Crush যখন বর?Part_10/11/12

0
3741

Crush যখন বর?Part_10
Writer-Afnan Lara

আজ তনু শিশিরের Engagement ?
একটা Party Center Hall এ Engagement হবে,,,,,,,,
তনু -আজ আমাকে Parlour থেকে সাজানোর জন্য লোক এসেছে,,,আমাকে বেগুনি কালারের লেহেঙ্গা পরানো হয়েছে,,,,,,,,,,,পারে সব পমপম,,,,,,,,আমি পছন্দ করেছি,,,,,,,,তারপর শিশিরের টাকায় কেনা হয়েছে,,খুশি লাগছে+ কষ্ট লাগছে,,,,,,,,তারপরেও বলা যায় খুশি টা বেশি,আমার শিশিরের টাকায় আমি সেজেছি,,,,,,,,,,,আমার শিশিরের সাথে আমার বিয়ে হতে চলছে,,,
ঐদিকে শিশিরকে বেগুনি কালারের শেরওয়ানি পরানো হয়েছে,,,
সবাই একসাথে হয়েছে,,,,,,
তনু-হল এ ঢুকার সময় দেখলাম,,,শিশিরের দাঁড়িয়ে থাকা একটা ছবি,,,,,,,,,,ডান পাশে আর বাম পাশে তনুর দাঁড়িয়ে থাকা একটা ছবি,,,,,,
তনু ভিতরে ঢুকার সময় শুরু হলো Photoshoot,,,,,,
শিশিরের মা-আরে সরো সরো আমার বউমারে ঢুকতে দাও,,,,,,তনু কে Stage নিয়ে বসানো হলো,,শিশির আসলো,
তনু হা করে তাকিয়ে আছে,,,,,,,আবারও crush খাইলাম
শিশির তনুকে দেখে নিজেই Crush খেয়ে খেলো তার পরে আরেক দিকে তাকিয়ে চোখ ফেরালো,,,,,ওর মা ধরে ওরে তনুর সাথে বসিয়ে দিলো,,
রিং আনা হলো,,,,,,,,দুটো Diamond রিং,,,
শিশির-তনুর হাত ধরে পরিয়ে দিলাম,
তনু শিশিরের স্পর্শে বরফ হয়ে গেলো,
এবার তনুর পালা,,,,,শিশির কে রিং পরাতে গিয়ে তনু কাঁপছে শুধু,
শিশিরের মা-কিরে তনু,কাঁপছিস কেন?
তনু-না মানে,,,,,,কিছু না,,,,,,,,,পরিয়ে দিলাম,,
সবাই খাবার খেতে বসলাম,,,
শিশির আমি একসাথে,,,,,,,,আমার শিশিরের সাথে আমার বিয়ে হচ্ছে আর কতগুলা মেয়ে খালি আমার শিশিরের দিকে তাকিয়ে আছে,???
হঠাৎ খেয়াল করলাম,,,,,,একটা মেয়ে হাসতেছে আমার শিশিরের দিকে তাকিয়ে আছে,,,,,,শিশির কচামচা দিচ্ছে,আমি কিছুই বুঝতেছি না,
নিচে তাকালাম,,,,,,ওমা মাইয়া আমার শিশিরকে পা দিয়ে খোঁচাচ্ছে রাগী চোখে তাকালাম উনার দিকে তার পর মেয়ের দিকে,,,,,,আমার পা দিয়ে মেয়েরে দিলাম একটা লাথি,মেয়ে ঠাস করে নিচে পড়ে গেসে,?
শিশির সাথে সাথে আমার দিকে তাকালো
আমি চোখ মেরে দিলাম,???
বাসায় আসলাম?
বাসার সবাই ব্যস্ত হয়ে গেসে কাজে,
আমি বসে বসে উনার কথা ভাবতেছি,,,,,ইস কি লজ্জা ????
আর একদিন পর গায়ে হলুদ,,
Shopping করতে গেছি,,আমি আম্মু,শিশিরের আম্মু মীম আর শিশির,,,
একটা লেহেঙ্গা দেখলাম,,অনেক সুন্দর হলুদ কালারের,,,গোল্ডেন কালারের পার,,,,,,,নেটের ওড়না,ওয়াও???একি?৭০হাজার?না না বাবারে এটার দিকে আর তাকাবো না,,
শিশিরের আম্মু-কিরে পছন্দ কর
আমি-হুম এইটা নাও,,,,,,,হলুদ এর উপর লাল পার,,,
সবাই shopping করে বাসায় চল আসলাম,,,
গায়ে হলুদের দিন,,,
আম্মু-তনু নে তোর লেহেঙ্গা,,
তনু-আমার নতুন জিনিস বার বার দেখতে খুব ভালো লাগে,, তাড়াতাড়ি করে খুলে দেখতে নিলাম,একি?????????এটা তো সেই লেহেঙ্গা টা,৭০হাজার,,,,,,,,,,আমি তো এটা কিনতে বলি নাই,তাহলে?
পরে নিলাম,,,,,,চুল ছেড়ে দিলো,তার উপর টিকলি,,পুরা মাথা ঢোকে রাখছে টিকলি টা,,৪টা ঘের,Awesome ??
আমাকে বসানো হলো stage এ,,একে একে সবাই হলুদ লাগিয়ে দিলো,,,সবাই লেহেঙ্গার প্রশংসা করতেছে,৭০হাজারের লেহেঙ্গা সুন্দর না হয়ে চলে?
রাতে?
লেহেঙ্গা টা যত্ন করে খুলে রেখে দিলাম,,,,,,,,কাল আমার বিয়ে,চোখে একটু খানি ঘুম নেই,,
রাতে?
শিশিরের ফোনে কল আসলো
শিশির-হ্যালো
নাতাশা-শিশির তুমি আমায় ছাড়া অন্য কাউরে বিয়ে করলে আমি Suicide করবো,,
শিশির-ফালতু ভয় দেখাবা না
নাতাশা-আমি যে কি করতে পারি তা নিশ্চয় জানো?
কাল আমার কাছে আসবা তুমি,,আমি আর কিছু শুনতে চাই না,,,নইলে আমার মৃত্যুর কারন তুমি হবা,
পরেরদিন ?
সবাই আসছে,হইহুল্লড়,গান বাজনা সব হচ্ছে,,তনুকে লাল লেহেঙ্গা পরানো হয়েছে,,,নেটের ওড়না,,শিশির কই?
সবাই শিশিরকে খুঁজতেছে পাচ্ছে না,,
তনু খবর টা পেলো,,,,,তনুর বুঝতে বাকি রইলো না যে শিশির কোথায় গেসে,,
তনু-মা
শিশিরের মা কাঁদছে,
তনু-মা কাঁদবেন না আমি আসতেছি,,,,,শিশিরকে সাথে নিয়ে আসবো,,
তনু সোজা নাতাশার বাসায় চলে গেলো,,,,,,,,,,গিয়ে দেখলো নাতাশা শিশিরকে জোর করে জড়িয়ে ধরে আছে শিশির ছাড়াতেই পারছে না,,
তনু-(এতদিন বহুত জ্বালাইচস আমারে আজ তোর খবর আছে)এক ধাক্কা দিয়ে নাতাশা কে ফেলে দিলাম,
শিশির-অবাক হয়ে তনুর দিকে তাকিয়ে আছে,,,,,,আর তনু নাতাশার দিকে রাগী লুকে,,
নাতাশা-How dare you,
তনু-এই চুপ, ফকিন্নি,চুল ধরলাম,,,,,,মেয়ে হয়ে চুল বড় রাখতে পারস না,ছোট চুল রাখচস যাতে আমি ছিঁড়তে না পারি??ঐ তোর Prb কি???সবসময় আমাস শিশির রে নিয়ে টানাটানি করস কেন?ও তোরে ভালোবাসে না,ও বিবাহিত, ও আমার জামাই,,,,,,তুই নিশ্চয় ওরে Blackmail করে আনছস,হাত কাটবি????কাট,Police officer এদিকে আসুন,,
শিশির-???
নাতাশা-???
তনু -Sir এই মাইয়া একটা Psycally and mentally পাগল মেয়ে,,,,,,,Desperate Also,,,,,,, এরে নিয়ে যান নইলে নিজের সাথে সাথে অন্যের ও ক্ষতি করবে,
Officer -Thanks Mam
তনু-শিশিরের হাত ধরলাম,,,,,,,চলুন এখান থেকে,,,,,,,,আপনি না ওরে লাভ করেন না তাহলে এখানে আসছেন কেন?জানি আমাকে লাভ করেন না,,,,,,, আপনার মাকে তো করেন?উনি যে কান্না করতেছে জানেন?তার একটু পরোয়া আছে??
শিশির চুপচাপ শুনতেছে,,,,,,
চলবে??

Crush যখন বর?
Writer-Afnan Lara
#Part_11
শিশির আর তনু তনুদের বাসায় আসলো,সেখানেই বিয়ের অনুষ্ঠান হচ্ছে,,শিশিরের মা শিশির কে দেখেই জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলো,
শিশির-I’m sorry মা
শিশিরের মা- তোর শাস্তি দিবো,এখন আয় আমার তনুরে বউ বানিয়ে নে,,
হুজুর আসলো,
তনু-আমাকে বসানো হলো,কবুল বলতে বললো সাথে সাথে কবুল বলে দিলাম ??আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে খুশির দিন☺☺?
বিয়ে সম্পন্ন ????
|
শিশিরদের গাড়ী আছে,গাড়ী সাজিয়ে আনা হলো,,অনেক সুন্দর করে,,আমি কান্না করতে করতে গাড়ীতে উঠলাম বাসা বেশি দুরে না তাও আম্মু আব্বুকে ছাড়া যেতে কষ্ট লাগতেছে,,??
|
বসে আছি গাড়ীতে,,শিশির কোনো কথা বলতেছে না,?
বাসায় গেলাম,,আমাকে রুমে আনা হলো,,
|
শিশিরের মা-দেখ তুই তো শিশির কে চিনস না, জানস না,তারপরেও আজ তোদের বিয়ে হয়ে গেলো,,মানিয়ে নিতে সময় লাগবে,তাও আমি জানি তুই পারবি☺,,আমার ছেলেটা অনেক ভালো,তোকে অনেক ভালো রাখবে,,,আমার ছেলেটাকে বুঝার চেষ্টা করিস কেমন??
তনু-হুম☺(আমি জানি তোমার পোলা আমারে কেমন অধিকার দিবে??বাট অধিকার আদায় করে নিতে আমি জানি)?
|
আমরা আসছি যখন তখন সন্ধ্যা হয়ে গেসিলো,,শীতকাল তো,তারউপর সবার সাথে কথা বলতে বলতে রাত হয়ে গেছে,উফ ভারী গয়না পরে আমি খালি ঢুলে পরতেছি,শিশিরের রুমে আসলাম,,গোলাপ,বেলি ফুল দিয়ে সাজানো,,অন্যরকম ???আমি শিশিরের রুমের সব দেখতেছি,আজ থেকে এগুলা আমার ?
কিছুক্ষন পর শিশির আসলো,আমি চমকে পিছনে তাকালাম,
শিশির এসে চুপচাপ আলমারি থেকে T- shit আর প্যান্ট নিয়ে বাথরুমে চলে গেলো
আমি-??
শিশির-বাথরুম থেকে এসে বালিশ নিয়ে সোফায় শোয়ার জন্য গেলো,
তনু -আমি উনার হাত থেকে বালিশ নিয়ে নিলাম,,হয়ছে,অনেক দয়া দেখাইছেন আমাকে বিয়ে করে,আমি ধন্য,গিয়ে নিজের খাটে শোন,আমি সোফায় শুবো,এটা বলে সালাম করতে গেলাম, উনি রুম থেকে বেরিয়ে চলে গেলেন
এটা কি হলো??হুহ,আমি Fresh হয়ে গয়না গাটি খুলে,,শুয়ে পরলাম সোফায়,,???ভালো লাগতেছে খুব শিশিরের সাথে বিয়ে হয়েছে আমার খুশিতে নাচতে ইচ্ছা করতেছে,
রাত ১টা শিশির রুমে ঢুকে দেখলো তনু সোফায় ঘুমিয়ে গেছে,,
|
পরেরদিন ?
তনু-৬টায় উঠে গেলাম,উঠে একটা শাড়ী নিলাম,,,গোলাপি কালারের,,,গিয়ে গোসল করে শাড়ী পরে নিলাম,চুল নাড়তে নাড়তে দেখি শিশির হা করে তাকিয়ে আছে,
আমি উনার কাছে গেলাম,,
শিশির-??????
তনু-এভাবে তাকিও না Sisu আমি যে মরে যাবো
শিশির-হুহ রুম থেকে বেরিয়ে গেলাম
তনু-হাহাহা???ভালো হয়ছে,,
আমার সাজুগুজুর অনেক শখ,বসে পরলাম সাজার জন্য,Parlour থেকে মেয়ে কতগুলা,আসলো সাজানের জন্য
সাজিয়ে দিলো,আর একটা Gorgeous শাড়ী এনে পরিয়ে দিলো,,
Reception ?
আমি আর শিশির দাঁড়িয়ে সব Guest দের Welcome করতেছি,,শিশির খালি আমাকে আড়চোখে দেখতেছে,,আমার কাছে মনে হয় আমি নাতাশার চাইতেও সুন্দর না,তাহলে কেন তাকায় আমার দিকে??,,জানি না,বুঝিও না,
শিশিরের রুমে গেলাম,,
Fresh হয়ে বালিশ নিয়ে সোফায় গিয়ে বসলাম,,
শিশির আসলো,,
|
শিশির আমার দিকে একবার তাকিয়ে বিছানায় বসে ফোন টিপতে লাগলো,আমি তার দিকে চেয়ে আছি???
Hay meh mar jaba???
শিশির-এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন?নিজের কাজ করো,,
তনু-ওকে
এটা বলেই শিশিরের কাছে গিয়ে উনার গলা জড়িয়ে ধরে বসে পরলাম
শিশির-এ্যাই কি,,,,কি করছো??
তনু-আপনি তো বললেন নিজের কাজ করতে,বউ রা এই টাইমে যা করে তাই তো করতে নিলাম
শিশির-যাও উঠো,
তনু-?Btw,,আপনি জানলেন কিভাবে আমি আপনার দিকে তাকিয়ে আছি,নিশ্চয় আপনিও তাকিয়েছিলেন?
শিশির-মোটেও না
তনু-হ্যাঁ তাই
শিশির-ওর হাত ছাড়িয়ে বললাম যাও সোফায়,
তনু-হুহ সোফায় এসে বসলাম????
|
পরেরদিন ?
তনু ঘুম থেকে তাড়াতাড়ি উঠল আজ তার একটা কাজ আছে,,তনু উঠেই শিশিরের কাছে,গেলো,আজ সে তার Sisuকে ঘুমন্ত অবস্থায় দেখবো,ইস কি মায়া???
শিশির হঠাৎ করে জেগে গেলো,আমার দিকে চোখ বড়বড় করে তাকিয়ে আছে,আমি জিহ্বাতে এক কামড় দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলাম,,
উনাদের ছাদে যাবো,,গেলাম,,একটা ফুল গাছ ও নেই,?
সব বাগানে,আবার আসলাম,
শিশিরের মা-তনু শিশির তোরা আজ তনুদের বাসায় যাবি,
শিশির-মা আমার অফিসে যেতে হবে
শিশিরের মা-যাবি তুই, আমি কিছু শুনতে চাইনা
শিশির-ওকে?
আমি আর শিশির গাড়ীতে বসে আছি,শিশির Drive করতেছে,
শিশির-শুনো আমি তোমাকে নামিয়ে দিয়ে অফিসে যাবো,আসতে আসতে রাত হবে
তনু-বাসায় আসবেন না দুপুরে?
শিশির -না আমার কাজ আছে
তনু-ওকে??
আমাকে নামিয়ে দিয়ে চলে গেলো,,আমি বাসায় যাওয়ার সাথে সাথে আমার কাজিন না পাগল করে দিয়েছে,ও কেমন,কেমন আদর করে,
আমি বললাম-ওর চাইতেও আমি Romantic, ও একটু কম???
দিনটা যেন কাটছেই না,কতক্ষন হয়ে গেলো আমার sisuরে দেখি না??
|
রাতে?
উনি আসলো,সবাই তো জামাই আদর করাতে ব্যস্ত হয়ে পরলো,,
শিশির-আরে আমি আর খাবো না,
আম্মু-তা বললে হয় না, খাও,,
শিশির মুখ ঘোমড়া করে খাচ্ছে, আর আমার দিকে রাগী লুকে তাকাচ্ছে, বেশ হয়েছে,??
শিশির আমার রুমে এসে ধপাস করে খাটে শুয়ে পরলো
আমি গিয়ে বালিশ নিয়ে নিচে শুয়ে পরলাম
শিশির -নিচে শোও কেন?
তনু- তো কি করবো?আমাদের তো সোফা বেড রুমে থাকে না,,আর এখন যদি অন্য রুমে শুতে যাই সবাই সন্দেহ করবে,হাজার টা প্রশ্ন করবে,
শিশির-ওও
তনু-আর কেউ তো আমাকে নিজের সাথে একটুখানি জায়গা দিবে না শোয়ার জন্য??
চলবে?
Crush যখন বর?
Writer-Afnan Lara
#Part_12

শিশির-আসো বিছানায় শোও
তনু-সাথে সাথে লাফ দিয়ে বিছানায় উঠে গেলাম
শিশির -?মাঝখানে কোলবালিশ থাকবে,
তনু-হুহ এমন করেন কেন?আমি কি আপনাকে খেয়ে ফেলবো??
শিশির-!!!!
আরেকদিকে ফিরে ঘুমিয়ে গেলো,,
তনু-কবে আমারে ভালোবাসবে আল্লাহ জানে?
|
পরেরদিন সকালে?
শিশির -বাথরুম থেকে গোসল করে বাইরে পা বারাতেই Slip খেয়ে পরে গেলাম মনির উপর, তনু balance না করতে পেরে নিচে পড়ে গেলো,
তনু-ouch,মাগো
শিশির আমার দিকে তাকিয়ে আছে,আমিও,৫৫তম বার crush খেলাম আবার,?
শিশিরের ভেজা চুল থেকে টপটপ করে আমার মুখে পানি পড়তেছে,
তনু-পাগল হয়ে যাচ্ছি,, এ সুযোগ হাত ছাড়া করিও না তনু????সাথে সাথে উনার ঠোঁটে puppy দিয়ে দিলাম,
শিশির -Shocked,
তনু-আমার দিকে চোখ বড়বড় করে তাকিয়ে উঠে গেলো,
তনু-হিহি??
শিশির-লজ্জা শরমের মাথা খায়সো?
তনু-না, বাট আপনার মাথা খাবো,আর লজ্জার কি? আমি আমার জামাইরে puppy দিলাম,আসলে কিস করলে ভালো হতো,করি?
শিশির-এই না না,তাড়াতাড়ি করে রুম থেকে চলে গেলো
আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছি???
|
দুপুরে ?
শিশির বসে বসে laptop এ কাজ করছে,আমি লুকিয়ে লুকিয়ে দেখছি,হঠাৎ করে রুমে ঢুকে গিয়ে উনার কোলে বসে গেলাম
শিশির-আবারো shocked
শিশির-এ্যাই,,,,পাগল হয়ে গেসো সরো
তনু-জামাইর কোলে উঠা কি অপরাধ?
শিশির -আমার কোলে উঠলে অপরাধ
তনু-ও তাহলে আমি সেই কাজ করে অপরাধী হয়ে আপনার জেলখানায় বন্দি হতে চাই
শিশির-ওরে নিয়ে নিচে ফেলে দিলাম
তনু -আহহহ!লাগলো,কোমড়ে ব্যাথা পাইছি,Nigeria uganda?
আরেকটা plan করবো,,
আমার রুমের দরজার বাইরে তেল ফেলে দিলাম,
শিশির আসতেছে,আমি শিশিরকে দেখিয়ে ইচ্ছাকরে slip খায়লাম, নিচে পড়ে গিয়ে Overacting শুরু করলাম,?
ও মাগো পা গেলো গো,মাগো???
শিশির-একি কেমনে পড়ছো?দেখি
তনু-পায়ে লাগছে মনে হয় হাঁটতে পারুম না,কেউ যদি কোলে করে বিছানায় নিয়ে যাইতো তাহলে একটু rest নিতাম
শিশির তনুকে কোলে তুলে নিলো,বিছানায় নামিয়ে দিলো,তনু তার বর কে দেখতেছে,প্রথম কোলে নিসে ?
শিশির-রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় নিচে খেয়াল করলাম পিছলা পিছলা,ভালো করে দেখি যে তেল,,?এটা কার কাজ হতে পারে???তনু?উকি মেরে রুমে তাকিয়ে দেখি রুমে হেঁটে হেঁটে ছবি তুলছে,,?শয়তান মাইয়া
|
রাতে?
তনু উঠানে তারা দেখলাম কিছুক্ষন,, সিড়ি দিয়ে বাসায় যাওয়ার সময় ঠাসসসসসসসস!!
Ouch, মাগে?????সত্যি সত্যি পড়ে গেছি,পায়ে ব্যাথাও পেয়েছি,শিশির জামাই,,,আম্মুউউউ???
শিশির অফিস থেকে বাসায় যাওয়ার সময় দেখলো,
শিশির-(আবার Drama করতেছে,হুহ)
আম্মু-কিরে কেমনে পড়লি???আম্মু আর রিশাদ ধরে উঠালো, আমাকে রুমে নিয়ে বিছানায় বসালো,,
শিশির তাকিয়ে আছে,আর আমি কান্না করে যাচ্ছি ??
আম্মু-বাবা দেখো তনু পড়ে গেছে,,
শিশির-(সব নাটক)
আম্মু চলে গেলো,আমি কাঁদছি কেমন জামাই আপনি?ব্যাথা পাইসি দেখেন না?
শিশির- ফালতু নাটক Off করো,সকালেও drama করসিলা আর এখনও
তনু-??সত্যি ব্যাথা লাগছে?
শিশির-??Shut up!
তনু-ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতেছি,পা থেকে রক্ত বের হচ্ছে,হ্যাঁ সেটাও মিথ্যা লাগবো??
শিশির-দেখলাম যে চুপ হয়ে গেলো,,চোখ থেকে পানি বেয়ে বেয়ে পরছে ওর,আমার কাছে তা মিথ্যা লাগলো না,পাশে গিয়ে বসে পায়ে হাত দিতেই দেখলাম রক্ত বের হচ্ছে তার মানে সত্যি সত্যি,ইস!
Bandage এনে লাগিয়ে দিলাম,চুপচাপ আমার মুখের দিকে তাকিয়ে আছে,,
শিশির-সকালে নাটক না করলে এখন এতো কষ্ট পেতে হতো না
তনু-নাটক করবো না তো কি করবো???আমি যদি বলতাম আমাকে কোলে নেন,আপনি কি নিতেন???
শিশির-,,,,,,

তনু-হুহ, হেলান দিয়ে বসে পরলাম,পা নাড়তে পারতেছি না?
শিশির-fresh হয়ে খেতে গেলাম
তনু বসে আছে রুমে,?খামু না আমি?
শিশির-খাবার নিয়ে এলাম,ধরো খাও,
তনু-খাবো না আমি
শিশির-ফাইন খাইও না,
তনু-????এটা বলেই পাশে শুয়ে পরলো,
খামু না আমি,
|
পরেরদিন ?
শিশির -আজ বাসায় যাবো,
তনু-ওকে
শিশির Ready হয়ে বেরিয়ে গিয়ে গাড়ীতে বসে আছে,
এখনও আসতেছ না কেন??
শিশির-ওও আমি তো ভুলেই গেসিলাম ও তো পায়ে ব্যাথা পেয়েছে
তনু-?শয়তান ছেলে,আমি একা একা কেমনে যামু,আস্তে করে বিছানা থেকে নামলাম,এক কদম দিতেই পড়ে যাওয়া ধরলাম শিশির ধরে ফেললো,কোলে তুলে নিলো,
তনু-I’m shocked ??আমার শিশির আমাকে কোলে তুলে নিয়েছে,,
শিশির-ওকে নিয়ে গাড়ীতে বসিয়ে দিলাম
দুজনে গাড়ীতে,,শিশির গাড়ী চালাচ্ছে,,তনু তার শিশিরের দিকে তাকিয়ে আছে,
তনু গান ধরলো,,,
Ai ho kahase larka,,,,,
Akh ho may peyar leke?????
,,,
Hay re meh tere kurban?????
শিশির-Larka না Gori
তনু-?তো আপনি তো গায়লেন না,তাই যেহেতু আমি গায়লাম,আপনাকে নিয়েই তো তাই larka
চলবে?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে