Crush যখন বর?part67/68/শেষ পর্ব

0
3898

Writer -Afnan Lara
Crush যখন বর?
#Part_67
শিশির -সরি,কাল শাড়ী পরিও,আর হ্যাঁ পেট জেনো না দেখা যায়
তনু-পেট দেখা গেলে কি হবে?
শিশির-কামড় দিব,মানা করসি শুনবা
তনু-আইচ্ছা,
তনু চলে যাওয়া ধরলো,,শিশির হাতটা ধরে ফেললো,
তনু-কি?
শিশির টেনে নিজের কাছে আনলো
তনু বুঝতে পারলো হাতা ছিঁড়ার দিকে তাকিয়ে আছে শিশির
শিশির-রাগটা control করতে পারলাম না,আমার বস না হলে মেরে দিতাম
তনু-হয়সে ছাড়েন
শিশির-না,তিলটাহ♥?
তনু-এই না ছাড়ুন,কাতুকুতু লাগে
শিশির-লাগবে না,
শিশির ঝুঁকে তিলটাই কিস করলো,
তনু চোখ মুখ খিঁচে রাখসে,
অনেক্ষন হলো শিশির ছাড়তেছেই না,তনু শক্ত করে শিশিরের একটা হাত ধরে আছে,
তনু-ব্যাথা হয়ে গেসে,চামড়া উঠাবেন নাকি??ঐ বেলুর উপর রাগ আমার উপর দেখান কেন?
তনুর কথায় শিশির ছেড়ে দিলো,তিলটার জায়গায় টুকটুকে লাল হয়ে গেসে,
শিশির-হুম যাও change করে আসো
তনু-হুম
তনু বাথরুমে গিয়ে জামা খুললো,আয়নায় দেখলো তিলটার জায়গায় লাল হয়ে গেছে,তিলটাই দেখা যাচ্ছে না
তনু মুচকি হাসলে,জামা আরেকটা পড়ে নিলো,
শিশির বারান্দায় দাঁড়িয়ে আছে এখনও,
তনু এসে পিছন থেকে জড়িয়ে ধরলো,
তনু-fresh হবেন না??
শিশির-হুম,
তনু গিয়ে পাশে দাঁড়ালো,বাতাসে চুল উড়তেছে,,
শিশিরের বউয়ের একটা গুন,চুল তার কোমড়ের নিচ পর্যন্ত,,
শিশির চুলের ভিতর হাত দিয়ে তাকিয়ে রইলো
তনু-কি ভাবেন এতো?
শিশির-ভাবতেসি হয়ত আম্মুর কথা না শুনে সেদিন বিয়ে ভেঙে দিলে আজ তোমায় পেতাম না
শিশির তনুর দিকে হাত বারিয়ে দিলো
তনু শিশিরের হাত ধরে ওর কাছে গেলো
তনু এসে শিশিরের পায়ের উপর ভর দিয়ে দাঁড়ালো,
তনু আস্তে আস্তে বললো,,ভর দিসি,আজ আবার ছেড়ে দিয়েন না,আমার সাথে বেবিও আছে
শিশির মুচকি হেসে টেনে বুকের সাথে মিশিয়ে ফেললো,
তনু-ভালোবাসি♥
শিশির-জী আপু আমিও ভালোবাসি
তনু-হারামি!
শিশির-হিহি
শিশির-ভালোবাসি বলতে গিয়েও পারতাম না,আমি তেমন এগুলাতে interested নাহ
তনু-জানি,তাই আপনার থেকে আশাও করিনি, শুধু বললেই ভালেবাসার প্রমান মেলে নাহ
শিশির-সব বুঝো আমার,আল্লাহ তোমাকে কি দিয়ে বানিয়েছে?
তনু-আপনার বুকের বাম পাশের হাঁড় দিয়ে
শিশির-হাহাহা
শিশির -চোখ অফ করো
তনু-কেন?
শিশির-করো
তনু চোখ অফ করলো,
শিশির হাতে একটি স্কার্ফ দিলো,
তনু-এটার অর্ধেক তো ছিঁড়ে গেসিলো,আপনি কই পেলেন?
শিশির-আপনি আমার রুমের দরজা রেখে গেসিলেন
তনু-ওহ,যাক সঠিক মানুষ পেয়েছিলো
শিশির-হুমমম
তনু-ঘুমাবো
শিশির-পরে
তনু-এখন
শিশির-না
তনু-তাহলে কি?এভাবে উঁচু হয়ে থাকতে থাকতে পা ব্যাথা হয়ে গেলো
শিশির-ও তাই,এটা বলে কোলে তুলে নিলো,দাঁড়িয়ে রইলো,
তনু শিশিরের গলার পিছন দিয়ে হাত দিয়ে ধরে রাখলো,
শিশির সেই নেশায় তাকিয়ে আছে,,
তনুর ঠোঁট নড়ছে,
শিশির তনুর মাথা কাছে এনে কিস করতে লাগলো♥????
তনু আবেগে ধরে আছে,,ভয় নেই,শিশির ছাড়বে নাহ,ধরে আছে শক্তকরে,,
শিশির এবার ওরে নিয়ে রুমে চলে এলো,বিছানায় শুইয়ে দিয়ে,shirt খুলে ফেললো,
তনুর কাছে গেলো,
সাথে সাথে কল আসলো,বস কল দিসে,
শিশির-উফ মুড টাই নষ্ট করে দিলো
শিশির-Hello sir
Client -শুনো কাল তোমরা Party dress পরে আসবা,আমি party throw করসি
শিশির-ওহ,ওকে
তনু-কি বললো বেইল্লা?
শিশির-Party আছে
তনু-ওও
শিশির -romantic mood টাই উধাও
তনু উঠে পিছন দিয়ে জড়িয়ে ধরে বললো,আবার জাগিয়ে দিই?
শিশির তনুর দিকে দুষ্টুমির চোখে তাকালো
তনু-হিহি
পরেরদিন ♥
তনু একটা gown পরলো,
শিশির-সাবধানে হাঁটিও
তনু-আচ্ছা
তনু একটা ওড়না নিলো সাথে,,ওরা client এর বাসায় গেলো
Client তো তনুকে দেখে পাগল হয়ে গেসে,
Client-So beautiful! Gown এর সাথে ওড়না??interesting!
Client এসে হাত বারালো,Handshake করার জন্য,তনু হাত না দিয়ে সালাম দিলো
Cmiee-Oh,its ok fine
চলবে♥
Writer -Afnan Lara
Crush যখন বর?
#Part_68
গান চলতেছে,,
Mere bin sooni hain dil ki raahe
Mere bin pyasi sabki nigahein
Jo mile bole bhar ke woh aahein
Suniye Aashiq banaya..
aashiq banaya
Aashiq banaya apne
Seene mein ghul keIshq dhadke toh mazaa hai
Hothon se par le Woh jo hothon pe likha hai
Meri nigahon mein tera chehra rawaan hain
Gehre hain armaan jaane jaan pagal sama hain
Aashiqui mein haaye kaisi
Waadiyan hain khili
Jaan jaan keh ke tune Jaan meri le li
Mere liye sabka dil hai awara Mere bin hona nahi hai guzara
Mere sang jhoom le aake yaara Suniye..
Client এসে তনুর কাছে দাঁড়ালো
শিশির তুমি যদি কিছু মনে না করে আমি কি উনার সাথে dance করতে পারি??
শিশির-ওকে
তনু-(শালা,আজ তোরে বুঝাই দিব তনু কি জিনিস?)
Client তনুর হাত ধরে couple dance করতেছে,
শিশির দাঁড়িয়ে আছে মুখ কালো করে,,
একটা মেয়ে এসে শিশিরের হাত ধরে ওকে টেনে নিয়ে আনলো নাচার জন্য
client তনুর পা থেকে মাথা পর্যন্ত দেখতেছে
তনু মুচকি হেসে ঠাস করে পা দিয়ে client -এর পা মাড়িয়ে দিলো
তনু-ops সরি,আমি না খেয়াল করিনি, excuse me!তনু আস্তে সরে আসলো
তনু গিয়ে দেখলো একটা মেয়ে জোর করে ধরে শিশিরের সাথে নাচতেছে,
তনুর তো মাথা চড়গ গাছ,
শিশিরের কাছে গিয়ে মেয়েটার কাঁধে হাত দিয়ে টেনে সরিয়ে দিলো,
তনু-he is my husband, my boyfriend, my everything, Dont Dare to touch her,now leave!
শিশির-Omg
তনু-হুহ,
আসেন নাচি????
শিশির তনুর কোমড়ে হাত দিয়ে কাছে টেনে নিলো,
শিশির -বস এতো তাড়াতাড়ি ছাড়লো?
তনু-পা মাড়িয়ে দিসি
শিশির-what!!?
তনু -হিহি
Client -তোমরা চাইলে এখানে আজ থাকতে পারো
শিশির-Its ok,আমরা যেতে পারবো,
client যে মাড়ানি খায়সে,,তনুর দিকে একবার তাকালো,আর তাকায়নি
শিশির আর তনু গাড়িতে বসে হাসতেছে,,
শিশির-তুমি পারও বটে???
তনু-এক মিনিট
শিশির-কি হয়সে?
তনু-পেট ব্যাথা করতেছে
শিশির-বেশি?
তনু-হুমম,আহহ বেশি ব্যাথা করতেছে,তনু শিশিরের হাত শক্ত করে ধরলো
শিশির-ওয়েট,,, Hospital যাইতেছি
তনু-খুব ব্যাথা করতেছে,,আর পারবো না
শিশির-আর একটু,,সয্য করো,
তনু কাঁদতেছে,শিশির চোখ মুছে দিলো,
শিশির-কেঁদো না সব ঠিক হয়ে যাবে
তনু-???আম্মু,,
শিশির মাকে কল করলো,
শিশির-মা তনুর সাথে কথা বলুন একটু,ওর পেইন উঠসে
মা-তনু মা,ধৈর্য ধর,,ঠিক হয়ে যাবে,,তনু কাঁদতে কাঁদতে শিশির বুকে শুয়ে পরলো
শিশির-মা আমি কি করবো?? ও চুপ হয়ে গেসে,
মা-ওরে জাগিয়ে রাখো,,
শিশির-তনু!তনু তাকাও আমার দিকে
২০মিনিটেই শিশিরের বুক করা হসপিটালে এসে পরলো তারা,,
শিশির বাইরে দাঁড়িয়ে আছে,তনুকে নিয়ে যাওয়া হয়সে,
Nurse-Mr.Sisir,If you want you can capture all the moment, So you can go
শিশির-thanks So much
শিশির রুমে ঢুকলো,
তনু কাঁদতেছে,শিশির এসে হাত ধরলো,,
শিশির-কেঁদো না ঠিক হয়ে যাবে,
Doctor -বেবি normal এ করা যাবে না,উনি weak,Operation করতে হবে,Normal এ করলে life risk আছে,
শিশির-যেটা ভালো বুঝেন করেন,বাট আমার তনু যেনো ঠিক থাকে,আর বেবিও
Doctor -Okay,,
তনু শিশিরের দিকে তাকালো
তনু-আমার কিছু হয়ে গেলে বেবিদের দেখে রাখিয়েন,আর হ্যাঁ বিয়ে করবেন না,আপনি একাই যথেষ্ট ওদের জন্য,
শিশির-চুপ!
শিশির নিচে হাঁটু গেড়ে বসে পরলো,তনু মুখ দুইহাত দিয়ে ধরলো,
এরপর কিস করতে লাগলো,হয়ত আজ পর্যন্ত কেউ এসময়ে কিস করেনি,কিন্তু শিশির করতেছে,
তনু ব্যাথায় শিশিরের হাত ধরলো,
শিশির ছেড়ে দিলো,
শিশির চলে যাওয়া ধরলো
তনু কাঁদো কাঁদো গলায় বললো,pls যাবেন না!!
শিশির থেমে গেলো,আর গেলো না,,
তনুকে অজ্ঞানের Injection দেওয়া হলো,তনুর হাত এখনও শিশিরকে ধরে আছে,,
শিশির আরেক দিকে তাকিয়ে আছে,
Doctor-আস্তে করে একটা বেবি বের করা হলো,,ছেলে,,?
শিশির চোখ বন্ধ করে আছে,,
Doctor -Congre**********ওয়েট
শিশিরের Heart beat মনে হলো থেমে গেসে,
শিশির-কি হয়সে??
Doctor -Twin baby??
শিশির-হ্যাঁ
Doctor -আগে বলেননি কেন?
Doctor -সবাইকে তাড়াতাড়ি করতে বললো,তনুকে oxygen দেওয়া হলো,
Doctor যে বেবিটা বের করসে তার কোনো সারা শব্দ নাই,,,একজন সেই বাবুকে ঠিক করতেছে আরেকজন বাকি বাবু বের করায় ব্যস্ত,
শিশিরের কোনো খবর নাই চোখ বন্ধ করে আরেক দিকে তাকিয়ে আছে,বেচারা ভয়ে শেষ,
১০মিনিট পর বেবি কান্না শুরু করলো,
শিশির চোখ খুললো,পিছনে ফিরে তাকালো,
এই খুশি কেমন বলে বোঝানো যাবে নাহ,
শিশির জড়িয়ে ধরলো বাবুটাকে,কাঁদতে লাগলো
বাকি বাবুটাকে এখনও বের করা যাচ্ছে না,ভিতরে পেঁচিয়ে গেসে
চলবে♥

Writer -Afnan Lara
Crush যখন বর?
#শেষ_পর্ব
Nurse এসে শিশিরের থেকে বেবিকে নিয়ে গেলো,,
অনেক চেষ্টার পর বাকি বেবি বের করা সফল হলো,,আর এটাও ছেলে??
শিশির দুই বেবিকে কোলে নিয়ে বসে তনুর দিকে তাকিয়ে আছে,,
তনুর জ্ঞান আসা না পর্যন্ত তার বেবির দিকে খেয়াল নেই,
বেবির কান্নায় শিশিরের হুস আসলো,বেবির দিকে তাকালো,
পুরাই শিশিরের মতো হয়েসে,,পিক তুলে সবাইকে send করে দিলো,,
মা-শিশির টিকা লাগায় দে,
শিশির-কাজল পাবো কই??
মা-তনুর ব্যাগে দেখ
শিশির গিয়ে বেবিদের nurse এর হাতে দিয়ে ব্যাগ চেক করে পেলো কাজল,ওদের কপালে লাগিয়ে দিলো,দুজনেই
সাদা ধবধবে,,হ্যাঁ একটা জিনিস পেয়েছে তনুর,ব্রু,,সরু চিকন,,
শিশিরের সবসময় তনুর এই দিকটা খুব ভালো লাগতো,কারন তনু কখনও ব্রু প্লাক করতো না,নাতাশা ১০দিন পর পর গিয়ে করে আসতো,,
তনুর প্রাকৃতিক ভাবে ব্রু চিকন,
বিয়ের দিন পার্লারের লোকরা জোরাজোরি করেও ওর ব্রু প্লাক করতে পারেনি
তনু বারবার বলসে আমার ব্রু ঠিক আছে লাগবে না,বাট ওদের কাজের মধ্যে পড়ে তাই ওরা জোরাজোরি করসে তাও পারেনি,হাসি পায় তনুর সব কাজের কথা মনে পরলে,
Nurse -বেবি গুলো আপনার মতো বাঁকা করে হাসতেছে,
শিশির মুচকি হাসলো,,পুরা কার্বন কপি শিশিরের,,শিশিরের চোখ থেকে খুশির কান্নার পানি বেরিয়ে এলো,,বেবিকে স্পঞ্জ করে মায়ের দুধ খাওয়ানো হলো,,
মা কল করলো,
মা-বাবারে আমার নাতি গুলা দেখি পুরাই চাঁদের টুকরো, মাশাল্লাহ,,তনুর জ্ঞান ফিরসে?
শিশির-নাহ
প্রায় ২ঘন্টা পর তনুর হুস ফিরলো,ওর মনে পরলো সব,চোখ বড়বড় করে সাইডে তাকাতেই তার সমস্ত সুখগুলো দেখলো,
শিশির সোফায় হেলান দিয়ে শুয়ে আছে চোখ অফ করে,আর কোলে বেবিগুলা,দুইপাশে দুটো,
তনুর কেমন লাগতেছে বলে বুঝানো যাবে না,তনু খুশিতে উঠতে চাইলো পারলো না,
Nurse-Hold on,,
শিশির nurse এর কথায় চোখ খুললো,তনুকে দেখে বেবিদের ওর কোলে দিয়ে দিলো,,
তনু খুশিতে কান্না করতেছে,বেবিদের চুমুতে ভরিয়ে দিলো,
শিশির তনুর কপালে চুমু এঁকে দিলো,
তনু-আমার বেবি
শিশির-আমাদের♥
তনু-আমি সফল হয়েছি,আলহামদুলিল্লাহ! এই ৯মাসে কতোবার শিশিরের পিক দেখসি নিজেরও হিসেব নেই,চাইতাম ওরা যেনো শিশিরের মতো হয়,আর তাই হলো,আমার #Crush_বরের #Crush_বেবি?,ইস??
শিশির-কি ভাবো??আমাকে একটু বলো,
তনু-পুরা আপনার মতো হয়সে
শিশির-হুমমমমম
পরেরদিন ওরা হোটেলে আসলো বেবিদের নিয়ে,,
তনু শুধু দেখতেছে,নজর ফেরাচ্ছে না,
তনু বেবিদের ঘুম পারিয়ে দিয়ে বসে তাকিয়ে রইলো,
শিশির তনুর হাত ধরে বারান্দায় নিয়ে এলো,
শিশির হাঁটু গেড়ে নিচে বসে পরলো,
শিশির-ভালোবাসি তোমাকে, খুববববব,হয়ত এভাবে কখনও বলা হয়নি,তুমি আমার নিজের হওয়ার পরও সাহস পেতাম না,,আজ পেয়েছি,তুমি আমায় পৃথিবীর সেরা সুখি বানিয়ে দিলে,,
শিশির এক তোড়া গোলাপ তনুর হাতে দিলো,তনু কাঁদতেছে খুশিতে,,শিশির উঠে তনুকে জড়িয়ে ধরলো শক্ত করে যতটা শক্ত করে ধরলে শরীরের সাথে মিশে যাওয়া যায়,,
তনু-আমার জড়িয়ে ধরা কপি করতেছেন??
শিশির-হুম,সব কপি করবো,একটা কথা বলার ছিলো
তনু-বলেন
শিশির-সত্যি কথা বলতে, আমি তোমার উপর crush খেয়েসিলাম অনেক আগেই তা বলিনি,,তোমাকে ভালোবেসে ফেলেছিলাম বুঝিনি,পরে বুঝতে পেরেছি,তোমাকে বুঝতে দেইনি
তনু-আমি বুঝেছি,কারন যতবার আমার কসম দিয়ে কিছু বলতে বলসিলাম আপনাকে আপনি কথাটা ignore করতেন,,
শিশির হাতের ঘড়ি দেখলো,এরপর মুচকি হেসে তনুকে কোলে তুলে নিলো,,
বিছানায় নামিয়ে দিলো,
শিশির-১….২…৩…
Happy Birthday Dear♥♥
তনু-ইস আমি ভুলে গেসিলাম,
শিশির তনুর গলায় চেন পড়িয়ে দিলো সোনার,,
তনু -Thanks
শিশির-আরেকটা জিনিস আছে,
আমার বউয়ের প্রিয় একটা জিনিস,,3layer পায়েল
তনু-Omg!!
শিশির-এখান থেকে নিসি তোমার জন্য,চেইনটার চেয়েও তনু পায়েল পেয়ে মহা খুশি,কারন ওর এমন একটা ছিলো যা হারিয়ে গেসিলো ছোটবেলায়,,
শিশির নিজের হাতে তনুর পায়ে পায়েলটা পড়িয়ে দিলো,,
শিশির পায়ে চুমু দিলো, তনু চোখ বন্ধ করে ফেললো,
শিশির তনুর কাছে এসে ওর কপালে চুমু দিলো,
তনু-Best birthday ever!
শিশির তনুর মুখ ধরে কিস করলো,,??ওমনি বেবি গুলা একসাথে কান্না শুরু করে দিলো,
শিশির-বাবারে romance করতে দিবি না??
তনু হাসতেছে বসে বসে,,
শিশির-সুস্থ হন,তারপর বাকি আদর পুষিয়ে দিব
তনু লজ্জায় উঠে বারান্দায় চলে গেলো,
শিশির বেবিদের সাথে খেলতে লাগলো,
তনু আকাশের দিকে তাকালো,
তনু-এই একই দিনে আমি ৪বছর আগে আমার birthday gift হিসেবে শিশিরকে চাইসিলাম তোমার কাছে আল্লাহ!
আর আজ শিশিরের সাথে সাথে তুমি আমাকে আরও ২টা শিশির গিফট দিলে,,হয়ত জীবনে কোনো ভালো কাজ করসি যার জন্য তুমি আমাকে এত সুন্দর উপহার দিলে,
আলহামদুলিল্লাহ ♥
২মাস শিশির আর তনু বেবি রা আমেরিকা ছিলো,,
Client তনুকে তেমন জ্বালায় নি,তবে বেবিরা client কে সেই রকম জ্বালিয়েছে??
যতবার তনু কোলে ধরিয়ে দিতো ততবার হিসু করে দিতো
client এর গায়ে???
বেবি একটার নাম #শান্ত,আরেকটার নাম #শান♥♥
২মাস পর দেশে ফিরলো,
শিশিরের কোলে শান্ত আর তনুর কোলে শান,
মা বাবা,তনুর মা বাবা,রিসাদ,মীম সবাই দাঁড়িয়ে আছে,
ওদের ৪জনকে দেখে মা বাবা সবাই খুশিতে কেঁদে দিলো,চোখ মুছে জড়িয়ে ধরলো,,
পুরো এয়ারপোর্ট উজ্জ্বল হয়ে আছে তাদের আগমনে,,
তনু-আমার বিদেশি বাচ্চারা?
সবাই হেসে দিলো,,♥♥
নাতাশা??সে তো আরও ৩-৪টা প্রেম করসে,,এখন কি করে তা জানা নেই,,
তন্ময় আর সিয়াম জেলের ঘানি টানছে,,
আর তনু শিশিরের ভালোবাসা আজও সেই আগের মতো,,
বেবিরা এখন হাঁটতে শিখেছে,আদো আদো কথা বলে,বু বলে,
তনু অবাক চোখে ওদের দেখে আর শিশিরকে দেখে,দিনদিন শিশিরের প্রতি ভালোবাসাটা বেড়ে চলেছে,,
এই ভালোবাসা বিশুদ্ধ, নেই কোনো ভেজাল,,
তনু আজও মোনাজাতে আল্লাহর কাছে শোকর করে যা আল্লাহ তাকে দিয়েছে তার জন্য♥♥♥♥
(সব গল্প শিশির আর তনুর মতো হয় না,সব তনু শিশিরকে পায় না,,হয়ত এখনও অনেক তনু শিশিরের আশায় বসে আছে,কবে শিশির তাকে ভালোবাসবে,,জীবনটা বড় কঠিন,,আল্লার কাছে চাইতে হয়,হয়ত বা তনুর মতো করে চাইলে আল্লাহ দিবে,তার জন্য করতে হবে অপেক্ষা,, মনে রাখবেন আল্লাহর কাছে খাঁটি মন দিয়ে কিছু চাইলে আল্লাহ টা পূরন করবে,তা যেদিনই হোক)

[কাল থেকে #Crush যখন বর #season 2 শুরু হবে,সবাইকে পড়ার জন্য দাওয়াত দিলাম]

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে