Crush যখন বর?Part1/2/3

0
6780

Crush যখন বর?Part1/2/3
Writer-Afnan Lara

শিশির -সরি তনু আমি তোমাকে লাভ করি না?forgive me,
তনু-?সরি বলেন কেন,এতে তো আপনার কোনো দোষ নেই,Dont Worry আপনি যেমন চাইছেন তেমনই হবে?
(গল্পের নায়িকা তনু,নায়ক শিশির)চলুন অতীত থেকে ঘুরে আসি পুরাটা বুঝার জন্য
দিনটা ছিলো শনিবার,,,,,,২০১৬
তনুু-মিনু ধরতে পারলে ধর,এই আমি দৌড় মারলাম????
মিনু-তোরে ধরে ফেলবো
তনু-হিহিহি???দৌড়াতে দৌড়াতে মাঠে চলে এলাম,আর থমকে গেলাম,একটা ছেলেকে দেখে,অবাক হয়ে তাকিয়ে আছি তার দিকে,এত সুন্দর কেমনে হতে পারে,আগে তো এমন ছেলে দেখি নাই,দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলা ছেলের সাথে কথা বলতেছে,
মিনু-এই তোরে ধরে ফেললাম??কিরে তনু কথা কস না কেন?
মিনু-ওওও বুঝছি তুইও Crush খায়ছস এই পোলারে দেখে?,লাভ নাই রে
তনু-তুই চিনস ওরে???বল না নাম কি কই থাকে pls pls
মিনু-আমিও জানি না?
তনু-ইস কত্ত কিউট?
মিনু-চল তো
তনু-না আমি দেখবো,যা তো,Haye meh mar jaba?
মিনু-তনু?
তনু-কি? ?
মিনু-যাবি কিনা বল
তনু-যামু Wait,একি কই গেলো,ধুর তোর জন্য হারিয়ে ফেলছি?কচু
মিনু-কাল Xm,ভালো করে preparation নিছস?
তনু-হুম, ওকে বাই কাল দেখা হবে
পরেরদিন?
তনু-যাক xm টা ভালই দিসি☺চল রিকসায় উঠি,
মিনু-আমাদের তো নতুন সেতু বানাইতেছে,পিছনের road দিয়ে যাইতে হবে,
তনু-হুম
কিছুক্ষন পর,,,
তনু-উফ আজকে ক্লিপ আনতে ভুলে গেছি, চুল গুলাকে সামলাতেই পারছি না,চুল ঠিক করার সময় হঠাৎ নজর পরলো কালকের সেই ছেলেটার উপর??এই রিকসা থামো!!!!!!!!
তনু-নেমে গেলাম, pls কে তুমি নামটা বলে যাও☺?
মিনু-পাগল হয়ে গেছস?ঐ কই যাস?
তনু-ছেলেটার কাছে চলে গেলাম,আমি roader এই পাশে ছেলেটা ঐপাশে, road পার হবো এই টাইমে একটা Bus এসে পরলো,ধুর,, Bus যাওয়ার পর,একি ছেলেটা গেলো কই???.
রাতে?
তনু-ফেসবুক ঘাটতেছি?ধুর ভালো লাগে না কিছু,The people you may know দেখতেছি,হঠাৎ এক মিনিট কারে যেন দেখলাম,এই তো সেই ছেলেটা,Idr নাম “Sisir chowdhury”Omg আল্লাহ তুমি কতো ভালো,আমি পোলাটার নাম চাইছিলাম আর তুমি পুরা details দিয়ে দিলা???
Idতে ঢুকলাম,হুম সব চেক করলাম,আমাদের জেলার,আগে দেখি নাই কেন তাইলে,আমি 10এ পরি,আর পোলা Inter final ইয়ার?Perfect match,
friend request দিলাম,
আহ শান্তি ????ঘুমাই,
পরেরদিন?
তনু-চল আজ পিছনের road দিয়ে হেঁটে যাবো
মিনু-কেন?
তনু-চল না
তনু-?কই গেলো Mr.Sisir,
মিনু-complex এর সামনে থেকে রিকসা নিবো
তনু-?ওকে
মিনু-এই রিকসা পাইছি, যাবেন?
তনু-ডানদিকে তাকাতেই দেখলাম Mr.Sisir কে,সেই অবাক চোখে তাকিয়ে আছি,
মিনু-তনু চল
তনু-আমার দিকে তাকাও না গো??
মিনু-ঐ চলতো
তনুরে টেনো রিকসায় উঠিয়ে নিলাম,
তনু-ঐ তুই এমন করস কা???একটু দেখতেও দিবি না?????
বাসায় আসলাম
ফেসবুকে ঢুকেই আমি shocked ?Mr.Sisir chowdhury accept your friend request ?????????
তনু-O allah এতো খুশি কই রাখবো??????
Mr.sisir কে মেসেজ দিলাম,,,—–Hiiii
১০মিনিট হয়ে গেছে active ছিলে,ধুর,যাই গোসল করে আসি,
খেয়ে এসে দেখি শিশির reply দিসে,—–Hlw
??????কেমন আছেন?
উনি-Alhamdulillah,আপনি?
আমি-আমিও??আমি আজ আপনাকে দেখছি
উনি-কই?
আমি-Complex এর সামনে
উনি-ও আচ্ছা ?
আমি-আপনার বাসা কই??
উনি-এখানেই
আমি-ও?আপনার Gf আছে?
উনি-?????????
আমি-What?
উনি-অনেকগুলা
আমি-????????Dil tut geya
উনার idতে গেলাম,হুম নাতাশা নামে একটা মেয়ে উনাকে tag দিতেছে সব post e,?
আমি-এই মেয়েটা কে?
উনি-আমার frd
আমি-ও,
উনি-তোমার একটা ছবি দাও, দেখি তোমারে,
আমি-না আমি পিক দি না?সরি
উনি-ওকে
রাতে?
আমি-কি করেন?
উনি-batminton খেলি,দেখো,একটা পিক দিলাম
আমি- এই ছেলে আমাকে পাগল করে দিবে, এত কিউট কেন??
আম্মু-কেরে ছেলেটা সুন্দর তো
আমি-crush খায়ছি
আম্মু-যাক অবশেষে তনুর একটা পোলারে তো পছন্দ হলো
তনু-যা যা চাইছি আছে তার মধ্যে
পরেরদিন?
দাঁড়িয়ে আছি উনাকে দেখবো,,,??ঐ তো,অবাক চোখে একটা মেয়ে তার দিকে তাকিয়ে আছে তার কোনো খবর নেই?এই যা auto তে চলে গেলো।ধুর
একটা Auto ও পাইতেছি না?
হঠাৎ,, তনু!
তনু-Shit!
তন্ময় -তুমি এখানে আসছো কেন?তোমার স্কুলের road তো এটা না?
তনু-ইয়ে মানে, না মানে
তন্ময়- shut up,এই auto যাবেন,তনু উঠ,ভাই ওরে বাসায় দিয়ে আসবেন,এই নেন টাকা
(তন্ময় গল্পের villain,, রাজনীতি করে, গুন্ডামি করে বেড়ায়,শিশির ১ইয়ারের জুনিয়র,তনুরে ভালোবাসে,কিন্তু তনু ভালোবাসাে না,,গুন্ডা বলে,মারামারি করে বলে,তনুর বাবাকে threat দিসে তনুকে উঠিয়ে নিয়ে যাবে বলে)
চলবে?

Crush যখন বর?
Writer-Afnan Lara
#Part_2
বাসায় আসলাম,
উনার Idতে গেলাম,,যত post আছে সব গুলাতে Love react মেরে চলে আসলাম??হিহিহি??
—–Hiiii
——seen…
—?Apni ki busy?kotha bolen na ken?
—-oh ami porteci
—-?
তনু!!!তনুুু
তনু-??উফ এই ছেলেটা কবে ছাড়বো আমারে
বারান্দায় গেলাম,
তন্ময় -এতো দেরি কেন আসতে???
তনু-?
তন্ময় -নিচে আসো,
তনু-সরি!!চলে এলাম নিজের রুমে,,?ভালো লাগে না
পরেরদিন?
আবার দাঁড়িয়ে আছি,উনাকে দেখবো বলে,,হঠাৎ কেউ যেন আমাকে ধাক্কা দিলো,নিচে পরে গেলাম,আহ?লাগলো হাতে,পিছনে তাকিয়ে দেখি তন্ময় ?
তন্ময়-কি????daily এখানে কি করো???আর কাল আমি নিচে আসতে বলছি আসো নাই কেন???
তন্ময় -Next time এমন করলে খবর আছে,
তখনই শিশির এসে হাজির,,
শিশির-কিরে ভাই কি হয়ছে?
তন্ময় -কিছু না ভাই,
শিশির-তাইলে উনি নিচে পড়ে আছেন কেন?(এটা বলেই আমার দিকে হাত বারিয়ে দিলো)
তনু-???আমি সাথে সাথে হাত ধরলাম,400বোল্টের ঝটকা লাগলো মনে হয়,আমাকে টেনে উঠিয়ে নিলেন,
তন্ময় – রাগি চোখে তাকিয়ে আছে,,আসলে শিশির ভাই ও আমার GF,, কথা শুনতে চায় না,
শিশির-শুনো তন্ময়,, Gf হলে যত্ন করতে হয়,,ধাক্কা দিতে হয় না যাতে করে তার হাত থেকেই রক্ত বের হয়,বুঝছো?
তনু-কি মিথ্যুক আমি নাকি ওর Gf??
By the way আমার হাতে যে ব্যাথা পাইছি উনি দেখলো কিভাবে? মনে হয়তেছে ব্যাথা টা চলে গেছে
শিশির চলে গেলো,আমি তাকিয়ে আছি,,,ভালো করে দেখে নিয়েছি,,,আমার চাইতেও ফর্সা,,চিকন,,১০১% smart??Perfume টা Joss,কালো কালারের tea-shirt পরেছে??
তন্ময় -তনু!?
তনু-?
তন্ময় -যা যা বলছি মনে থাকে যেন,,এই রিকসা ওকে নিয়ে যাও,,
বাসায় এসে উনার idতে গেলাম,,???কাল উনার birthday ☺☺?কাল আমি উনাকে বলবো আমি উনাকে like করি????
রাত ১২:০০টা
25টা কেকের পিক দিলাম উনাকে, অনেক কষ্টে পাইছি,,,Happy Birthday Sisu☺☺???Many many happy returns of the day☺☺,,
একটু দেখলো ও না????
পরেরদিন ?
আবার চেক করলাম মেসেজ সিন ই করলো না
আজ, স্কুল বন্ধ তাই আর বাসা থেকে বের হতে পারি নি,,,
দুপুরে,,
উনি-Thanks ?
আমি-✌
উনার Id তে গেলাম দেখবো কে কে উনাকে Wish করে,,,
হুম এত মাইয়া????বাট একটু শান্তি পাইলাম কারন,last এ সবাই ভাই লিখছে??
আমিও উইস জানালাম বাট উনি reply তে যেটা দিলো মেজাজ গরম হয়ে গেলো,উনি লিখলো—–Thanks apu
আমি apu????????????
আজ বিকালে বলবই আমি উনাকে like করি?হুহ
উনি দেখলাম কতগুলা পিক post দিলো,,Birthday celebration,, দেখতে গেলাম,,,
নাতাশা মেয়েটির সাথে গায়ে লেগে বসে আছে,,?এটা দেখে গা টা আমার। জ্বলে যাচ্ছে,,,যতগুলা পিক দিসে সব গুলাতে নাতাশা মেয়েটার সাথে,উফ,
Comment পড়তে গেলাম,,
নাতাশা মেয়েটা লিখছে——I love You too bilai
Comment টা দেখে মনে হলো কি জানি হারিয়ে ফেলেছি,
নাতাশা মেয়েটার idতে গেলাম,ওর সব Postএ শিশিরের comment, নাতাশা তার নতুন জুতা পরে পিক দিলো,,
শিশির comment করলো—–কে দিসে দেখতে হবে না?
নাতাশা-হুম তোমার choice joss?
নাতাশার বোন—-আমার বোনের জামাইর choice heavy ✌??
তনু-বুঝলাম ওদের rltn চলে,,আচ্ছা আমার এতো খারাপ লাগতেছে কেন? Just like ই তো করি,Love তো না,,
ভালো লাগতেছে না কিছুই,,,ভাবছি ভুলে যাবো উনাকে কিন্তু daily Roade বের হলেই Allah আমার চোখ দুটোকে খুঁজতে লাগিয়ে দেয় সে কই??আর দেখা করিয়ে দেয় তার সাথে,তার মুখ দেখে আমি সব ভুলে যাই,,Allah কি চায়??জানি না,,
মিনু-Dstw চল আজ Mi-chili তে Trt দিবো
তনু-কেন?
মিনু-?Amr birthday porsu gece,tai
তনু-ওকে চল,,
বসে আছি,,আমরা কয়েকজন Frd,,,হঠাৎ সেই চেনা perfume এর ঘ্রানটা পেলাম,খুব কাছে,,সেই চেনা Voice,, পিছনে তাকাতেই দেখি শিশির,, ও Opposite Sit এ বসে আছে frder সাথে,যেন আমি একটা ঘোরের মধ্যে আছি,অবাক চোখে তাকিয়ে আছি,,,সে কি আমাকে দেখবে না??একবার ও?
আমাদের আগেই চলে গেলো,আমি তাকিয়ে রইলাম তার দিকে,,হঠাৎ চোখ দিয়ে পানি বেয়ে গেলো
কিছুদিন পর,,,,,,,,,,
আজ নাতাশার Birthday
নাতাশাকে শিশির Birthday wish লিখছে—–
নাতাশা তুমি জানো না তুমি আমার জন্য কি..তুমি আমার সব ভালোর কারন,,,আমার উন্নতি তোমাতেই,,,তুমি জন্মেছ আমার জন্য আর আমি তোমার জন্য,,,Happy birthday dear,,,
তনু-??ভালো আমি মাঝে “দুধে মাছি কেন হচ্ছি”চলে যাবো আমি,,,শিশিরকে Blk করে দিলাম,,,,খুব খারাপ লাগছে,,বিকালে ছাদে গেলাম,,আকাশে কমলা কালারের মেঘ,,অনেক কষ্ট লাগছে,আকাশের দিকে তাকিয়ে কেঁদে দিলাম, allah তুমি এমন কেন করতেছো??আমি তো ওরে ভালোবাসি না তাহলে এতো কষ্ট কেন লাগছে??তোমার কাছে কিছু চাইলে তো তুমি দাও,আমি শিশিরকে চাই,,দিবা???জানি দিবা না,,কারন আমার ভালোবাসার টানের থেকেও নাতাশার ভালোবাসার টান অনেক বেশি,?,সুখে থাকুক,,,
বলতে বলতে S.S.C xm চলে এলো,,,xm ses হলো,,আমি আম্মু আব্বু আর আমার ভাইকে নিয়ে আমরা ঢাকায় আসলাম ঘুরতে,,,একটু relax হবো,,ওখানে থাকলে শিশিরকে দেখতে হবে,আমি আর কষ্ট পেতে চাই না,,
আমরা Fantasy Kingdom এ আসছি,,,আব্বু Ticket নিতেছে,,,হঠাৎ সেই চেনা ঘ্রান পেলাম,,ধুর শিশির এখানে কেন আসবে,আমিও না পাগল,,
Parkএর ভিতরে ঢুকলাম,,,হাঁটতেছি সবাই,,কেউ একজন আমার Side দিয়ে যাওয়ার সময় বললো excuse me,side please,,
আমি তার মুখ দেখলাম না,বাট পিছনে দেখেই চিনে ফেললাম এ আর কেউ নয় এ শিশির,,,চেয়ে আছি তার দিকে,শিশিরকে দেখলে মনে হয় হারিয়ে যাই আমি,,শিশিরের সাথে একটা মেয়ে আর বয়স্ক মহিলা আর পুরুষ কারোরই মুখই দেখলাম না, যাকে দেখবো না বলে এতো দুর আসলাম,সেও এখানে আসি হাজির??
চলবে☺

Crush যখন বর?
Writer-Afnan Lara
#Part_3
আম্মু-তনু আয় রোলারে উঠ,তুই আর তোর আব্বু, আর রিশাদ উঠ,আমি উঠবো না ভয় লাগে,,
তনু-আব্বু আর রিশাদ বসছে,আমার সাথে একটা মেয়ে বসছে,নইলে রিশাদই বসতো,আমি তেমন ভয় পাই না,বাট জানি না আজ ভয় লাগছে,
মেয়েটা হঠাৎ করে উঠে গেলো,তার নাকি ভয় লাগে,এখন আমি কি করবো ????চোখ বন্ধ করে আছি,মনে হলো কেউ আমার সাথে বসেছে,,সে দিকে খবর নাই চোখ খুলবো না ভয় লাগছে,পাশে যে আছে তারে খাঁমছে ধরে আছি,চিৎকার তো আছেই????????
রোলার থামার পর চোখ খুললাম কারোর হাসির sound পেয়ে, অবাক হয়ে তাকিয়ে আছি এ যে আর কেউ নয় এটা শিশির,,, এতক্ষন উনি আমার পাশে ছিলো,ইস আমি আরও খাঁমছে ধরে ছিলাম,কি লজ্জা,,
শিশির-আপু আর লজ্জা পেতে হবে না??
তনু-আমি মোটেও আপনার আপু না?
আব্বু-বাবা তুমি ওকে যেভাবে ধরে রাখছো না ধরলে ও আজ পরেই যেতো…আমরা ওর সাথে একটা বড় মেয়েকে বসতে দেখে আর খেয়াল করি নাই,,,,
শিশির -Its ok uncle?
তনু-(আমার দিকে তাকিয়ে Teddy Smile দিয়ে চলে গেলো)এদিকে আমি লজ্জায় মরে যাইতেছি????
আমার খুব শখ ছিলো উনার পরিবার দেখবো, সেটা মনে হয় পুরন হবে না?ধুর!
|
রাতে?
উনাকে unblk করলাম,,frd request দিলাম,,,
ঘুমিয়ে গেলাম,,সকালে উঠেই ফোন check করে দেখি request accept করছে,,,blk দিলাম অভিমান ও করলো না??আমি তো ভাবছি আমাকে উল্টা Blk. দিয়ে দিবে??থাক ভালই হয়ছে,,
frd request check করতে গিয়ে দেখলাম নাতাশা আমাকে frd request পাঠয়েছে,,accept করলাম,,
সাথে সাথে msg দিলো,—-Hiii
আমি-Hlw
নাতাশা-তুমি কিসে পরো??
আমি-S.S.C xm দিলাম,,
নাতাশা-ওও (নাতাশা আর শিশির same age)
তোমার বাসা কই?
আমি-সঠিক Address দিলাম না,,,অন্য একটা Address দিলাম,,,বাট ওটা আমাদের বাসার কাছেই,,
নাতাশা-তুমি শিশিরের কিছু হও??I mean Cousin?
আমি-?(হঠাৎ এই question কেন করতেছে)না এমনি fb frd..?
নাতাশা-তাহলে লাভ react দেও কেন???ওর পিকে
আমি-ভালো লাগে তাই দি,আমি সবাইকে দি
নাতাশা-আমাকে তো দাও না,,,শুনো আমি শিশিরের Gf,,,Next time যেন না দেখি যে তুমি ওরে love react দিসো,,
আমি-??
চুপ হয়ে আছি,,আসলেই কি আমার এটা প্রাপ্য ছিলো,খুব কান্না করলাম,আজ এতো কান্না পাচ্ছে কেন?
ঘুমিয়ে গেলাম,পরেরদিন দেখি শিশির আমাকে Hi লিখে msg দিলো,ওকে Always আমি msg দিতাম,Ei first ও আমাকে msg দিলো,,আমি hlw লিখলাম,,
শিশির——কেমন আছো?
আমি-ভালো,আপনি?
শিশির-Alhamdulilah,আচ্ছা একটা কথা বলবো?
আমি-বলেন
শিশির-কখনও কারের কাছ থেকে কিছু শুনে নিজে সেটা prove না পেয়ে trust করিও না,,কেউ যদি আমাকে নিয়েও কিছু বলে সেটা তুমি পরোক করে দেখে then trust করিও,,
তনু-হয়ত শিশিরের কথাগুলোর meaning বুঝলাম আমি,নাতাশার সাথে করা chater sreenshot নিয়ে সবগুলা শিশির কে দিলাম,,,
শিশির-ও আমাকে বলছিলো তোমাকে msg দিবে,
আমি-আমার কি এটা পাওনা ছিলো???
শিশির-দেখো তনু আমি জানি তুমি আমাকে like করো,,,
আসলে নাতাশা ভাবছে আমাদের রিলেশন চলতেছে,,
তনু-হুম বাট আপনারা তো দুজন দুজনকে লাভ করেন,,??আমি দুধে মাছি
শিশির -নাহ,,এটা ঠিক হয়ত আমি ওরে লাভ করতাম,নিজের জীবনের চাইতেও বেশি,,অনেক কেয়ার করতাম,,আর ও আমাকে খালি অবহেলা দিতো,,আমাদের মধ্যে এখন আর কিছু নাই,,,
তনু-কেন???
শিশির-এটা নিন্দা কিনা জানি না,বাট তোমাকে আমি বলতেই পারি,,নাতাশা ভালো মেয়ে না,,,ও আমার ভালোবাসাকে অবহেলা করে নিজের মনের মতন কাজ করেছে,,আমি আর বলতে পারবো না,,
তনু-এসব শুনে কি করবো বুঝতেছি না হাসবো নাকি কাঁদবো???এটাও হতে পারে??যারা Best couple ছিলো আজ তাদের Brk up,,Allah কি তাহলে এটা আমার জন্য করেছে?
তনু-আমি আপনাকে একটা কথা বলতে চাই
শিশির -বলো
তনু-আমি আপনাকে ভালোবাসি,,,,উনার সাথে পরিচয় হওয়ার ১বছর পর বললাম কথাটা
শিশির-???হাহাহ
তনু-হাসছেন কেন?
শিশির-বাচ্চা মেয়ে তোমার এখনও প্রেমের বয়স হয়নি?
তনু-যখন হবে তখন ভালোবাসবেন?
শিশির -দেখো এটা ভালোবাসা না আবেগ
তনু-আবেগ???
শিশির -হুম
তনু-মেজাজ গরম হয়ে গেলো,দিলাম আবার blk করে??
চলবে?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে