Crush যখন বর?part 49/50/51

0
3274

Writer -Afnan Lara
Crush যখন বর?
#Part_49
Shopping Mall♥♥
তনু-আচার সব গুলা নিতে মন চায়?
শিশির-যতো পারেন নেন,আপনার জামাই ওতোটাও ফকির নাহ
তনু-seriously?? সব??
শিশির-জী,
তনু-ইয়ে???????
জামা কাপড় জুতা সব কিনা শেষ,
শিশির-চলো Restaurant থেকে খেয়ে হোটেলে যাবো,কাল ভোরে রওনা দিতে হবে,
তনু-আচ্ছা
শিশির-কি খাবা??
তনু-আচারি চিকেন মাশালা আর রাইস দিন,
শিশির-আচার রান্না করলে তরকারি হিসেবে আমার ওটা ভালো লাগে না,আর তুমি তো বলছিলা তোমার ও ভালো লাগে না তাহলে??
তনু-এখন ভালো লাগে,এক কাজ করুন উনার জন্য Only Chicken curry টা আনবেন,
Waiter -Ok mam
শিশির-(হুম ব্যাপারটা কেমন জানি,,আমার পিচ্চি রে নিয়ে কাল hospital যেতে হবে)
তনু-কি ভাবেন??
শিশির-কিছু না
খাওয়া শেষে হোটেলে আসলাম,,
শিশিরের ফোনে মেসেজ আসলো,
শিশির-এটা কে?
শিশির,, রুম নাম্বার ২০১এ আসো,তোমার বউকে বলো না,আমি নাতাশা,না আসলে Suicide করবো seriously,
তনু-কি মেসেজ??
শিশির-(তনুকে কি বলবো??)
তনু-নাতাশা মেসেজ দিসে?
শিশির-তুমি জানো কেমনে?
তনু-ওরে আমি আজ দেখসিলাম এই হোটেলে,,
শিশির-ওহ
তনু-ওওও আমার জামাইরে আবার blackmail করা হচ্ছে,আজ আমি ওরে খুন করে ফেলবো,
তনু শিশিরের হাত ধরে নিজেদের রুমে আসলো,
শিশির-যদি সত্যি suicide করে??
তনু-আরে ধুর,চুপ থাকেন,আর ওর কথা এতো ভাবার কি আছে নিজের কাজ করেন, আপনার না একটা project complete করতে হবে,,যান কাজ করুন,বাকিটা আমি সামলাবো
তনু-হুম,,আমার এই ভোলা জামাইরে ওই মা*** রুমে পাঠানো বোকামি হবে,
তনু শিশিরের shirt R pant নিলো,নিজের জামা কাপড় খুলে শিশিরের মুখে ছুঁড়ে মারলো
শিশির-তনুর বাইচ্ছা?
তনু-ঐ ফইন্নির লগে প্রেম করার শাস্তি?
শিশির-এসব কি পরতেছো?
তনু-শিশির সাজতেছি,গোপ লাগাবো না,আমার জামাইর গোপ নাই,???
শিশির-শয়তান মাইয়া????
তনু-হিহিহি
শিশির টান দিয়ে খাটে চেপে ধরলো,
তনু-আরে এখন না পরে,নাতাশারে tight করে আসি তারপর,,
শিশির -কি করবা?
তনু-আপনার জানতে হবে না,,সরুন তো
তনু কাজল নিয়ে নাকের নিচে কালো করে নিলো হালকা হালকা,Shoe পরে নিলো,
তনু-আসি,আপনি এখানে থাকেন,
তনু-আর শুনেন ঠিক ১০মিনিট পর এখান কার গার্ড নিয়ে আসবেন নাতাশার রুমে,তার আগে না,
শিশির তনুর হাত ধরে ফেললো,
শিশির-একা যাইও না
তনু-কিচ্ছু হবে না,
শিশির-সাবধানে,শিশির তনুর কপালে চুমু খেলো,তনুর পেটে হাত দিয়ে মুচকি হাসলো,
তনু-কি?হাত সরান, কাতুকুতু লাগে আমার,
শিশির-মাথার এতো বড় চুল কি করবা??
তনু-ওরে ভুলে গেসিলাম,আজ যে টুপি নিসিলাম এটা আমাকে help করবে
তনু চুলে খোঁপা করে টুপি পরে নিলো,এবার পুরা শিশিরের মতন লাগে,
তনু আস্তে আস্তে নাতাশার রুমে গেলো,দরজা নক করলো,
নাতাশা -(আজ ওরে রেপ কেসে ফালাবো,তোমার তনু ও তোমারে বাঁচাতে পারবে না)
নাতাশা দরজা খুলে তনুকে শিশির ভেবে জড়িয়ে ধরে রুমে নিয়ে এলো,
নাতাশার মা ভিডিও করছে,
দুজনের একজনও ওর ফেস দেখে নাই ভালো করে,অতি চালাকের গলায় দড়ি,প্রমাণিত!
নাতাশা তনুকে নিয়ে বিছানায় শুইয়ে পরলো,
নাতাশা-বাঁচাও help me,বাঁচাও,,
তনু-(এই মাইয়া পাগল হয় গেসে,শিশির এখনও আসতেছে না কেন)
নাতাশা নিজের জামা টেনে নামিয়ে নিয়ে চিল্লাচ্ছে,
তনু-ওওও বুঝছি,আমার জামাইরে কেস খাওয়াইতে চাইছে,দাঁড়া,
তনু আসো বেবি আরো কাছে আসো,
নাতাশা-ততত
তনু-তনু?
নাতাশা লাফ দিয়ে উঠে গেলো,
শিশির আর গার্ড এসে হাজির,
তনু এক টান দিয়ে নাতাশার মায়ের থেকে ফোন টা নিয়ে নিলো,
তনু-দেখেন সবাই,এই মেয়ে আগে পাগল ছিলো এখন পুরা পাগল হয়ে গেছে,Lesbian?
দেখেন সবাই ভিডিও তে কি করতেছিলো আমার সাথে,
নাতাশা-এই আমি lesbian নাহ,আমি মনে করসি শিশির,
তনু-এবার আসো পথে,এই মেয়েটা আমার husband কে ফাঁসাতে চাইসিলো,
শিশির hang হয়ে গেসে,ও আল্লাহ এতো বুদ্ধি??
গার্ড -উনি তো পাগল,উনাকে আমরা পাগলা গারতে পাঠানের ব্যবস্থা করছি,
তনু-এর আগেও ছিলো,পালায় গেছে?ভালো একটা তে ভর্তি করাইয়েন,
নাতাশার মা-না আমি ওরে ছাড়িয়ে আনছিলাম,
তনু-মিছা কথা,এমন পাগল কে, কে release করতো??
গার্ড -ঠিক,
শিশির- ????
চলবে♥

Writer -Afnan Lara
Crush যখন বর?
#Part_50
শিশির-নাতাশা আজ আবার prove করলা তুমি তনুর চুলের ও যোগ্য না,
নাতাশা-?
নাতাশাকে ধরে নিয়ে গেলো,
শিশির তনুর দিকে তাকালো তনু মুখ ব্যাকা করে হাঁটা ধরলো,
শিশির-কি হয়সে আবার?
তনু-পাগল হয়ে যাবো,একটা সুন্দর মেয়ের ও এতো দিবানা নাই যতো টা আপনার আছে,উফ,
শিশির-লাভ কি, আমি তো বিবাহিত
তনু-তার পরেও তো পিছন ছাড়ে না
আবার কেউ আসলে ওদের মারার আগে আপনাকে মারবো,
শিশির-মারিয়েন,এখন চলেন, অনেক রাত হয়সে
তনু-হুম,
তনু যেতে যেতে চুল ছেড়ে দিলো টুপি হাতে নিলো
গার্ড-পুরাই Rock??
শিশির-Yeah Mine♥
গার্ড-সৌভাগ্যবান
শিশির-Of course
শিশির রুমে ঢুকতেই তনু লাফ দিয়ে কোলে উঠে গেলো,
শিশির-ওমা কি হয়সে,
তনু শিশিরের গলায় চুমু খেলো,
তনু-happy new year Jamai
শিশির-ওও,আমি তো ভয় পাই গেসিলাম, হুম happy new year
তনু-যান আমারে খাটে নামায় দেন
শিশির-জী,
শিশির -ধরো
তনু-এটা কি?
শিশির-চিনো না?
তনু-না?
শিশির-এটা দিয়ে Pregnancy test করে
তনু-ওও,কেমনে করে?
শিশির-কেমনে করে???আমিও আসলে জানি না?আচ্ছা বাদ দাও,কাল hospital যাবো,
তনু-কেন??আর আমি কি?
শিশির-মনে তো হচ্ছে
তনু-Omg Omg oMg
শিশির-হয়সে লাফাও কেন,আস্তে আস্তে
তনু-আমার পেটের ভিতর বাবু আছে?
শিশির-হুম
তনু-wait,তনু শীষ মেরে খাটের উপর উঠে লাফাতে লাগলো,
শিশির-এখন না বললেই হতো,
তনু-আচ্ছা আমি যে লাফাচ্ছি,পেটের ভিতর পানি নড়তেছে,বাবু নড়লে কেমন ফিল হবে?
শিশির-বোকা বাবু এখন নড়বে না,আরও পরে
তনু-ও
শিশির-হয়সে এবার থামো
তনু-উহু
শিশির হাত ধরে বসিয়ে হাত চেপে ধরলো,
তনু-আরে আর একটু enjoy করবো,আমি শিশিরের বাবুর আম্মু হতে চলেছি
শিশির-কাল কেমন??এখন থাক
তনু-না…
শিশির তনুর মুখ ধরলো,চুপ,,ঘুমাও
তনু-উহু
শিশির জোর করে শুইয়ে দিয়ে লাইট off করে দিলো,
পরেরদিন ভোরে♥
তনু-এই উঠুন,হসপিটাল যাবেন না,বাবুর খবর নিবেন না??এই,বাসায় যাবেন নাহ
শিশির-হুমমমম
রেডি হয়ে হোটেলের নিচে আসলাম,
গার্ড-thank you mam,thank you sir,,next time আবার আসবেন
তনু-ওকে
শিশির-ওকে
বাসে♥
তনু শিশিরকে ধরে হা করে ঘুমাচ্ছে,
শিশির-সারা রাত বেবি বেবি করে মাথা খায়সে,
তনু ঘুমের মধ্যে বলতেছে
তনু-আবার বাবু,ছোট্ট শিশু♥
শিশির-কাল না বললেই ভালো হতো,
তনু ঘুম থেকে উঠেই পাগল হয়ে গেসে ক্ষিধায়
তনু-আমার খুব ক্ষিধা লাগছে,খাবো
শিশির-এইতো আর একটু গেলেই ব্রেক
তনু-???
পাশে বসা থাকা একজন বয়স্ক মহিলা,
মহিলা-নাও মা এই কেক খাও
তনু-thank you বলেই খাওয়া শুরু করলো,
শিশির-আসলে ও Pregnant তো বেশি বেশি ক্ষিধা লাগে
মহিলা-ওমা তাই,এ সময়ে বেশি জার্নি করিও না তোমরা
শিশির-হুম
তনু-এই শিশু,(ফিসফিসিয়ে)
শিশির-হুম কি
তনু-আমার আরও ক্ষিধা লাগসে
শিশির-?আমারে খাও
তনু-???
হোটেলে নামার পর তনু দৌড় দিয়ে বসে গেলো,
শিশির -কি খাবা??
তনু-যেগুলা যেগুলা order দিবো ওগুলা Double করে আনবেন,Half packing করতে বলবেন,গাড়ীতে ক্ষিধা লাগবে আবার,,,
শিশির-ওকে,
গাড়ীতে তনু ৪-৫বার বমি করসে,
দূর্বল হয়ে আধা অজ্ঞেনের মতো শিশিরের কাঁদে মাথা দিয়ে শুয়ে আছে,
মহিলাটা-ওকে পানি খাওয়াও,আর কিছু খাওয়াইও না,নইলে আবার বমি করবে,
শিশির-আচ্ছা,
সন্ধ্যায় বাসায় আসলাম,
মা দরজা খুললো,
মা-একি তনুর এই অবস্থা কেন?
শিশির তনুকে কোলে তুলে সোফায় বসালো,
শিশির-মা তুমি দাদি হতে চলেছো
মা-আলহামদুলিল্লাহ ♥ইস গাড়ীতে বমি করসে নাহহ?
শিশির-হুম অনেকবার
মা-তুই ওরে নিয়ে কালই হসপিটালে যাস
শিশির-হ্যাঁ,
শিশির তনুকে নিয়ে রুমে চলে গেলো,
তনু ঘুমাচ্ছে,
শিশির-যদি এটা সত্যি হয় তাহলে তুমি আমায় সবচেয়ে বড় সুখ দিতে চলেছো,,,শিশির তনুর মাথায় হাত বুলিয়ে দিলো,
মা খাবার নিয়ে আসলো,
মা-নে খেয়ে নে,তনুকে উঠিয়ে খাইয়ে দে,এখন ওর না খেয়ে থাকলে চলবে না
শিশির-ওকে
শিশির তনুকে ডেকে তুলে জোর করে একটু খাওয়াতে পেরেছে তাও ৫মমিনিট পর বমি করে দিসে,
শিশির-সকাল টা কখন হবে,
তনু-???মরে যাবে এতো কষ্ট কেন,এই জন্যই বলি আম্মু আমাকে জন্ম দেওয়ার খোঁটা কেন দিতো?
শিশির-এমন করে বলো কেন??? ঔষধ খেলে আর বমি হবে না,
চলবে♥

Writer -Afnan Lara
Crush যখন বর?
#Part_51
শিশির -চলো রেডি হয়ে নাও,হসপিটাল যাবো
তনু-হুমম
হসপিটালে♥♥
Doctor-উনাকে কিছু Test দিয়েছি ওগুলা করিয়ে নেন,রিপোর্ট বিকালে পাবেন
শিশির-ওকে,
Test করা শেষে
শিশির- চলো বাসায় দিয়ে আসি,আমি অফিস যাবো
তনু-ওকে,
বাসায় নামিয়ে দিয়ে শিশির চলে যাওয়ার সময় তনু ডাক দিলো,
তনু-শুনুন
শিশির-জী
তনু -আসার সময় জমজ দেখে কলা আনিয়েন খাবো
শিশির-কেন?
তনু-তাহলে টুইন বেবি হবে
শিশির-ওহ ওকে
তনু গিয়ে মা আর মীমের সাথে কথা বললো,গল্প করলো,,তাদের জন্য যা যা আনছে সব দিলো,,
তনু- উফ মাথাটা ঘুরতেছে,,
তনু গিয়ে বিছানায় শুয়ে পরলো,
শিশির-নাহ টুইন বেবির মা দের অনেক কষ্ট করতে হয়,আমার তনু এখন থেকেই দূর্বল, তার উপর লাইফ Risk আছে,
শিশির বিকালে বাসায় আসলো
মা-শিশির তনুরে কিছু খাওয়া সারাদিনে কিছু খায় নি,আমি জোর করে পাউরুটি খাওয়াইছি তাও বমি করে দিসে,
শিশির-এখন কই
মা-রুমে,ঘুমাচ্ছে মনে হয়
শিশির-ওকে
শিশির এসে তনুর মাথায় হাত বুলিয়ে দিলো
তনু চোখ মেলে শিশিরকে দেখতেই উঠে বসলো,
তনু -জমজ কলা আনছেন?
শিশির-পাই নাই
তনু-ওহ
শিশির-নাও খাবার টা খেয়ে নাও,
তনু-আপনি fresh হয়ে নেন,একসাথে খাবো
শিশির-ওকে,
শিশির fresh হয়ে এসে নিজের হাতে তনুকে খাইয়ে দিলো,,
তনু হঠাৎ ভ্যাভ্যা করে কেঁদে দিলো,
শিশির-কি হয়সে
তনু-????আমার আগের কথা মনে পরছে
শিশির-বোকা?আমি তো ভয় পাইসি
তনু-প্লিস আবার দেখিয়েন জমজ কলা
শিশির-আচ্ছা
শিশির হাত ধুয়ে এসে দেখে তনু নাই,
শিশির-ওমা কই গেলো,?
বাথরুম থেকে তনু বের হয়েই ঠাস!বমি করতে করতে দূর্বল হয়ে গেছে তনু,
শিশির-উফ এখন বেবি না নিলেই ভালো হতো, যে নিজেই বাচ্চা সে আরেকটা বেবি সামলাবে কি করে, তার উপর কাল থেকে বমি ১০০বার করসে,পেটে খাবার সয্যই হয় না,
শিশির-এখন আবার কে কল দিলো?হ্যালো
Doctor -আপনার report আসছে,নিয়ে যান,আর আপনার Wife কে আনবেন না
শিশির-ওহ ওকে,
শিশির-কেন?
Doctor -আপনার সাথে কথা আছে,
শিশির তনুকে ঘুম পাড়িয়ে hospital চলে গেলো,কি হয়সে আল্লাহ জানে,আমার তনুর কিছু হবে না তো
Doctor -বসুন
শিশির-জী বলুন,কোনো সমস্যা?
Doctor -দেখুন সমস্যা তো নেই বাট আপনার Wife যে হারে বমি করছে এটা ভালো লক্ষন না,সবে ১মাস,সামনে আরও ক্ষতি হতে পারে,,তার উপর উনি Healthy নাহ,আর আমি ঠিক বলতে পারবো না উনার ৫-৬মাস ছাড়া কিন্তু আন্দাজ করে উনার লক্ষন দেখে বলতে পারি আপনাদের twin baby হওয়ার Chance আছে,টুইন বেবির মায়েদের 1ste এমন prb দেখা দেয়,
শিশির-অনেক কষ্ট,কিভাবে সয্য করবে?Abortion?
Doctor -নাহ,এটা একটা বাচ্চা না যে Abortion করবেন.২টো বেবি,,বাট আপনারা চাইলে করতে পারেন ১মাস সবে,ভেবে দেখুন,
শিশির-ওকে
শিশির বাসায় গেলো,
তনু-কি বলছে doctor?
শিশির-আচ্ছা শুনো
তনু-হুম
শিশির-বেবি abortion করবা,এখন না হয় থাক,পরেও তো বেবি নিতে পারবো
তনু-মানে??কি বলতেছেন এসব??আমি abortionকেন করাবো?
শিশির-Doctor বলছে তুমি healthy না,তার উপর টুইন বেবি হওয়ার chance আছে
তনু-না,কখনও না,আমি abortion করাবো না,দরকার হলে মরে যাবো,তাও আমার বেবির কিছু হতে দিবো না
শিশির ঠাস করে চড় মেরে দিলো তনুকে, আবারও!!
তনু গালে হাত দিয়ে বসে আছে,
শিশির নিজেকে control করলো
শিশির-বার বার তোমাকে এক কথা বলতে কেন হয়??
তনু চুপচাপ বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে গেলো
চলবে♥

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে