Crush যখন বর?Season_2
Writer-Afnan Lara
#Part_1
ফইন্নি,তোর শান্তি হয় না আমারে না জ্বালাইয়া??মাগো আমার হাত গেছে,তোর জিএফ রে কইয়া দিমু,শয়তান ছেলে
শিশির-যাও বলো,সাহস থাকলে,কাঁচা গিলে ফেলবো
তুলি-লজ্জা করে না??জিএফ থাকতে এমন করতে আমার সাথে?
শিশির-কি করসি??
তুলি-এভাবে আমাকে টেনে আনছেন কেন??মানুষ কি ভাবে?
শিশির-যাই ভাবুক, আমার কি?আর তুমি আমাকে ভেংচি মারছো কেন??
তুলি-হুহ,
হাত ছাড়িয়ে নিলাম,বাসার দিকে চলে আসলাম,
(শিশির গল্পের নায়ক,তুলি নায়িকা?আগের টার চাইতেও এটা interesting হবে?)
তুলি-ইস সবাই কেমন আমার দিকে তাকিয়ে আছে,শয়তানটার কোনো common sense নাই?,,
তুলিদের বাসার পাশেই থাকে শিশির,, daily দেখা হয়,,,
তুলি -বাসায় আসলাম,আম্মুউউ
আম্মু-কি?চিল্লাস কেন?
তুলি-দেখো না মা শয়তানটা আজ আমার হাত ধরে ওদের বাসার সামনে নিয়ে গেছে,আশেপাশের মানুষ কি ভাববে?
আম্মু-আমি তোর আব্বুকে বলতেছি,
তুলি -হ্যাঁ বলো,
শিমুল ফোন দিলো,
তুলি-হ্যালো শিমুল
শিমুল-জান কি করতেছো?(তুলির বিএফ)
তুলি-?কিছু না,পরে কল দিবো,বাই
ঐদিকে♥
রুনা-হ্যালো বেবি, কেমন আছো?
শিশির-পরে কল দিবো,ভালো লাগতেছে না,বাই
তুলি-কাল আবার Disturb করতে আসলে চড় মেরে দিবো,?
শিশির-কাল ওর ১২টা যদি না বাজাইছি,
♥
২বছর আগের ঘটনা♥
তুলি-উফ ৭দিন হয়সে এখনও দেখি নাই,কচু,এই বাসার পোলা টা heavy,আমি তো দেখেই ফিদা?? আমার প্রথম ভালোলাগা,ভালোবাসা,
স্কুলে যাওয়ার সময় তাকাইছি ওর বাসার দিকে দেখি নাই,
ধুর,
তুলি-
আইতে দেখি???যাইতে দেখি,??দেখি তোমায় বারবার ???তোমায় না দেখিলে ভাললাগে না ??
আজ দেরি করে বের হয়সি বাসা থেকে, ধুর দেরি হয় গেসে,
অর্ধেক পথে গিয়ে আটকে গেসি,আর হাঁটতে পারুম না,কারন আমার সামনে শিশির,সাইড দিয়ে চলে গেলো,
বুকের ভেতর কাঁপতেছে,
আজ ফইন্নির মতন বের হয়সি আর আজই দেখা হলো,হ্যাঁ একবার তাকায়ছে আমার দিকে,?????
রাতে♥
তুলি-একি এটা তো শিশিরের আইডি,Frd request দিসি??হিহি
শিশিরের বোন আমার এক ক্লাস junior,,
তুলি-মুনা(শিশিরের বোন)
মুনা-জী আপু
তুলি-কেমন আছো?
মাইমুনা-এইতো ভালো,তুমি?
তুলি-ভালো?
মেলা হচ্ছে,
উফ আজ যদি দেখতাম তারে???
frdদের সাথে এসেছি মেলায়,,
জিনিয়া-আজ তোর খবর আছে তুলি,আমারে কাল নোট দেস নাই,দাঁড়া
তুলি জিনিয়াকে দেখেই এক দৌড় মারলো,
তুলি -আল্লাহ গো আজ আমি শেষ,,তুলি জিনিয়ার দিকে তাকিয়ে দৌড় মারছে,ঠাস!!!!
তুলি পড়ে গেলো,
সাথে আরেকজন পড়ছে,
একি???এটা শিশির,খায়সে আমারে
তুলি হা করে তাকায় আছে,
শিশির -দেখে চলতে পারেন না?
তুলি-আআআ?
জিনিয়া-ধরছি তোরে,
শিশির-হুহ,
শিশির উঠে চলে গেলো,তুলি এখনও বসে তাকিয়ে আছে,ইস কি বডি?ডাকাত ডাকাত লাগে??
চলবে♥
Writer-Afnan Lara
Crush যখন বর?
#Season_2
#Part_2
তনু-ইচ্ছে করে block করে দিই, দিলে আমারে নিয়ে পুকুরে চুবাবে,সেইবার অবস্থা খারাপ হয়ে গেসিলো,,
(আজ থেকে নায়িকার নাম তনু)
শিশির-এই রসগোল্লা
তনু-হারামি একদম আমাকে এই নামি ডাকবি না,
শিশির-রসগোল্লারে তাইলে কি ডাকবো??
তনু মেসেজ সিন করে রেখে দিলো,,
শিশির-এ্যাই
তনু-কি?
শিশির-কাল তো তোমার কলেজে অনুষ্ঠান??
তনু-হুম
শিশির-যাবে না
তনু-যাবো
শিশির-মানা করসি আমি,,অনেক ছেলে আসবে,না যাওয়াই ভালো
তনু-আপনার কথা শুনতে আমি বাধ্য নই,,
তনু ডাটা অফ করে দিলো,,
পরেরদিন ♥♥♥♥
তনু লাল একটা শাড়ী পরলো,,হাতে লাল কাঁচের চুড়ি,,
লাল লিপ্সটিক,,রেডি হয়ে বের হলো,,
শিশিরদের বাসার সামনের রাস্তা দিয়ে যাওয়া লাগে,,
তনু সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ উপর থেকে এক বালতি পানি তনুর গায়ে ঢেলে দিলো শিশির,
তনু shock খেলো,এটা কি হলো??তনু উপর দিকে তাকালো,শিশির দাঁত বের করে হাসতেছে,
রাগে তনুর মাথা ফেটে যাচ্ছে,
শিশির নিচে নেমে তনুর হাত ধরে বাসার ছাদে নিয়ে এলো,
তনু ছাড়ানোর জন্য ইচ্ছামতো খাঁমছি দিতেছে,
শিশির তনুকে এনে চেয়ারে বসিয়ে দিলো,,
শিশির এবার এক বালতি পানি নিয়ে তনুর সামনে বরাবর বসলো,
শিশির-হুম পালানোর চেষ্টা করলে এই বালতি ও ঢেলে দিব,
তনু রাগ নিয়ে বসে আছে,,
শিশির -আমি মানা করসি শুনো নাই,এবার বুঝো?
তনু শীতে কাঁপতেছে,,
শিশির বসে বসে ফোন টিপতেছে,,প্রায় ২ঘন্টা পর তনুকে ছাড়লো,
শিশির-যাও বাসায়,অনুষ্ঠান শেষ,
তনু চেয়ার থেকে উঠে শিশিরের গালে চড় মেরে দিলো,
তনু-কি চান আপনি আমার থেকে??আপনার ভালোবাসার মানুষ আছে,,সব আছে তার পরেও আমাকে নিয়ে এমন করেন কেন??আমি তো কেউ না,তার পরেও!!!
শিশির তনুর চুল ধরে ওকে টেনে নিজের কাছে নিয়ে এলো,,,কি বুঝাতে চাও?আমি তোমাকে ভালোবাসি কিনা??হাহাহা,পাগল আমি??কখনও নাহ,ভালোবাসি না,আমি রুনাকে ভালোবাসি,,
তনু-জানতাম,
তনু চলে এলো বাসায়,,
মা-কিরে তোর এই অবস্থা কেন?
তনু-জানি না,
রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম,
এতো সুন্দর করে সেজেছি আর কি করলো??ভিজিয়ে দিলো,
শিমুল-বেবি কলেজে আসবা না??
তনু-না,
শিমুল-কাল দেখা করবা??
তনু-ঠিক আছে,,
পরেরদিন ♥
তনু আর শিমুল একটা restaurant e আসলো,
ভাগ্যবশত শিশির আর রুনাও সেই restaurant এ,,
শিশির আর তনু দুজনকে দেখে শক খেলো,তারপর নিজেদের মতন বসে পরলো,,
শিশির-রুনা,আসো কিস করবো,,
রুনা-ওকে,উমমমম
শিমুল-দেখো ওরা কিস করতেছে,আসো আমরাও কিস করি,
তনু-একটা থাপ্পড় দিয়ে দাঁত ফালায় দিব,বিয়ের আগে টাচ ও করবি না,যা distance রেখে বস,
শিশির তনুর কথা শুনে বিষম খেলো,,
রুনা-কি হলো বেবি কিস মি
শিশির-সরো তো,বিয়ের আগে কিছু না,,
শিমুল-এটা কি?তুমি আমার জিএফ আর একটু টাচ ও করতে পারবো না??
তনু-না পারবি না,আমি তো তোরে প্রথম দিনই বলসি আমাকে টাচ করা যাবে না,,
শিমুল-ফাইন,,
রুনা-আসো না কিস করি,সবাই করে, আমরাও করবো
শিশির-পাগল নাকি?এত উতলা হয়সো কেন??বিয়ে তো দেরি না
রুনা-তাহলে চলো বিয়ে করি,তুমি তো জব করতেছো,
শিশির-আমার বিয়ের বয়স হয়নি
রুনা-আর কতো হবে?
শিশির-চুপ করো তো,,
তনু ভেঁংচি দিয়ে শিমুলকে নিয়ে চলে গেলো,,
শিমুল-কাল কলেজে আসো নাই কেন?
তনু-শয়তানটা তো…….
শিমুল-কে?
তনু-কেউ না,,বাদ দাও,
শিমুল-চলো পালিয়ে বিয়ে করে ফেলি
তনু-আমি কতো ছোট, এত তাড়াতাড়ি বিয়ে?তাও পালিয়ে?পাগল হয়সো??আব্বু যার লগে কইবো তারে করুম
শিমুল -ও,যদি আমাকে লাইক না করে?
তনু-আমি কি জানি,
রুনা-বেবি, pls kiss me
শিশির-এই পাগল নাকি,মাগো মা,আমি এসব করি না
রুনা-আমি করি,আসো
শিশির-উফ,
শিশির উঠে চলে গেলো
চলবে ♥
Writer-Afnan Lara
Crush যখন বর?
#Season_2
#Part_3
বাসায়♥
মা-তনু যা তো উঠানে শুটকি গুলা রোদে দিয়ে আয়,,
তনু-ওকে
মা-কিরে যাস না কেন?
তনু-ওড়না খুঁজে পাইতেছি না
মা-এমনি যা,কে দেখবে?
তনু গিয়ে উঠানে শুটকি রোদে দিলো,
শিশির তখন ঐ রোড দিয়ে যাচ্ছিলো,তনুদের বাড়ির দিকে তাকিয়ে চোখ আটকে গেলো,,
তনুদের বাসা whole boundary তে ঘেরা,,একটা পাশ complete বাকি আছে,শিশির সেই পাশ দিয়েই তনুকে দেখলো,
তনু দাঁড়িয়ে খোঁপা বাঁধতেছে,
তনু-এমা কাঠি টা কই?ধুর কি দিয়ে চুল বাঁধবো,হাতেই তো ছিলো,
তনু চুল ছেড়ে দিয়ে কাঠি খুঁজতে লাগলো,,
শিশির হা করে তাকিয়ে আছে,
টিটু-ভাই কি দেখস??
শিশির টিটুর চোখ হাত দিয়ে ঢেকে ফেললো,
টিটু-রুনা?
শিশির-না,
টিটু-তাইলে কে??
শিশিরের হুস আসলো,,সোজা গিয়ে তনুদের গেটে এসে নক করলো,
তনু গায়ে হাত দিয়ে দৌড় মারলো,,
তনু-বাবা কে জানি আসছে,গিয়ে দেখো,
বাবা গিয়ে গেট খুললো,
বাবা-হ্যাঁ বলো
শিশির-আসসালামুআলাইকুম
বাবা-ওয়ালাইকুম আসসালাম
শিশির-আপনাদের এই জায়গা টা যে খালি আশেপাশের ছেলেরা যে নজরে তাকায় তা দেখলাম,তাই যত তাড়াতাড়ি পারেন complete করে দেন,,
বাবা-হ্যাঁ করবো, আসলে এতবড় এরিয়া করে হাতের টাকা শেষ
শিশির-জী বুঝতে পারসি,আসি তাহলে,
বাবা-ঠিক আছে,
তনু-বাবা কে আসছে?
বাবা-ঐ বাসার ছেলেটা আসছে
তনু-কেন?
বাবা-বলসে boundary টা যত তাড়াতাড়ি পারি complete করতাম,
তনু-?(ওর কি?)
বাবা-যাও পড়তে যাও,
তনু-হুম,,
শিশির তনুকে একটা ছবি দিলো,,শিশির রুনাকে জড়িয়ে ধরে আছে,,
শিশির-Me and my Would be
তনু-আমাকে দেন কেন???
শিশির-এমনি,কি সুইট না?
তনু সিন করে রেখে দিলে,
খুব কান্না পাচ্ছে,,একসময় তনু শিশিরকে খুব ভালোবাসতো,,,যেদিন বলতে যাবে সেদিন তনু জানতে পারে শিশিরের ভালোবাসার মানুষ আছে,রুনা,তার পর থেকে তনু সরে যায়,,,বাট ভুলতে পারে না দেখে নিজেই রিলেশন করে শিমুলের সাথে,,,
কিন্তু শিশির এমন কেন করে??ও তো নিজেই বলেছে ও আমাকে ভালোবাসে না তাহলে??
ধুর,,
সেই ২বছর আগে তনু শিশির বলতে অজ্ঞান ছিলো,শিশিরকে দেখার জন্য পাগল হয়ে যেতো,,ওদের বাসার নিচ দিয়ে যাওয়ার সময় ১০০বার তাকাতো,,,গুনে গুনে ২০দিন পর দেখা হতো,,
কত কবিতা শিশিরকে নিয়ে লিখতো,,হিসেব নেই,,এফবি আইডি খুলার পর একদিন শিশিরের আইডি দেখলো,,,Frd request দিলো,,শিশির Accept ও করলো,,শিশির বুঝতে পারলো এটা তার বাসা থেকে একটু দূরে থাকা মেয়েটি,,
তো আলাপ হয়,,,
তনু একদিন ঠিক করলো সে শিশিরকে Propose করবে,,ঠিক সেদিন শিশির তার কভারে একটি মেয়ের পিক আপ দেয়,,
Comment এ একজন ask করসে এটা কে?
শিশির জবাবে বললো তোদের ভাবী,,
তনু সেই থেকে সরে গেসে,,আর তাকায়নি শিশিরের দিকে,, blk করে দিসিলো,,যার কারনে
একদিন ♥
তনু হাঁটতে বের হয়েসিলো,,
হঠাৎ কেউ একজন ওকে টান দিয়ে নিয়ে শক্ত করে দুহাত চেপে ধরলো,
তনু কিছুটা ভয় পেয়ে গেলো,চিৎকার দেওয়ার উপায় ও নাই,,শিশির মুখ ধরে রাখসে,
শিশির-এ্যাই তুমি আমাকে blk দিসো কেন?
তনু-এমনি
শিশির-তাই না?
শিশির এক ধাক্কা দিয়ে তনুকে পুকুরে ফেলে দিলো,
শিশির -আমি ১০মিনিট পর বাসায় যাবো,,গিয়ে যেন দেখি unblk করসো,,
শিশির shirt খুলে পুকুরে ঝাঁপ দিলো,তনুকে শক্ত করে ধরে রাখলো,
পুকুরে শিশিরের নামার কারন আছে, কারন হলো তনু সাঁতার জানে না,শিশির সেটা জানে,Already তনু পানি খেয়ে ফেলেছে,,
শিশির-আরেকটা ডোজ দিতে হবে,শিশির তনুকে ২বার পানিতে চুবিয়ে দিয়েছে ,তারপর কোলে তুলে উপরে এনে ঠাস করে ছেড়ে দিলো,
তনু কাশতে কাশতে শেষ,,
শিশির ওড়না নিয়ে ওর গায়ে পেঁচিয়ে দিলো,
শিশির-যাও বাসার দিকে,Next time আশা করি blk করার সাহস পাবা না,
তনু লজ্জায়, রাগে চিৎকার দিলো,
আশেপাশের মানুষ আছে,তাদের মধ্যে দুএকজন ব্যাপারটা খেয়াল ও করেছে,তনুর দিকে তাকিয়েও আছে,
তনু উঠে এক দৌড় মারলো বাসার দিকে,
চলবে♥
Darun story… Next part ta druto den plzzz….