম,
শিশির খেয়ে তনুদের বাসায় গেলো,
তনু দরজা খুললো,
মা-আরে শিশির আসো ভিতরে আসো,,
শিশির এসে সোফায় বসলো,,মা নাস্তা বানানোর জন্য চলে গেলো,
তনু যাওয়া ধরলো শিশির আঁচল ধরে ফেললো,
তনু-কি?
শিশির- বসো আমার পাশে,তনু বসলো,শিশির মাথায় হাত দিয়ে দেখলো জ্বর কমেনি,
শিশির-আমাকে বলতা আমি দিয়ে যাইতাম,
তনু-হাঁটতে হাঁটতে চলে এলাম,
শিশির নাস্তা করে তনুর হাত ধরলো,
শিশির-মা আসি,,
মা-তনু বললো আজ এখানে থাকবে
শিশির-কই,মাত্র বললো চলে যাবে,তাই না??(চোখ বড়বড় করে তাকালো)
তনু-হ্যাঁ আসি আম্মু
শিশির তনুকে নিয়ে বাসায় আসলো,,
তনু গিয়ে মুনার সাথে কথা বলতে লাগলো,
শিশির -ধুর,ঐ বাসা থেকে নিয়ে এলাম এখন গিয়ে মুনার সাথে কথা বলতেছে,তনু!
তনু-কি হয়সে?
শিশির-আমার সামনে বসে থাকবা,,কেউ ডাকলে তারপর যাবা,
তনু গিয়ে খাটে বসে রইলো,,
শিশির হুদাই ফোন হাতে নিলো,,,
শিশির-রুনায়ায়ায়ায়,,আই লাভ ইউ সো মাচ,
তনু শিশিরের দিকে তাকালো,,তারপর উঠে বারান্দায় গিয়ে বসলো,
শিশির তনুর পাশে বসে পরলো,
হুম বেবি আজকের lunch টা সেই ছিলো,,?
তনু মাথা ধরে গিয়ে খাটে বসলো,,বমি আসতেছে,দৌড়ে বাথরুমে গেলো,,
শিশির ফোন রেখে এসে তনুকে ধরলো,,
শিশির-রেডি হয়ে নাও,তোমাকে নিয়ে হসপিটাল যাবো,
তনু-লাগবে না,আমি ঠিক আছি,,রুনার সাথো কথা বলুন
শিশির-যেটা বলসি করো
তনু-যাবো না আমি,
শিশির তনুকে বাথরুমে কোলে তুলে নিল,বের হয়ে যাওয়া ধরলো
তনু-এই পাগল হয়ে গেসেন ছাড়ুন,
শিশির -রেডি না হলে এমন করেই নিব,,
তনু-ঠিক আছে,রেডি হচ্ছি,,
তনু রেডি হয়ে নিলো,দুজনে হসপিটালে আসলো,,
Doctor -হুম Test করাইছি,Food poisoning হয়সে,আর জ্বর ও আছে,ঔষধ দিসি,,আর ইনজেকশান ১টা,, আপনাকে দিতে হবে,,রাতে,,না পারলে ওয়েট করুন রাতে আমি দেওয়াই দিব,
শিশির-আচ্ছা আমি পারবো,,
তনু-এ্যা??আমি দিব না???
শিশির-চুপ
চলবে♥
“এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এখানে ক্লিক করুন
Writer-Afnan Lara
Crush যখন বর?
#Season_2
#Part_20
দুজনে বাসায় আসলো,,
রাতে খাওয়ার পর তনু গিয়ে মুনার সাথে শুয়ে পরলো,,আজ আর উনার রুমে যামু না,,
রাতে তনু খেয়াল করলো ওর হাতটা কে জানি ডলতেছে,চোখ খুলে তাকিয়ে দেখলো শিশির বসে বসে তনুর হাত clean করতেছে,Injection দিবে,,তনু লাফ দিয়ে উঠে গেলো,আমি তো মুনার রুমে ছিলাম না?
শিশির-হ্যাঁ,আমি তুলে আনছি সেখান থেকে
তনু-এ্যা?কখন?আমি তো টেরও পেলাম না
শিশির-গভীর ঘুমে থাকলে টের পাইবেন কেমনে?
শিশির হাতে ইনজেকশান নিলো,তনু এক দৌড় মারলো খাট থেকে নেমে,
শিশির সামনে গিয়ে দাঁড়িয়ে গেলো,দরজা লক করে দিলো,,
তনু-আমি দিমু না?এ্যা???
তনু বারান্দায় গেলো,,দৌড় দিয়ে,শিশির গিয়ে খপ করে ধরে খাটে এনে বসালো,,
শিশির-চুপচাপ বসে থাকো,একটু ও ব্যাথা পাবা না,মনে করবা পিঁপড়া কামড় দিসে,
তনু-এটা পিঁপড়া না,ইনজেকশান
শিশির-চুপ,,শিশির তনুর এক হাত ধরে তনুর গায়ের থেকে ওড়না নিয়ে খাটের সাথে বাঁধলো,
তনু আরেক হাত দিয়ে গা ঢাকলো,শিশির সেই হাত টা নিলো,
তনু-আমার লজ্জা করে,
শিশির-কিছু করার নাই,তোমার ঐ হাত খোলা রাখলে সারা রাতেও তোমারে ইনজেকশান দিতে পারুম না,
শিশির হাত ধরে ইনজেকশান দিয়ে দিলো,,তনু চিৎকার দিয়ে কান্না শুরু করে দিসে,
শিশির-বাব্বাহ,কাজ শেষ,,
তনু-এ্যা?????????
শিশির হাত ছাড়িয়ে দিলো,,
তনু ওড়না নিয়ে পরে আবার কান্না শুরু করলো,,
শিশির-কাঁদো বসে বসে,
মা-শিশির!
শিশির গিয়ে দরজা খুললো,
মা-কি হয়সে?তনু চিৎকার দিলো কেন?আর কাঁদতেছে কেন
শিশির-ইনজেকশান দিসি,
মা-ওহ,ভয় পাই নাকি?
শিশির-প্রচুর,প্রচন্ড,
তনু-???
শিশির গিয়ে টিভি দেখতে লাগলো,,১০মিনিট পর রুমে আসলো,তনু ঘুমিয়ে গেসে,কাঁথা টেনে গায়ে দিয়ে দিলো, চোখের নিচে ভিজে আছে,,বেচারি,, শিশির হাত দিয়ে মুখ মুছে দিলো,,পকেট থেকে একটা Plastic এর সাপ বের করে তনুর জুতার উপর রাখলো,,
শিশির-হিহি,বুঝবে মজা সকাল বেলা,,?
শিশির গিয়ে শুয়ে পরলো,,
রাতে ২টায় তনু উঠলো,,উফ হাতটা কেমন ব্যাথা করতেছে
তনু খাট থেকে নামার জন্য জুতার উপর পা রাখলো,নরম কি একটা পায়ে লাগলো,জুতার দিকে তাকিয়ে আকাশ থেকে পরলো তনু,
আআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ
শিশির উঠে মুখ চেপে ধরলো,,
শিশির-মাগো মাহ,চুপ,,
তনু-উমমমমমম,
তনু দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাইতেছে,শিশির উঁচু করে বিছানায় নিয়ে এলো,,তনু আবার চিৎকার দিলো,শিশির খাটের সাথে চেপে ধরলো,
শিশির-চুপ,,
তনু-সাপপপপ(ফিসফিসিয়ে)
শিশির-হ জানি,আমি রাখসিলাম,,নকল ওটা
তনু-আপনার আর কাজ নেই??জানেন আমি কত ভয় পাইসিলাম,,
শিশির-এটাই তো মজা ছিলো, হাহাহা,
তনু শিশিরকে ধাক্কা দিয়ো সরিয়ে দিলো,শয়তান,নাইজেরিয়া উগান্ডা,,
তনু খেয়াল করলো শিশির তনুর দিকে তাকিয়ে আছে,,লুকটা তনুর কাছে অন্যরকম লাগলো,,তনু গায়ের ওড়না ঠিক করে নিলো,,তনু উঠতে গেলে শিশির তনুর একটা হাত ধরে ফেললো,,
তনু-কি??
শিশির আস্তে আস্তে তনুর কাছে আসলো,,
রাত তখন ২:৩০মিনিট♥বাইরে হালকা বাতাস,,বারান্দা দিয়ে আসতেছে,,তনুর চুল উড়তেছে,,
শিশির এক হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিলো,,সরিয়ে দিয়ে হাত দিয়ে তনুর গলার পিছনে ধরলো,টান দিলো,,
তনু-আআপপনননি
শিশির-চুপ,
শিশির তনুর ঠোঁটের দিকে তাকালো,,
তনু চোখ বন্ধ করে ফেললো,,
শিশির প্রায় ৩মিনিট ধরে তাকিয়ে থাকলো,,তারপর ছেড়ে দিলো,,উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো,,
তনু-?কিস করতে জানে না নাকি??,,কি সুন্দর romantic moment ছিলো,ইসসসস????
তনু শুয়ে পরলো,,
শিশির তাকিয়ে দেখলো,,চাই ওরে ভালোবাসতে,,,ভালোবাসি?জানি না,,কষ্ট দিতে ভালো লাগে,,আবার পরে সেই কষ্টটা দেখে সয্য করতে পারি না,,
শিশির বারান্দায় ঘুমিয়ে গেলো,,
পরেরদিন ♥♥
তনু গোসল করে উঁকি মারলো,শিশির এখনও ঘুমাচ্ছে,,কাল আমাকে এত রাতে সাপের ভয় দেখাইলো,বুঝাবো মজা,হিহি,
তনু পা টিপে টিপে শিশির পিছনে গিয়ে দাঁড়ালো,,চুল নিয়ে ইচ্ছামত ঝাড়লো,,সব পানির ছিঁটা শিশিরের মুখে,
শিশির লাফ দিয়ে উঠে দাঁড়ালো,
তনু-হাহাহা,
সেই লেভেলের দৌড় মারলো তনু,এক দৌড়ে মায়ের কাছে,,
শিশির-তনুর বাইচ্চায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়া
মা-কিরে তনু,শিশির চেঁচাইতেছে কেন?
তনু-?কি জানি,
শিশির রেডি হয়ে বের হলো,
তনু লুকিয়ে আছে,,
ডাইনিং এ এসে খাবার খাচ্ছে,তনুর দিকে তাকিয়ে এমনভাবে চিবাচ্ছে যেন তনুকে খাইতেছে,
তনু ঢোক গিললো,,
শিশির খেয়ে রুমে গেলো,তনু,তনু আমার ওয়ালেট কই?
তনু -টেবিলের উপরে,,??যামু না রুমে,রাগ যাক,,
শিশির বের হলো,তনু ১০হাত দূরে দাঁড়িয়ে আছে,,
শিশির-অফিস থেকে আসি তোমারে আলুর ভর্তা বানাবো,,বাই,,ঔষধ খেয়ে নিও,,শিশির গেলো,
তনু-বাব্বাহ,,
তনু ঘুমিয়ে আছে দুপুরে,,
শিশির আজ তাড়াতাড়ি আসলো,,দেখলো তনু ঘুমিয়ে আছে,,
শিশির-আজ তোমাকে কে বাঁচাবে??
শিশির তনুকে উঠিয়ে বসালো,
তনু-আপনি????
শিশির টেনে বাথরুমে নিয়ে গেলো
চলবে♥??
“এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
আমাদের গল্প পোকা ডট কম ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এখানে ক্লিক করুন
Writer-Afnan Lara
Crush যখন বর?
#Season_2
#Part_21
তনু-এ্যাই আমার জ্বর, আমাকে ভিজাবেন নাকি,এ্যাই এ্যাই
শিশির -চুপ,একদম চুপ,,
শিশির তনুকে দাঁড় করালো,,পানি এক মগ নিয়ে তনুর সামনে দাঁড়ালো,
তনু-আম্মুউউউউউউউ
শিশির হাত চুবিয়ে ইচ্ছামত পানি ছিঁটালো তনুর উপর,,
তনু-বেয়াদপ ছেলে,?এ্যা??
শিশির ১০মিনিট ধরে পানির ছিঁটা দিলো,,
তনু-আর করবো না,ছাড়েন???
শিশির-হুমম গুড girl,,
তনু-আমি যাই,,শিশির হাত ধরে ফেললো,
শিশির-শাস্তি বাকি আছে,,শিশির তনুকে টেনে সামনে দাঁড় করিয়ে ওর সামনে shirt খুললো,,
তনু চোখ বড়বড় করে তাকিয়ে আছে,,শিশির শয়তানি হাসি দিয়ে গেঞ্জি খুলে তনুর গায়ে মারলো,,এবার প্যান্টে হাত দিলো,
তনু-এ্যাই পাগল হয়ে গেসেন নাকি,নাকি লজ্জা শরমের মাথা খেয়েছেন,ছিঃ ছিঃ,,
শিশির-হাহা,,শিশির তনুর দিকে এগিয়ে গিয়ে দেওয়ালে হাত রাখল,,
শিশির-কি বলো খুলতাম??
তনু-ছিঃ,সরুন আমি বের হবো
শিশির হাসতে হাসতে ছেড়ে দিলো,
তনু পুরো ভিজে নাই তবে পানির ছিঁটায় অাধা ভিজে গেসে,শয়তান পোলা?
শিশির fresh হয়ে বের হলো,,
তনু খাবার দিলো,,
শিশির শয়তানি হাসি দিয়ে তনুর দিকে তাকাচ্ছে,
তনু-হুহ?
তনু টিভি দেখতে বসলো,,
শিশির হাত ধরে টেনে নিয়ে গেলো,
তনু-আরে কি করসি আবার?
শিশির-কিছু করো নাই,
তনু-তাহলে কই নেন??
শিশির তনুকে নিয়ে ছাদে আসলো,,
তনু-ওমা???এত ফুল গাছ??কবে আনলেন??
শিশির-আজকে
তনু-আমার জন্য??
শিশির-হুহ,আমার জন্য,তোমারে তো দেখাতে আনছি
তনু-?ও,তনু তো ফুল দেখে পাগল হয়ে গেসে,,
শিশির দাঁড়িয়ে দাঁড়িয়ে তনুর খুশি দেখতেছে,হুম একটা ডোজ দিয়া দিই,
হ্যালো রুনা,,হুম কাল তোমার জন্য আমার গাছের ফুল আনবো বেবি,
তনু-হুহ,তনু চলে গেলো,
শিশির-????
তনু বাসায় এসে শিশিরের দেওয়া কানের দুলটা হাতে নিলো,,কানে পরে নিলো,,বাহ অনেক সুন্দর,, তনু হাসতেছে,,
শিশির আসলো রুমে,,
তনু-দেখেন কেমন লাগে??
শিশির-বিচ্ছিরি, ভূতনির মতন
তনু-???
তনু খুলে রেখে দিলো,,শিশির বাথরুমে গেলো,তনু চুপিচুপি শিশিরের ফোন হাতে নিলো,Fingerprint lock করা,ধুর
তনু try করলো pass দিয়ে,শিশির লিখলো খুললো না,রুনা লিখলো,রুনা বেবি লিখলো,,তনু লিখলো,তাও দিলো না,কি পাস দিসে আল্লাহ খোদা জানে,,?
শিশির বের হলো তনু সাথে সাথে ফোন রেখে দিলো,
শিশির-আমার ফোন দেখা হচ্ছে?
তনু-পাস দিয়ে রাখলে কিভাবে দেখবো??
শিশির-দেখার কিছু নেই,
তনু চলে গেলো রুম থেকে,,
শিশির -Password টা খুব সহজ,তবে তোমার ভাবনার বাহিরে,,♥আমার তনু♥
তনু মুনার সাথে লুকোচুরি খেলতেছে,
তনু-কই পালামু,তনু শিশিরের রুমে এসে দৌড়ে লুকানোর সময় কাতততততত করে গেলো জামা ছিঁড়ে,তনু রোবট হয়ে দাঁড়িয়ে গেলো,
শিশির তাকিয়ে আছে তনুর দিকে,
শিশির-হাহহাহাহাহাহোহোহোহোহাহাহ
তনু-???????
শিশির হাসতে হাসতে তনুর কাছে এলো,,তনু পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে,,শিশির দরজা লাগিয়ে দিলো,,তনুর পিছনে গিয়ে দাঁড়ালো,
শিশির-এএএএমা,,পুরা পিঠ খালি,
তনু-?,যান এখান থেকে
শিশির -দাঁড়াও দাঁড়াও
মুনা-ভাইয়া,ও ভাইয়া তনু ভাবীরে দেখছোস??
শিশির-নাতো,
মুনা-রুমে আছে?
শিশির-নাহ,আমি তো change করতেছি,
মুনা-ওহ ঠিক আছে,
শিশির তনুর জামায় হাত দিলো,
তনু নড়তে পারতেছে না,নড়লে জামা Automaticallyখুলে যাবে,,জামাটা ছিলো চেইনের,সেই চেইনের জায়গায় ছিঁড়ে গেসে,তনু চোখ বুঝে দাঁড়িয়ে আছে,,
শিশির দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে,,তার পর গিয়ে খাটে বসলো
শিশির-যাও change করে আসো,
তনু-সেটা হলে এতক্ষন ধরে দাঁড়িয়ে থাকতাম না,কুত্তা বিলাই,জেনে শুনে আমাকে যেতে বলতেছে,লুচু
শিশির হাসতে হাসতে আলমারি থেকে জামা এনে তনুর হাতে দিলো,,নাও change করো
তনু-আপনার সামনে?
শিশির-সমস্যা কি?
তনু-হারামি যা এখান থেকে,
শিশির হাসতে হাসতে দরজা খুলে বের হলো,,
তনু change করে বের হলো,,
মুনা-তুমি এখানে আর আমি সারা বাসা খুঁজতেছি,,
তনু-?
তনু রান্নাঘরে গেলো,,আচার খামু??আচার নাই,এরা আচার খায় না নাকি??
শিশির-না খাই না,এত তাড়াতাড়ি আচার??কিছুই তো করলাম না
তনু-ছিঃ,?
আমি তো আচার লাইক করি,জানেন না??
শিশির-হুম জানি,আসেন আমার সাথে,
তনু-কই?
শিশির তনুকে নিয়ে রুমে এলো,,আলমারি থেকে আচার ১০প্যাকেট নিয়ে হাতে ধরিয়ে দিলো,,
শিশির-রুনার জন্য এনে রাখসিলাম,,এখন তুমি চাইলে খেতে পারো,
তনু একটা নিয়ে খেতে গেলো শিশির প্যাকেট টা নিয়ে নিল,
শিশির-পা টিপে দাও,
তনু-উফফফ,
তনু পা টিপতে গিয়ে শয়তানি করে কাতুকুতু দিলো,শিশির লাফ দিয়ে উঠে গেলো,
তনু-হিহি,তনু দৌড় দিতে গিয়ে সামাল করতে না পেরে খাট থেকে নিচে পরার সময় শিশিরকে ধরলো,শিশির নিজে balance করতে না পেরে তনুর উপরে পরলো,দুজনেই খাট থেকে নিচে, ধপাসসসসসসস!
চলবে♥