Contract_marriage★  part : 19

0
4077
Contract_marriage★
part : 19
writer-Jubaida Sobti
নিলার কাছে গিয়ে পাশে বসলো আবির।
আবির : কেমন লাগছে নিলা তোমার এখন।
নিলা : ( কিছু বলছে না মাথাটা ওপাশ ফিরিয়ে নিলো…. আর কেঁদেই চলছে।চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে…)?
চোখের একপাশের পানি মুছিয়ে দিলাম। আমার হাতটা ধরে সরিয়ে দিলো…আমি পানি না থাকা সত্ত্বেও আবার চোখের নিচে হাত দিয়ে মুছে দিচ্ছি আর নিলা বার বার সরিয়ে দিচ্ছে হাতটা।
আবির : নিলা! এমন কেনো করছো…. হাত নাড়িও না। তখন রক্ত বের হবে…
রেগে আছো এখনো….??
(সেটা বলাতে আরো ফুফিয়ে ফুফিয়ে কাঁদা শুরু করলো)
আবির : নিলা! রিলেক্স এভাবে কাঁদছো কেনো…
আমি জানি আমি যে ভুলটা করেছি ওটার জন্য যদি লক্ষবার ও সরি বলি তাহলে ও শোধ হবে না। তাই তুমি আমাকে যে শাস্তিটা দেবে ওটাই মেনে নিবো…।?
অনেক্ষন পরে নিলা বলে উঠে..
নিলা : আমাকে একটু ওঠে বসাবেন?…
আবির নিলার পিছনে বালিশ দিয়ে হেলান দিয়ে বসালো নিলাকে।
আবির : বসতে পেরেছো.. নাকি অসুবিধা হচ্ছে…?
নিলা : পেরেছি।
আবির : ডাক্তার বলেছে হাটাচলা না করতে… রেস্ট নিতে আর ঠিকমতো ঔষধ খেতে…এতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে…
নিলা : ভাবী বলেছিলো আপনি নাকি অসুস্থ?
আবির : নিলা! আমার কিছুই হয়নি আমি পুরোপুরি সুস্থ… তোমাকে বাসায় আনার জন্য ভাবীকে দিয়ে জোড় করে তোমার কাছে মিথ্যে বলিয়েছি।?
কিন্তু নিলা বিশ্বাস করো আমি এটা চায়নি।এমন কিছু হবে জানলে আমি কখনো বলতাম না।?
নিলা : মিথ্যা বলাটা আপনার একটা পেশা হয়ে গেছে তাই না??
আবির : নিলা আমিতো তোমাকে বলেছিলাম যে আমার সাথে চলে এসো কিন্তু তুমি আসোনি। তাই এটা বলতে বাধ্য হয়েছি।?
নিলা : কেনো আসবো আপনার সাথে…
সোফায় থাকার জন্য।আমি সোফায় থাকবো না আমাদের বাসায় খাট আছে So বাসায় খাটেই থাকবো..?
আবির : না! না! সোফায় থাকতে হবে না তুমি খাটেই থাকিও বরং আমি সোফায় থাকবো….?
নিলা : আমি খাটে একা থাকতে পারিনা ভয় করে…?বাসায় তো শ্রেয়ার পাশে থাকি তাই ভয় করে না।
আবির : ?(একটু মুচকি হেসে)…. আচ্ছা ভয় না পাওয়ার ব্যবস্থা করে দিবো…?
নিলা ও লজ্জা পেয়ে একটু মুচকি হেসে ওপাশ ফিরে গেলো…?
আবির : তুমি একটু বসো আমি এক্ষুনি আসছি।
নিলা : (ভয় মুখে)আরে…কই যাচ্ছেন আমি একাতো…?
হসপিটালে অনেকে মারা যায় না…তাদের আত্মা গুলো চারদিক ঘুরে বেড়ায় নাকি।?
আবির : (একটু হেসে… ) কে বলেছে এসব? সব ফালতু কথা।?
নিলা : না! সত্যি আমি টিভিতে দেখেছি।?
আবির : টিভিতে কি সত্য জিনিস দেখায় নাকি তারা তো অভিনয় করে..?
নিলা : কিন্তু….
আবির : বাসায় যাবা নাকি এইখানেই থাকবা আত্মাদের সাথে…?
নিলা : না না! এইখানে কেনো থাকবো বাসায় যাবো…
আবির : So বাসায় যাওয়ার ব্যবস্থায় করতে যাচ্ছি।ডাক্তারকে ঢেকে তোমার সেলাইনটা খুলতে হবে..?
নিলা : আচ্ছা.. তাড়াতাড়ি আসবেন কিন্তু।?
আবির : (হেসে হেসে) ১-২০ পর্যন্ত গুনো এর মধ্যেই চলে আসবো…?
নিলা ও আবিরের কথা শুনে হেসে দিলো।?
আবির কিছুক্ষন পর ডাক্তারকে নিয়ে আসলো…
ডাক্তার নিলাকে ঔষধ খেতে বলেছে ঠিকমতো আর কয়েকদিন রেষ্ট করতে বলেছে… আর পায়ে পারলে তেল দিয়ে একটু মালিশ করতে বলেছে… এতে তাড়াতাড়ি হাটতে পারবে। .
নিলার জন্য ডাক্তার ওয়ার্ডবয়কে দিয়ে উইল চেয়ার পাঠাচ্ছে বললে আবির নিষেধ করে দেয়।
ডাক্তার চলে যায়…
আবির এসে নিলাকে কোলে তুলে নেই।?
নিলা : ?পাগল নাকি আপনি…? কি করছেন মানুষ হাসবে দেখলে…?
আবির : তো হাসুক!?
নিলা : হাসুক মানে! আমার লজ্জা লাগবে সবার সামনে…?
আবির : তো লাগুক!?
নিলা : আবির রাখেন আমাকে আমি আস্তে আস্তে হেটে যেতে পারবো..
আবির : রাখবো না….!?
এই বলে আবির নিলা কে নিয়ে বেরিয়ে পরলো
অনেকে তাকিয়ে আছে আমাদের দিকে…কিন্তু নিলার পা দেখে বুঝতে পারছে কেন নিয়েছি।
নিলা অনেক লজ্জা পাচ্ছে অবশ্য…
কিন্তু মনে মনে অনেক খুশি।?
আবির : নিলা তোমার ওজনটা কতো বলবা??
নিলা : (আবিরের দিকে তাকিয়ে.).. এইতো… ৪০/৪৫ হবে….আরকি।
আবির : মেয়েরা তাদের সত্যিকারি ওজন বলে না কেনো…?
নিলা :? কি! আপনি কি বলতে চাচ্ছেন আমি মিথ্যা বলছি আমি কি অনেক ভারী…?
আবির : (হেসে হেসে.).. আরে না…তুমিতো অনেক হালকা…আমার তো মনে হচ্ছে ৪০/৪৫ ও হবা না এর চেয়েও কম হবা ২০/২৫ কে.জি হতে পারো…?
নিলা : বুঝছি তো আমি আপনি বোঝাতে চাচ্ছেন যে আমি অনেক ভারী তাহলে নিয়েছেন কেন আমাকে।আমি কি নিতে বলেছি।?
আবির : তো নিবো না আমি না নিলে আর কে নিবে….?
(নিলা আবিরের দিকে চেয়ে আছে আবির সেটা বুঝতে পেরে) মানে এটা বুঝাচ্ছি যে তুমি তো আমার সাথে এসেছো হসপিটালে, তো আমার থেকেই তো নিয়ে যেতে হবে….??
আবির নিলাকে নিয়ে গাড়িতে? বসালো….
বাসায় পৌছানোর পর…
আবির নিলার দিকে আসে গাড়ির দরজাটা খুললো…
নিলা : অবাক হয়ে… আবার নিবেন কোলে….??
আবির : তো?
নিলা : দেখেন আমার কিন্তু অনেক লজ্জা লাগছে… বাসায় দাদী…ভাবী মা সবাই থাকবে..?
আবির : তো??
নিলা : পাগল নাকি তো তো করছেন কেনো…
আমিতো অনেক ভারী কোলে নিবেন কেনো আমাকে…
আবির নিলাকে কোলে তুলে নিলো….
আবির : তো হচ্ছে…. তুমি ৫২/৫৪ কে.জি. হবা রাইট?
নিলা : ৫৪….. কেমনি বুঝলেন…?
আবির : কোলে কে নিয়েছে আমি নাকি তুমি…??
নিলা : হাউ ব্রিলিয়ান্ট…☺
আবির : (হাহাহা) তাতো অনেক আগে থেকে..?
বাসায় আসলে মা- দাদী নিলাকে এই অবস্থা দেখে…. হাজার প্রশ্ন একসাথে…জিজ্ঞেস করছে…
আবির 😕 আগে ভেতরে তো আসতে দাও তারপর সব বলছি।
দাদী আর মা কে সব খুলে বলি।
দাদী আমার কানটা ধরে টেনে দিলো…
আর নিলা হাসছে…☺
দাদী : যদি আজ বড় কিছু হয়ে যেত শয়তান।?
আবির : দাদী আমি কি ইচ্ছা করে করেছি আমি কি জানতাম নিলার এই অবস্থা হবে…?
দাদী : নিলা ভালো করেছিস তুই এইখানে চলে এসেছিস…তুকে ছাড়া পুরো ঘরটা খালি খালি লাগছিলো….
ঘরের বউ ঘরে না থেকে অন্য জায়গায় থাকলে মানায় নাকি…
নিলা : দাদী বাবা আসলে বলবেন আমি বাসায় শিরি থেকে পরে ব্যথা পেয়েছি।?
দাদী : হেসে হেসে হুম জামাইকে বাচিয়ে নিচ্ছিস তাই না…?
নিলা : না দাদী বাবাতো জানেন…কেমন..বুঝবে না… রেগে যাবে..
দাদী :হে আবিরের উপর ও অনেক রেগে যাবে ঠিক বলেছিস। তখন আবার শুরু করবে আবিরকে বেরিয়ে যেতে বলো… হা হা হা…
আচ্ছা রেস্ট কর এখন তুই… আমি যায়।
ভাবী নিলার জন্য খাবার এনে দেই…
নিলা খেয়ে শুয়ে পরে….
একঘুমে একেবারে সন্ধায় চোখ খুলে….
দেখে আবির নিলার পাশেই বসে আছে..
আবির : গুড ইভিনিং…. আপনার চোখ খুলার অপেক্ষায় করছিলাম..?
নিলা : ( অবাক হয়ে..) এতোক্ষন ঘুমিয়েছি আমি….আমাকে ঢেকে দেননি কেনো…?
আবির : নিলা তোমার মামা এসেছিলো…
বাবা ও রুমে এসে তোমাকে দেখে গিয়েছে তুমি ঘুমে ছিলে তাই জাগায় নি…
নিলা : আরে হে… আমিতো মামা মামীকে বলেও আসিনি… ওরা আমাকে পাগলের মতো খুজেছে মনে হয়…মামা কি বলেছে আপনাকে?
আবির : দাদী বুঝিয়ে বলেছে মামাকে…তারপর তোমার খেয়াল রাখতে বলে চলে গিয়েছে।
নিলা : আপনার মোবাইলটা একটু দিবেন? কথা বলবো… মামার সাথে..
আবির নিলাকে মামা মামী শ্রেয়া সবার সাথে কথা বলিয়ে দিলো…
রাতে সবাই খেয়ে ঘুমাতে আসলো…
আবির একটা বাটি করে তেল এনে নিলার পায়ে মাঝতে শুরু করলো
নিলা : আরে আরে…করছেনটা কি…?
আবির : ডাক্তার বলেছে তাই…
নিলা : কিন্তু আপনি আমার পা ধরবেন এটা ভালো দেখাচ্ছে না।?
আবির : ভালো দেখাবেনা কেনো আমি কি এইখানে ফোটো শুট করছি?
নিলা ও আর কিছু বলেনি…ভালোই লাগছে… আবিরের স্পর্শে…
নিলা : অনেক্ষন হয়েছে এবার ঘুমিয়ে পরেন।
আবির : কোথায় ঘুমাবো?
নিলা : কোথায় ঘুমাবো মানে…?
আবির : না মানে! আমি ও খাটে শুলে কি কোনো প্রবলেম হবে… ? মানে! তুমিতো বলেছো তোমার নাকি একা শুতে ভয় লাগে…?
নিলা : (একটু হেসে… মনে মনে এতোদিনে লাইনে আসছে হাদারাম
হি-হি-হি.) না… প্রবলেম নেই তবে হ্যাঁ …
খেয়াল রাখবেন যাতে আমার গায়ে হাত না লাগে….?
আবির : (আস্তে আস্তে) এমন ভাব করছে যেনো এর আগে আর ধরিনি…?
নিলা : কি বললেন… বিরবির করে…?
আবির : না বলছি হ্যাঁ মনে থাকবে….?
দুজনেই একসাথে খাটে শুয়ে পরে..
চলবে…

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে