Crush যখন বর?
Writer-Afnan Lara
#Part_16
শিশির-কি??!
মীম-ভাবীর মাথায় বারি দিসিলো,পরে ভাবীকে জোর করে ধরে পিক তুলেছে,তারপর যখন ভাবীর শাড়ীতে হাত দেওয়া ধরছিলো পাশের ফ্ল্যাটের Uncle এসে গেসিলো,তাদের সাথে মারামারি করে পরে পালিয়ে গেসে,
শিশির-What!!!!
শিশিরের মাথায় যেন আকাশ ভেঙে পরলো,তার মানে তনু সত্যি কথা বলতেছিলো,তন্ময়?শিশির রেগে গিয়ে উঠে দাঁড়ালো,তার তনুর কথা মাথায় আসলো,দৌড়ে বাসার নিচে গেলো,চারিদিকে পাগলের মতন তনুকে খুঁজতে লাগলো,তনু কে না পেয়ে রাস্তায় বসে পরলো,কাঁদতে লাগলো,এটা কি করলো সে???তনুর তো কোনো দোষ ছিলো না,
|
শিশির-কি করবো আমি এখন???তনুুু!!!!!!
মীম-ভাইয়া তুই Police কে কল দে,
শিশির-হ্যাঁ,,ফোন কই?
মীম-নে ধর
শিশির ফোন হাতে নিয়ে কল দিলো,পুলিশকে খবর দিলো,,
শিশির-তনুর যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না,,তনু কই তুমি???
|
শিশিরের ফোনে কল আসলো,,
শিশির-হ্যালো
সিয়াম-কে শিশির??
শিশির-হ্যাঁ কে আপনি?
সিয়াম-Square Hospital এ চলে আসো,তনু এখানে Admit হয়েছে,
শিশির-আমার তনুর কি হয়েছে??আর আপনি কে?
সিয়াম-তাড়াতাড়ি চলে আসো,
ফোন কেটে গেলো,
শিশির-তাড়াতাড়ি গাড়ী নিয়ে Hospital এ গেলো,তনুকে খুঁজতে লাগলো,সামনে সিয়াম এসে দাঁড়ালো,শিশির
শিশির-আপনি সিয়াম?
সিয়াম-হ্যাঁ,৩০২নাম্বার রুম,
|
শিশির-দৌড়ে চলে গেলাম,তনু শুয়ে আছে বেডে,হাতে Plaster লাগানো,,তনুর কাছে গেলাম,তনু কথা বলো তনু,
সিয়াম আসলো,
শিশির -আপনাকে তো ঠিক চিনলাম না??
সিয়াম-আমি তনুর চাচাতো ভাই,ঢাকা থাকি,তোমাদের বিয়েতে যাই নাই কাজের জন্য তাই চিনো নাই আমাকে
শিশির -তনুকে কই পেলেন?
সিয়াম-কাল রাতে আমি গাড়ী দিয়ে বাসায় যাচ্ছিলাম, রাস্তায় জ্যাম দেখে গাড়ী থামিয়ে দেখি তনু নিচে পড়ে আছে অজ্ঞেন অবস্থায়,ও একটা গাড়ীর সাথে ধাক্কা খেয়ে ছিলো,,পরে আমি ওকে hospital এনে ভর্তি করি,,চাচীর থেকে তোমার নাম্বার নিয়ে তোমাকে কল দিলাম,
কিছু মনে না করলে একটা কথা বলি?
তুমি ওর husband হও,আর তুমি জানো যে তনু ঢাকার কিছুই চিনে না তারপরেও এতো রাতে ওকে একা ছেড়ে দিলে?তার উপর ও একটা মেয়ে,ওর এখনও তেমন বয়স ও হয় নাই, বাচ্চা মেয়ে,কি এমন হলো যে ও এতো রাতে বাইরে???
আজ আমি না থাকলে কি হতো??
|
শিশির-চুপ হয়ে আছে,তনুর হাতে কি হয়েছে?
সিয়াম-চোট পেয়েছে,,হাঁড় নড়ে গেছে,হাত ঠিক হতে সময় লাগবে,আমি চাচা চাচী কে কিছু বলি নাই,
শিশির-আপনাকে অশেষ ধন্যবাদ
সিয়াম-ধন্যবাদের কিছু নেই,আমি সোজাসুজি বলি,ম্যাম আপনি একটু বাইরে যান,
মীম চলে গেলো,
|
সিয়াম-আমি তনুকে ছোট বেলা থেকে ভালোবাসি,বলা হয়নি,তনু আমাকে ভাইয়ের চোখে দেখে,আমি ওর জন্য Settle হয়েছি,বাট এখন শুনতে পারসি ওর বিয়ে হয়ে গেসে তোমার সাথে,,আমার ভাগ্যে তনু নেই,তোমার ভাগ্যে ছিলো,সেটার মুল্য দিও,তনু Normal মেয়েদের মতন না,She is different, uncommon, angel,এমন মেয়ে ভাগ্যবানরা পায়,সে ভাগ্যবান তুমি,সেটার কদর দিও,
শিশির সারাদিনে কিছু খেলো না,তনুর দিকে চেয়ে রইলো,মীম কে খাবার কিনে দিলো,নিজে খায়নি,বিকালে তনুর জ্ঞেন ফিরলো,
|
তনু-চোখ মেলেই আহহহহ,!হাত ব্যাথা করে নাড়তে পারছি না,উঠতে গেলাম,শিশির এসে ধরে ফেললো
শিশির-ুউঠিও না
তনু-শিশিরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে,ওর কাল রাতের কথা মনে পরলো,
পাশে তাকাতেই সিয়াম কে দেখলো
সিয়াম ভাইয়া???তুমি এখানে?
সিয়াম-হ্যাঁ আমি তোরে hospital এনেছি
তনু-ওও
|
বিকালে তনুকে ছাড়া হলো,
সিয়াম -আসি তনু,ভালো থাকিস
তনু-আমাদের বাসায় চলো
সিয়াম-নাহ কোনো একদিন
শিশির ভাই আমার তনুর খেয়াল রাখিয়েন,Next time ওরে যেন রাস্তায় না দেখি,
শিশির মীম কে দুপুরে Hostel এ দিয়ে আসছিলো,তনুকে নিয়ে গাড়ীতে উঠলো,দুজনেই চুপ,
|
বাসায় আসলো,,তনু নিজের রুমে চুপচাপ গেলো,শাড়ী টা মাটি লেগে ময়লা হয়ে আছে,পাল্টালে ভালো হতো,কিভাবে করবো,হাতে তো plaster
শিশির -আসো আমি change করে দি,
তনু-লাগবে না,আমি পারবো
শিশির-পারবা না,বেশি কথা বলিও না
শিশির একটা শাড়ী আনলো,ওর নিজেরই লজ্জা লাগতেছে,তনুর গা থেকে শাড়ী সরালো চোখ বন্ধ করে,আস্তে আস্তে শাড়ী খুললো,তনুও চোখ বন্ধ করে রাখছে,শিশিরের হাত কাঁপছে,,
তনু-থাক আমাকে দিন,রাস্তার মানুষের গায়ে হাত না দেওয়ায় ভালো,ওরা খুব নোংরা হয়,
শিশির-তনুর দিকে তাকিয়ে রইলো,আসলে কাল অনেক খারাপ কথা বলে ফেলেছে তনুকে,শিশির শক্ত চোখে তাকিয়ে থেকে তনুর হাত থেকে টান দিয়ে শাড়ী টা নিয়ে নিলো,এবার চোখ off করেনি তাকিয়ে তাকিয়ে শাড়ী পরাচ্ছে, কুচি করে পেটে ঢুকিয়ে দেওয়ার সময় তনু কেঁপে উঠলো,শিশির একটা হাত চেপে ধরলো,তার পর আবার হাত সরিয়ে ফেললো,
শিশির তনুকে শাড়ী পরিয়ে ওকে খাটে বসিয়ে খাবার Order করলো,
চলবে?
Crush যখন বর?
Writer-Afnan Lara
#Part_17
তনু খাবার খেলো না,জোর করে খাইয়ে দিলাম,
চুপ হয়ে বসে আছি দুজনেই,,
তনু-আমার একটা কথা রাখবেন?
শিশির -কি?
তনু-আমি বাসায় যাবো,আমাকে ৫০০টাকা দিন, আমি নিজে নিজে যেতে পারবো,
শিশির কথাটা শুনে চুপ হয়ে রইলো,তারপর তনুর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পরলো,
শিশির -ওর হাত ধরলাম,I’m sorry তনু,,আমি আসলে বুঝতে পারিনি,আমাকে ক্ষমা করে দাও,আর এমন হবে না,
তনু -আপনার লাইফ আমি নষ্ট করে ফেলছি,I understand,, সো আমি আর নষ্ট করতে চাই না,আমি বাসায় চলে যাবো,,
শিশির-,,,,,,,,উঠে চলে গেলাম,
তনু-খুব কান্না পাচ্ছে,ইচ্ছা করতেছে চলে যাই,যতই বলি শিশিরকে ছাড়া আমি থাকতে পারবো না,
শিশির বারান্দায় দাঁড়িয়ে আছে,ওর চোখ দিয়ে পানি টপটপ করে পড়ছে,ছেলেরা সহজে কাঁদে না,খুব কষ্ট পেলে কাঁদে,
তনু খাট থেকে নেমে আরেক রুমে চলে গিয়ে ঘুমিয়ে পরলো,
শিশির বারান্দা থেকে এসে তনুকে না পেয়ে খুঁজতে লাগলো চলে গেলো নাতো???
খুঁজতে খুঁজতে আরেক রুমে গিয়ে দেখলো তনু ঘুমিয়ে আছে,শিশির গিয়ে তনুর পাশে বসলো,এই মেয়েটাকে ও না জেনে অনেক কষ্ট দিসে,যেখানে ওর কোনো দোষই ছিলো না,শিশির এই প্রথম তনুর মাথায় হাত বুলিয়ে দিলো,,With mix ভালবাসা,
সত্যি একটা পরী বিয়ে করে এনেছে,নাতাশাও সুন্দর ছিলো বাট তনুর চেহারায় একটা মায়া আছে যা নাতাশার নাই, শিশির তাকিয়ে রইলো তনুর দিকে,ওর চোখ তনুর ঠোঁটের দিকে গেলো,,হালকা গোলাপি কোনো Lipstick দেওয়া নাই,Simple,গঠন টা জোস,শিশির অনেকক্ষন তাকিয়ে রইলো,কিস করলো না,শিশিরের এসবে তেমন interest নেই ও কখনও নাতাশাকে কিস পর্যন্ত করে নি,ওর এসব ভালো লাগে না,বাট ওর ইচ্ছা ওর বিয়ে করা বউ যেন যা করে জোর করে করে,,এটাতে অন্যরকম Feelings ???
শিশির তনুর গায়ে কাঁথা দিয়ে দিলো,নিজের রুমে এসে Laptop নিয়ে বসলো,
পায়ে কি যেন লাগলে,নিয়ে দেখি earring,তনুর এটা,মনে হয় পড়ে গেসিলো,ও ঘুৃম থেকে উঠলে পরিয়ে দিবো,
রাত ৯টায় তনু উঠলো,উঠে আহহহহ!!!?
শিশির দৌড়ে আসলো,কি হয়সে???ব্যাথা পাইসো?কেমনে পাইসো?
তনু-এমনি নড়তেছিলাম,
শিশির-আমাকে ডাক দাও নাই কেন?
তনু-কাল রাতেও ডাক দিসিলাম,দরজা টা আমার জন্য খুলে নাই
শিশির-,,,,,
তনু শিশিরের হাত ছাড়িয়ে নিলো,
শিশির খাবার Order দিয়ে এনে তনুর সামনে দিলো,তারপর নিজে নিয়ে তনুকে খাইয়ে দিলো,তনু চুপচাপ খাচ্ছে,,
শিশির-পরশু তোমার হাতের plaster টা খোলা হবে,
তনু-…….
তনুকে ঔষধ খাইয়ে দেওয়ার পর ও আবার শুয়ে পরলো,
শিশির-চলো আমার রুমে শুবা,
তনু-না এখানে ঠিক আছে,
শিশির-কোলে তুলে নিলাম,
তনু-???
শিশির -আমার রুমে এনে খাটে শুইয়ে দিলাম,ওর পাশে শুলাম,আজ মাঝখানে কোলবালিশ নেই তাও দুরুত্বটা আছে,তনু ঘুমিয়ে গেলো,,
|
পরেরদিন সকালবেলা ??
শিশির -একটা বুয়া আনাইসি,তনুর খেয়াল রাখবে,আমার অফিস আছে,শিশির অফিসে চলে এলাম,আসার সময় তনুকে বলছি,কিছু হলে ফোন দিতে,
|
দুপুরে♥
তনু -আহহহহহ!!!??
বুয়া-আপা কি হয়ছে,আপা
তনু-খাটের কোনে শুয়ে ছিলাম,ঘুমের মধ্যে পড়ে গেলাম,হাতে লাগলো,
বুয়া-সাহেব কে খবর দি?
তনু-না থাক,উনার অফিসে অনেক কাজ,শুধু শুধু আসা লাগবে না,ঠিক হয়ে যাবে,
বুয়া-আপা আপনার হাত থেকে রক্ত বের হচ্ছে
তনু-ওহ তাইতো,আচ্ছা উনি আসুক,তখন বলবো,
বুয়া-আপনি আসুন বিছানায় শোন,
তনু-হুম,
|
বিকালে?
শিশির বাসায় আসলো,তনুর কাছে গেলো,তনু ঘুমিয়ে আছে,ব্যাগ রেখে তনুর পাশে বসে ওর হাত ধরতেই তনু চিৎকার দিয়ে উঠলো ব্যাথায়
শিশির-কি হয়ছে?একি রক্ত বের হচ্ছে কেন??বুয়া!!
বুয়া-সাহেব, আপামনি দুপুরে খাট থেকে পড়ে গেসিলো,হাতে ব্যাথা পাইছে
শিশির-আমাকে জানাও নি কেন?
বুয়া-আপা বলছে আপনার কাজে আপনাকে যেন বিরক্ত না করি,
শিশির -তনুর দিকে রাগি চোখে তাকালাম,তনুর নিচের দিকে তাকিয়ে রইলো,
শিশির-ওরে তখনই কোলে তুলে সোজা Hospital আনলাম,
|
Doctor -উনার হাতের এ অবস্থা কেন?
শিশির-পড়ে গেসে,
Doctor -Plaster খুলতে হবে,আবার উনাকে কেবিনে ভর্তি করতে হবে
শিশির -উফ আজ আমি অফিসে না গেলে এতোকিছু হতো না,
তনুকে বেডে শুইয়ে injection দেওয়া হলো,তনু চোখ বন্ধ রাখছে,আমার মনে হলো আমারও লাগলো,
তনুকে সেলাইন দেওয়া হলো,ওর পাশে বসলাম,
শিশির-খাটের মাঝখানে শোওয়া যায় না?
তনু-(কাঁপা কাঁপা কন্ঠে) আমি বুঝতে পারিনি যে পড়ে যাবো
শিশির-ওর মাথায় হাত দিয়ে দেখি জ্বরে গা পুড়ে যাচ্ছে, Nurse!ওর গায়ে জ্বর
Nurse – injection এর reaction, সমস্যা নাই ঠিক হয়ে যাবে,
শিশির-ওও
তনু আরেক দিকে তাকিয়ে আছে,,শিশির তনুর দিকে তাকিয়ে আছে,,মায়ের ফোন আসলো,
হ্যালো মা,,,,,
হুম ও ভালো আছে,,তোমরা কেমন আছো??ওর সাথে কথা বলবা?ওকে,তনু নাও
তনু-হ্যালো মা
শিশিরের মা-কিরে শরীর খারাপ নাকি???
তনু -না মা
শিশিরের মা-আমি তোর Voice শুনেই বলতে পারি,শিশিরকে ফোন দে, তনু শিশিরকে ফোন দিলো,
শিশির-হ্যাঁ মা
শিশিরের মা-তনুর কি হয়ছে???আমার ঘরের নাতি নাতনি আসবে নাকি??
শিশির-?না মানে,
তনু-মা কি এমন বললো,লজ্জায় একেবারে লাল হয়ে গেলেন উনি?
চলবে?
Crush যখন বর?
Writer-Afnan Lara
#Part_18
রাতে?
শিশির-doctor তনুকে বাসায় নিয়ে যেতে পারবো কখন?
Doctor -কাল পারবেন বাট উনার সম্পুর্ন বেড Rest এ রাখতে হবে,
শিশির-ওকে,,
তনু-খিধা লাগছে,সেলাইন টা শেষ হচ্ছে না,
শিশির -এইতো ওয়েট করো,আর ৪০মিনিট পর সেলাইন খুলবে,
তনু-মরে যাবে,আমার খুব খিধা লাগছে
শিশির-আর একটু,
তনু-???
শিশির-একটা চকোলেট ছিলো ওটা নিয়ে খেতে লাগলাম,কেউ মনে হয় তাকিয়ে আছে,দেখলাম তনু তাকিয়ে আছে,
শিশির-সরি,Nurse সেলাইন এখন খুললে হয় না?
Nurse -না
তনু-??চকোলেট খাবো
শিশির-ওর কাছে গেলাম,আমার হাতের চকোলেটের দিকে তাকিয়ে আছে,আমি কি করবো??
তনু-একটু ঝুঁকেন তো
শিশির -কেন?
তনু-যা বলছি করেন
শিশির-ওকে
তনু-আরেটু ঝুঁকেন
শিশির-?ওকে
তনু আরেক হাত দিয়ে চেপে ধরে আমার ঠোঁটে লেগে থাকা চকলেট গুলা চেটে খেয়ে ফেললো,আমি তো Hang হয়ে গেছি,
তনু-ছেড়ে দিলাম
|
শিশির -????
তনু-চকোলেট দেখলে আমার হুস থাকে না,
শিশির -??
রাতে ওর সেলাইন খুললে ওরে খাবার খাইয়ে দিলাম,পরে চকোলেট অনেক গুলা এনে হাতে দিলাম,অনেক খুশি হয়ছে
|
পরেরদিন ?
ওরে নিয়ে বাসায় আসলাম,
শিশির -বসো,আমি গোসল করে আসি,
তনু-বসে বসে টিভি দেখতেছি,আর আমার Sisu নায়কের মতন Entry নিলো বাথরুম থেকে বেরিয়ে,বাহ,আবারও Crush খাইলাম,আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো,এই প্রথম তিনি এমন করে হাসলো তাও আমার দিকে তাকিয়ে?????
আমি উনাকে দেখতেছি,বসে বসে,কিস করতে মন চায়,কাল তো পারতো আমাকে কিস করতে, Unromantic পুরা,আচ্ছা ঐসব এ দেখি তার কোনো interest নাই,?ডাল মে কুচ কালা হে,অন্য কোনো ছেলে হলে কাল সিউর কিস করতো ঐ টাইমে যা উনি করেনি,হুম,উনার post এ উনার frd রা উানকে হিজলা কই ছিলো???????নাহ ব্যাপারটা পরক করে দেখতে হবো,উফ হাতের bandage টা যতো prb,
উনি রেডি হয়ে নিলেন,Blue T-Shirt r pant পরলেন, আজ যে করে হোক কিছু করতে হবে,
তনু-চলেন বারান্দায় যাবো
শিশির -চলো,
তনু-চেয়ারে বসলাম,
|
শিশির -কিছু বলবা?তখন থেকে তাকিয়ে আছো
তনু-না কিছু না,
শিশিরের একটা কল আসলো,ও গিয়ে কোনায় কথা বলতেছে,
শিশির,কথা বলা শেষ হতেই পিছনে ফিরলাম,কেউ একজন আমার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিয়েছে ততক্ষনে,তনু!!!!ছাড়াতে পারছি না,প্রথম কিস ছিলো,কি করবে বুঝতেছি না,ভালই লাগতেছে,আমি যেন হারিয়ে যাচ্ছি,তনুর কোমড়ে হাত চলে গেলো,ওকে দেওয়ালের সাথে ঠেকে ধরলাম,আমি কি করতেছি নিজেও জানি না,
ঐদিকে তনু ছাড়ার পাত্রী না,
শিশির পাগল হয়ে যাচ্ছে, অজান্তেই তনুর bandage করা হাতে চাপ দিয়ে ফেললো,
|
তনু-আহহ,ছেড়ে দিলাম,লাগলো
শিশির-সরি সরি,আমি বুঝতে পারিনি,Extremely সরি,
তনু-আড়চোখে তাকিয়ে চলে গেলাম,
শিশির-এক মিনিট, আমি এতক্ষন ওরে কিস করসি???চেয়ারে বসে পরলাম,এটা কি হলো,
ঐদিকে তনু আরেক রুমে গিয়ে লাফাচ্ছে, যাক যেভাবে কিস করলো,বুঝলাম কিছু কিছু???
ভালই লাগলো,আমার হাতে চাপ না দিলে আরও ভালো হতো,ইস কি লজ্জা, আমার Crush বর আমাকে কিস করসে,থুক্কু আমি কিস করসি,উনিও করসেন??
|
শিশির-কফি বানিয়ে তনুর কাছে গেলো,
তনু শিশিরকে দেখে আরেক দিকে ফিরে গেলো লজ্জায়
শিশির-নাও কফি টা খাও,
তনু-হুম
শিশির-?????
তনু মুচকি মুচকি হাসতেছে
শিশির -তখন বেশি ব্যাথা পাও নাইতো
তনু-উহু
শিশির-??
তনু -এই পোলা দেখি আমার চাইতেও বেশি লজ্জা পাইতেছে,
শিশির -আচ্ছা,আমি সোফার রুমে আছি,কাজ আছে laptop এ,কিছু লাগলে ডেকো,
তনু-ওকে
তনুর কল আসলে
তনু-হ্যালো মা,কেমন আছো?
শিশিরের মা-ভালো তুই?
তনু-ভালো,বাবা কেমন আছে?
শিশিরের মা-ভালোই,শুন,আমরা কাল আসবো ঢাকায়
তনু-???ওকে,
শিশিরের মা-হুম তোদের ছাড়া ভালো লাগে না,
তনু-হুম আমার ও,
শিশিরের কাছে গেলাম,শুনুন
শিশির-বলো
তনু-কাল মা বাবা আসবে
শিশির -?Bandage দেখলে
তনু-আমি বলবো পড়ে গেসিলাম,
শিশির-উঠে ওর কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলাম,I’m sorry তনু -আরে উঠুন কি করছেন?
শিশির-forgive me,
তনু-ওকে ওকে,উঠুন আপনি
শিশির উঠে দাঁড়িয়ে তনুকে জড়িয়ে ধরলো,
তনু-আল্লাহু মরে যাবো,একদিনে এতো কিছু,তনু শিশিরের গলায় চুমু দিলো,ওর অনেক fvrt শিশিরের গলা,Always শিশিরের গলার দিকে আগে তাকায়,
শিশির কি বুঝে ছেড়ে দিয়ে চলে গেলো,
তনু -এটা কি হলো??হুর,কাল আরেকটা plan করুম,ওরে কাল তো আবার উনার মা বাবা আসবে?
চলবে?