Crush যখন বর?part 13/14/15

0
3686

Crush যখন বর?
Writer-Afnan Lara
#Part_13
শিশির বাসার সামনে আসলাম,,যাও বাসায় যাও আমি অফিসে যাবো,
তনু-ওকে,,গাড়ী থেকে নেমে নিচ পা রাখতেই, আহহ!
শিশির-ইস আমি আবার ভুলে গেসিলাম,,,,ওকে কোলে তুলে বাসায় ঢুকলাম,,
মা-কিরে শিশির?তনুর কি হলো?
শিশির-পড়ে পায়ের ১২টা বাজিয়েছে?
তনু-হুহ
শিশির-ওকে সোফায় নামিয়ে দিলাম,ok আমি যাই
তনু-আমার বর টা আমায় কতো ভালোবাসে?আমার কতো Care করে☺
মীম ধরে আমাকে রুমে দিয়ে আসলো
মা-Rest নিবি তুই উঠবি না একদম
তনু-?
|
রাতে?
শিশির -বাসায় আসলাম
তনু-ইস আমাকে খাটে দেখলে শিশির রাগ করবে,সোফায় যাই, ঘুম আসতেছে,খাট থেকে নেমে পা রাখতেই খুব জোরে ব্যাথা পেলাম,আহহহহহ?পড়ে যাওয়া ধরলাম,
শিশির-তনু!ধরে ফেললাম,এই অবস্থায় কই যাও?
তনু-আসলে আমি সোফায় যাচ্ছিলাম,
শিশির-কেন?
তনু-ঘুমাতে
শিশির-খাট তো আছেই
তনু-সেখানে তো আপনি ঘুমাবেন
শিশির-আজ এখানে ঘুমাও
শিশির তনু কে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দিলো
তনু-???How cute
শিশির -?
তনু-Ummah?
শিশির -এই তোমাকে এগুলা কে শিখায়?
তনু-আপনার Cuteness শিখায়
শিশির -?
|
শিশির উঠে যাওয়া ধরলো তনু কলার ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো
শিশির-এই পাগল হয়ে গেছো
তনু-হুম pls black জামা পরিয়েন না আমার মাথা পাগল হয়ে যায় আপনাকে এই কালারে হট লাগে????
শিশির-ছিঃ এগুলা আর কইবা না
তনু-আপনিও পরবেন না,নইলে অন্য কিছু হবে
শিশির-উঠে বাথরুমে চলে গেলো
তনু-হিহি????
|
পরেরদিন ?
শিশির -ঘুম ভাঙলো,চোখ খুলে দেখি কেউ একজন আমার বুকের উপর ভর দিয়ে ঘুমাচ্ছে,,, কাল তো মাঝখানে বালিশ দিসিলাম,বালিশ কই? Floore এ পড়ে আছে বালিশ???সরিয়ে দিয়ে উঠে গেলাম,,আবার পিছনে তাকালাম,ওর চেহারায় মায়ায় ভর্তি,,এই মায়া পাগল করার মতন,তন্ময় থেকে সব শুনার পর ভাবসিলাম কখনও ওরে নিজের কাছেও আসতে দিবো না কিন্তু ওর মুখের দিকে তাকালে আমি যেন হারিয়ে যাই,আমি কি ওরে??না না সেটা হতে পারে না,আমাকে Strong হতে হবে,
তনু-ঘুম ভাঙলো,কই আমি?কোথায় থাকি?ওহ আচ্ছা শিশিরের বউ আমি,, শিশির কই???
মীম-ভাইয়া অফিসে চলে গেছে,,
তনু-ওও,খাট থেকে নামলাম,পায়ের ব্যাথা অল্প,হাঁটা যাবে,,
সারাদিনে শিশির আসলো না
তনু সেই কখন থেকে শিশিরের জন্য বসে আছে?উফ খিধা লাগছে
শিশির আসলো,,
তনুকে দেখে কিছু না বলে রুমে চলে গেলো
তনু-এই যে খাবেন না?
শিশির-আমি খেয়ে এসেছি,,
তনু-বাসায় তো রান্না করছেই,বাইরে খাওয়ার কি দরকার
শিশির-তোমাকে ask করতে হবে?আমি কি করবো না করবো????Who the hell are you?
তনু-আআপপনি,এমন করে বলেন কেন??
শিশির-Just get lost from here!!!
তনু কান্না করতে করতে চলে গেলো,,রাতে আর কিছু খাওয়া হয়নি ওর,,
|
পরেরদিন ?
শিশির-মা আমি আজ ঢাকায় যাচ্ছি, ৭দিন পর আসবো,,আমার কাজ আছে,
মা-তনু বাসায় থেকে কি করবে?ওকেও নিয়ে যা
শিশির -পারবো না
মা-আমি বলছি, নিবি
তনু ready হয়ে শিশিরের সাথে ঢাকায় যাওয়ার জন্য রওনা দিলো,,
রাতে তারা ঢাকায় পৌঁছালো,তনু কাল রাত থেকে এখনও কিছু খায় নি,শিশিরকেও বলে নি
শিশির ও খবর নেয় নি,ওরা একটা ফ্ল্যাটে আসলো,,শিশির ফ্লেটটা নিজে কিনেছে,,,
শিশির-তুমি কিছু খাবে?
তনু-……
মাথা টা ঘুরতেছে?ঠাস!!!!
তনু-চোখ খুললাম,,বিছানায় আমি,শিশির বসে আছে
শিশির -মুখ শুকিয়ে গেছে,কাল থেকে মনে হয় কিছু খাও নাই,Problem create করা ছাড়া আর কিছু পারো না?
তনু-,,,,
|
শিশির-এখানে পাশে permacy আছে,ওখান থেকে ঔষধ আনতেছি,তোমার হুস ছিলো না তাই যাই নাই,
তনু-আচ্ছা
শিশির-গিয়ে ঔষধ আনলো,,তনুকে খাইয়ে দিলো,,খাবার আনলো আসার সময়,,সেটাও খাইয়ে দিলো,,
|
পরেরদিন ?
শিশির-আমি অফিসে যাইতেছি,,,
তনু-ওকে
দুপুরে?
শিশির -তনু!Ready হয়ে আমার অফিসে চলে আসো,,এখানে Party আছে একটা
তনু-আমি তো এখানে কিছুই চিনি না?
শিশির-ধানমন্ডিতে যে লেক টা আছে ওটার পাশে,,*****Properties,আমি কাজের জন্য আসতে পারতেছি না,রিকসা ধরে চলে আসো
তনু-আচ্ছা??
রিকসা নিলাম,,৩টা বাজে,,লেক এ গেলাম, কই properties কিছুই তো দেখতেছি না
শিশির-ও আচ্ছা কাল হবে party?ওকে(শিশির যে তনুকে আসতে বলছিলো তা ভুলে গেসে)
তনু দাঁড়িয়ে আছে,,শিশির কে কল দিলো, শিশির ধরলো না,শিশির তখন মিটিং এ,,,
তনু-বাসায় চলে যে যাবো তার ও উপায় নেই,,বাসার Address টাও ভুলে গেসি,আমি ঢাকার কিছুই চিনি না,উনাকে আবার কল দিলাম,ধরলো না,
সন্ধ্যা হয়ে গেছে,
|
আমার খুব ভয় লাগছে,কান্না ও পাচ্ছে?
শিশির ৮টায় বাসায় আসলো,,এসে দেখে বাসার দরজা বাহিরে দিয়ে লক করা,সাথে সাথে ওর মনে পরলো ও তো তনুকে অফিসে যেতে বলছিলো,,Shit,ফোন হাতে নিয়ে দেখে ৩০মিসড করল
|
দৌড়ে অফিসে চলে গেলাম ওখানেও তো নেই,ওকে কল দিলাম, Switched off,আমি এখন কি করবো?কই খুঁজবো,এতটা Careless কিভাবে হলাম,Road এ দাঁড়িয়ে আছি,তনু কই তুমি?
দুরে দেখতে পেলাম কেউ যেন আমার দিকে আসতেছে,আবছা আলোয় দেখলাম তনু,তনু এসেই আমাকে জড়িয়ে ধরলো,কান্না করতে করতে বললো
তনু-কই গেসিলেন আপনি?আমি আপনাকে অনেক বার ফোন দিসি,আপনাদের অফিস ও চিনি না,বাসার Address টাও ভুলে গেসি??আপনি আমার ফোন ধরেন নি কেন??
শিশির-ওর কান্না দেখে নিজেকে Control করতে পারতেছি না,,ওর মুখ ধরে আমার দিকে ফিরাতেই দেখলাম ওর মাথা থেকে রক্ত ঝরছে,,একি,কি হলো তোমার মাথায়?
তনু-আসলে কতগুলা খারাপ ছেলে আমাকে Follow করছিলো,আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিলো আমি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড়ানোর সময় মাথায় কি যেন মেরেছিলো,ওরা এখানেও চলে আসবে???আমি বাসায় যাবো,Pls আমাকে বাসায় নিয়ে যান,,এটা বলেই তনু জ্ঞেন হারালো
চলবে?

Crush যখন বর?
Writer-Afnan Lara
#Part_14
শিশির-ওরে কোলে নিয়ে বাসায় আসলাম,এতো টা খারাপ আমি তোমার ক্ষেত্রে হতে পারি না,অনেক খারাপ কাজ করে ফেলেছি তোমাকে আজ বাসা থেকে বেরোতে বলে,,আমি চাই তোমাকে ভালোবাসতে,,নাতাশা কে ভালোবেসে ছিলাম,সে যখন আমাকে cheat করলো ভাবসি আর কখনও কাউকে ভালোবাসবো না, তোমাকে দেখে আমি তোমাকে।।।না না, বার বার তন্ময়ের কথা গুলা মনে আসতেছে,,আসলেই আজ যা করসি একদম ঠিক হয়নি,ওর যদি কিছু হয়ে যেতো এমনিতেও মাথায় চোট পেয়েছে,আরও বড় কিছু হতে পারতো,,
ওর আম্মুর ফোন আসছে
হ্যালো আন্টি
তনুর মা-বাবা কেমন আছো?তনু কেমন আছে?
শিশির-হ্যাঁ ভালো আছি আন্টি,তনু ঘুমাচ্ছে
তনুর মা-ও,, তোমরা নাকি ঢাকা গেসো?
শিশির-জী
তনুর মা-বাবা ওরে একা ছাড়িও না,ও ঢাকার রাস্তাঘাট কিছু চিনে না
শিশির-হুম,,,
ওর মাথা থেকে রক্ত মুছে দিলাম,,মলম লাগিয়ে দিলাম,
|
পরেরদিন ?
তনু-ঘুম থেকে উঠলাম,উফ মাথাটা ধরছে?খাট থেকে নামলাম,রান্না ঘর থেকে Sound আসতেছে গিয়ে দেখি শিশির কি যেন রান্না করতেছে,ডিম ভাজি,একি আপনি কাজ করতেছেন কেন??অফিসে যান নাই?
শিশির-আসলে আমি চাইসিলাম বাইরে থেকে Order দিবো,,উদের Shop আজ off,,তাই আমি বানাইতেছি,
তনু-সরুন আমি বানাবো
শিশির-না, যাও বিছানায় বসে থাকো
তনু-?
খাওয়া শেষে,,
অফিসে যাবেন না???
শিশির- না আজ ছুটি নিসি,
তনু-ও
শিশির তনুর কাছে আসলো,তনুর হাত টা ধরলো,,
তনু-????
শিশির -I’m sorry
তনু-হুহ
শিশির-মাফ করে দাও,আর এমন হবে না,,
তনু-মাফ করুম না,
শিশির-কি করলে মাফ করবেন?
তনু-ঘুরতে যাবো☺
শিশির-ওওও মনে পড়ছে,আমার অফিসে party আছে,চলো সেখানে যাবো,,সন্ধ্যায়
তনু-ওকে,,
|
সন্ধায়?
তনু লাল শাড়ী পরলো,,জরজেট,, আঁচল টা নেটের,,চুল ছেড়ে দিলো,
শিশির-কোট পরলো,,রেড কালারের,,Dress code red ছিলো,,
শিশির রুমে এসে তনুকে দেখে হা করে তাকিয়ে রইলো??????
তনু ওর দিকে তাকাতেই চোখ ফিরিয়ে নিলো,,
তনু-OmG
শিশির-what?
তনু-আবারও ক্রাশিতো
শিশির-?চলো
Party তে গেলো দুজনই,,অনেক মানুষ আসছে,,
তনু বসে আছে মুখ গোমড়া করে,কারন শিশিরের আশেপাশে মেয়েরা ঘুরঘুর করতেছে,,তনু বসে বসে ফুলতেছে,একটা মোটা মেয়ে আসলো,
মোটা মেয়েটা-আরে শিশির??
শিশির-Sabuuuuuu
Sabu-কই চলে গেচস,তোর কোনো খবর নাই কেন?
শিশির-এইতো আম্মু ধরে বিয়া করাই দিসে?
Sabu-নাতাশার সাথে??
শিশির-No,তনুর সাথে
Sabu-সে কে?কই?
শিশির-তনু এদিকে আসো,
তনু-???
Sabu-Hii
তনু-Hi?
শিশির তোমরা কথা বলো আমার একটা কল আসছে,আসতেছি
Sabu-শিশির ও না,নাতাশার সাথে সব শেষ তো আমাকে বলতে পারতো আমি লাইনে ছিলাম,,না বলে কারে না কারে বিয়া করে আনছে,ক্ষেত??
তনু-???তাও তো ওর বউ হওয়ার যোগ্যতা তোর নাই,যা আমার আছে আর তাই আজ আমি ওর বউ,হুহ,তোর ফুটানি তোর কাছে রাখ, আমি আবার ধোয়া তুলসি পাতা না,যে তোর কথায় কান্না করতে করতে চলে যাবো,আমার শিশির থেকে দুরে থাকবি,ফকিন্নি কোথাকার
Sabu-?শিশির!!!
শিশির-কি?
Sabu-তোর বউ বলতেছে আমি যাতে তোর থেকে দুরে থাকি
তনু-?আপনার Frd বলতেছে আপনার মা আমাকে বিয়ে করে আনিয়ে ভুল করসে,ওকে আনলে ভালো হতো??
শিশির -Sabu সবসময় fun ভালো লাগে না
Sabu-আরে শোন
শিশির-তনু চলো,
তনু-বাই বাই সাবু টাবু খাবু বাতাবি লেবু???
Sabu-????
|
শিশির-বাসায় আসলাম,Shirt খুলার পর পরই তনু এসে পিছন থেকে জড়িয়ো ধরলো
শিশির-এই ছাড়ো??
তনু-উহু??
শিশির-দেখো তুমি যা চাও আমি তোমাকে দিতে পারবো না,,?
তনু-আমি নিতে তো prb নাই
শিশির-আছে,আমি দিবো না,
তনু শিশিরকে নিজের দিকে ফিরালো,ধাক্কা দিয়ে খাটে ফেলে দিলে,তার উপর উঠে গেলো
শিশির-তততততনননুুু, পাগল হয়ে গেসো,সরো,
তনু -উহু?
তনু শিশিরের গলায় চুমু খেলো,এবার ওর গেঞ্জি খোলার জন্য হাত দিতেই শিশির ওরে টান দিয়ে খাটে ফেলে দিলো,
শিশির-(ও যা চায় আমি দিতে পারবো না)
শিশির উঠে বারান্দায় চলে গেলো,
তনু তাকিয়ে রইলো,তারপর চোখের পানি মুছে বালিশ নিয়ে আরেক রুমে চলে গেলো,,
|
পরেরদিন ?
শিশির Ready হয়ে কিছু না বলে অফিসে চলে গেলো,,তনু ও চুপ,
তনু-কাল ওরকম করা ঠিক হয়নি?ইস আমিও না
তনু সারাদিন বসে বসে টিভি দেখলো,,রান্না করলো,শিশিরের জন্য অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম,কলিংবেল বাজতেই জেগে গেলাম,গিয়ে দরজা খুললাম,
শিশির চুপচাপ রুমে চলে গেলো,খাবার বেরে দিলাম,খেয়ে চলে গেলো,আমি উনার কাছে যায়নি,আরেক রুমে এসে শুয়ে পড়েছি,
|
রাত ১টা
শিশির-তনু আমার থেকে স্ত্রীর অধিকার আশা করে, কিন্তুু আমি পারবো না,বার বার কেন তন্ময়ের বলা কথা গুলা মাথায় আসছে,উফ?
ও আসতেছে না কেন?
বের হয়ে দেখি সোফার রুমেও নেই,তাহলে কই?আরেকটা রুমে গিয়ে দেখি ঘুমিয়ে আছে,এতো শীত গায়ে কাঁথা দেয়নি,কাঁথা টেনে দিলাম,,ওর মায়ায় আমি হারিয়ে যাচ্ছি,, ওর দিকে এগোচ্ছি,,ওর মাথায় হাত বুলিয়ে দিলাম,নাহ আবার সেই মায়া আমাকে পাগল করতে চাচ্ছে,উঠে চলে এলাম নিজের রুমে
চলবে?

Crush যখন বর?
Writer-Afnan Lara
#Part_15
পরেরদিন ?
শিশির-অফিসে চলে এলাম,,
তনু-একা একা বারান্দায় বসে আছি,,দরজা কে জানি নক করলো,খুললাম,আরে মীম??তুমি এখানে??আম্মু আব্বু কই??
মীম-আমি চাচার সাথে আসছি,চাচা আমাকে এখানে drop করে অফিসে গেসে ,এখানে Hostel এ ভর্তি হবো,,আম্মু তো শিশির ভাইয়াকে কাল বলেছে ফোন করে,,
তনু-ওও
|
দুপুরে আবার কে জানি নক করছে,মীম ঘুমাচ্ছে,আমি গিয়ে দরজা খুলতেই Shocked???তন্ময়!!!?
তন্ময় আমাকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলো,
তন্ময় -আজ যদি তোর Rape না করসি,,তনুর শাড়ীতে হাত দিতেই তনু তাকে সরিয়ে দিয়ো চলে যাওয়া ধরলে,,তন্ময় আবার এক টান দিয়ে নিচে ফেলে দিলো,,একটা ফুলের টব নিয়ে তনুর মাথায় আঘাত করলো,,তনুর মাথা থেকে রক্ত বের হচ্ছে, তনু পিছাচ্ছে,,তন্ময় এগচ্ছে,
|
মীম -আওয়াজে উঠে গেলো,,সোফার রুমে গিয়ে দেখলো তন্ময় তনুর দিকে যাচ্ছে, তনুর মাথা থেকে রক্ত বের হচ্ছে
মীম-ভাবী??!!!কে আপনি,ভাবী তুমি ঠিক আছো
তন্ময় মীমকে দেখে তাকে এক ধাক্কা দিয়ে ফেলে দিলো,তন্ময়ের কতগুলা লোক আসলো, মীম কে তারা ধরে রেখেছে,
|
তন্ময় -তনু আজ তোমাকে কে বাঁচাবে???ঐ তোরা ছবি তোল,,তন্ময় তনুর সাথে বসে তার frd দের দিয়ে ছবি তুললো,তনু দূর্বল হয়ে পড়েছে,,তার হাত কাঁপতেছে,,
তন্ময় তনুর শাড়ী খুলার জন্য হাত দিতেই পাশের বাসার কয়েকজন এসে পরলো বাসায় (তারা চিৎকার চেঁচামেচি শুনে এসেছে)
তন্ময় আর তার লোকরা ভয় পেয়ে শুরু করলো মারপিট পরে তারা সুযোগ বুঝে পালিয়ে গেলো,,তনু উঠে মীমের কাছে গেলো
তনু-মীম তুমি ঠিক আছো???
মীম-হ্যাঁ,ভাবী তুমি ঠিক আছো??
মীম-আমি এখনই ভাইয়া কে ফোন দিতেছি
তনু-না থাক, ও বাসায় আসলে দিও,ওর আজকে important meeting আছে,আর আমরা তো এখন safe আছি,তুমি যাও rest নাও,,
মীম -আচ্ছা
ঐদিকে তন্ময় ছবিগুলা শিশিরের কাছে পৌঁছে দিয়েছে,,লিখেছে,,,,
Sisir,,
tmr bou amk tmder basai deke aj koto nostami korlo,,tmi to trust korba na,tai pic tule rakhlam,tmr bouer asol rup dekho,,
শিশির – রেগে,ছি তনু এতোটা নিচ কিভাবে হতে পারে,,রাখবো না এমন মেয়েকে আমার লাইফে,,
|
রাতে বাসায় আসলো♥
তনু দরজা খুলতেই শিশির ওর গালে কষিয়ে থাপ্পড় মারলো,তনু নিচে পড়ে গেলো
তনু-আহহ?
শিশির-তোর খুব শখ না খারাপ কাজ করার??? আমি তোর সাথে করি না দেখে অন্যজনকে ডাকস??ছি,ভাবতেই আমার গা শিউরে উঠে,,আমার মা তোর আসল রুপ দেখে নি তাই অনেক বড় ভুল করসে
তনু-আপনি এসব কি,,
শিশির -Shut up!ওর চুলের মুঠি ধরলাম,
তনু-আমার লাগছে,
শিশির -আমি বেশি কিছু করার আগে বেরিয়া যা আমার বাসা থেকে,যেখানে খুশি যা,যা খুশি কর,রাতে বের হতে তো তোর কোনো ভয় নেই,কারন তুই এসব ই করে বেরাস,Just get lost
তনু কান্না করতে করতে বললো
তনু-বিশ্বাস করুন, আমি করিনি,আর আপনি এসব কি বলছেন?
শিশির-ছবি গুলো নিয়ে তনুর মুখে ছুড়ে মারলো
তনু-ছবি গুলো হাতে নিয়ে দেখেই অবাক হলো,এগুলা তো,,,,শিশির আর বলতে দিলো না,তনুর মাথার চুলের মুঠি ধরে তাকে বাসা থেকে ধাক্কা দিয়ে বের করে দিলো,তনু নিচে পড়ে গিয়ে হাতে ব্যাথা পেলো,
শিশির-Just get out from here,আমি তোমার মুখ দেখতে চাই না,
শিশির দরজা লাগিয়ে দিলো,
তনু-তাকিয়ে রইলো, কি করবে এখন সে??কোথায় যাবে,
মীম ঘুমের ঔষধ খেয়ে ঘুমাচ্ছে তাই তার কোনো খবর নেই,,,
তনু আবার উঠে এসে দরজা ধাক্কাতে লাগলো,
তনু-Pls একবার আমার কথা শুনুন, আমি এখন কই যাবো????
শিশির দরজা খুললো আবার তনুর হাত ধরলো, ধরে ওকে নিয়ে রাস্তায় ফেলে দিলো,
শিশির-রাস্তার মেয়ে রাস্তায় থাকুক,বড় ঘরে শোভা পায় না,
তনু-চুপ হয়ে রইলো শিশিরের কথা শুনে,
শিশির চলে গেলো,
তনু ব্যাথা নিয়ে অনেক কষ্টে উঠে দাঁড়ালো রাত তখন ১০টা,,শিশিরের কথা গুলো ওর কানে বাজছে, একা একা হাঁটতেছে,,
শিশির রুমে এসে ভাংচুর শুরু করলো,,
তনু হাঁটতেছে,তার সামনে কে যেন এসে দাঁড়ালো,
তন্ময়!!!
তনু-ভয়ে পিছাচ্ছে
তন্ময় শয়তানের মতন হাসতেছে,
তনু -(আমি শিশিরের, আর কারও না,মরে যাবো তাও নিজেকে বিলিয়ে দিবো না)তনু পিছন ফিরে দৌড় মারলো
তন্ময় পিছন পিছন আসছে,,তনু পিছনে দেখে দৌড়াচ্ছে ঠাস!!!!!
|
পরেরদিন সকাল♥
শিশির ফ্লোরে ঘুমিয়ে গেসিলো,
মীম ঘুম থেকে উঠে বের হয়ে তনু কে ডাক দিলো,কই তনু??
শিশিরের রুমে গিয়ে দেখলো কাঁচ ভেঙে আছে চারিদিকে,শিশির নিচে ঘুমিয়ে আছে,
মীম-ভাইয়া?এই ভাইয়া,,ভাবী ভাবী
শিশির-চোখ মেলে মীম কে দেখলো,মীম?তুই এখানে?
মীম-হ্যাঁ কাল ই তো আসলাম,রুমের এই অবস্থা কেন?ভাবী কই?
শিশির- বাদ দে,একটা characterless মেয়ে,বের করে দিসি বাসা থেকে,
মীম-মানে????
শিশির-তোর জানতে হবে না,
মীম-কি বলো এসব?মীম ফ্লোরে পড়ে থাকা একটি ছবি হাতে নিলো,আরে এটা তো কাল,জানো কাল এই ছেলেটা দুপুরে বাসায় এসে ভাবীকে মেরেছে,তারপর আমি আটকাইতে গেসি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে লোক দিয়ে আটকে রাখছে
চলবে?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে