ছাত্রী যখন বউ পাঠঃ ১

3
9567

ছাত্রী যখন বউ পাঠঃ ১

লেখকঃJoy Khan
এই মুহুর্তে আমি দারিয়ে আছি নিলীমাদের বাসার দরজার সামনে। তারপর কলিংবেল চাপলাম। একটুপর নিলীমা দরজা খুলে দিল।
নিলীমাঃ আসসালামু আলাইকুম স্যার
আমিঃ অলাইকুমুস সালাম।
নিলীমাঃ কেমন আছেন স্যার
আমিঃ এইতো ভাল তুমি কেমন আছ
নিলীমাঃ এতক্ষন ভাল ছিলাম না তবে এখন ভাল আছি
আমিঃ মানে
নিলীমাঃ না স্যার কিছু না ভিতরে আসেন
আমিঃ হুম চল।
তারপর ভিতরে ঢোকলাম।
আমি জয় বাবা মায়ের আদরের সন্তান। আর এতক্ষন যার সাথে কথা বলছিলাম ও নিলীমা। আমার ছাএী।এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। নিলীমাও বাবা মায়ের একমাএ সন্তান।
আমি টেবিলে গিয়ে বসলাম একটুপর নিলীমা চা আর বিস্কুট নিয়ে আসল।
আমি চা খেতে খেতে নিলীমাকে বললাম
আমিঃ নিলীমা বই নিয়ে বস।
নিলীমাঃ হুম বসছি স্যার।
আমি চা শেষ করে কাপটা যখন টেবিলে রাখব তখন নিলীমা আমাকে বলল
নিলীমাঃ স্যার ভালবাসা কাকে বলে
আমি তো ওর কথা শুনে অবাক হয়ে গেলাম। বেশ কিছুদিন ধরে ও আমাকে এমন ধরনের প্রশ্ন করছে।
সেদিন বলল
নিলীমাঃ ছেলে ও মেয়েকে একে অপরকে ভালবাসে কেন।
আর আজ বলল ভালবাসা কাকে বলে।
সেদিন আমি ওর কথায় কোন উওর দেই নি তাই আজও দিলাম না।
একটুপর নিলীমা আবার বলল
নিলীমাঃ কি হল স্যার বলেন না কেন
আমিঃ আমি কি তোমাকে এসব শিখাতে এসেছি আর বইয়ে কি কোথাও এধরনের প্রশ্ন আছে
নিলীমাঃ না স্যার
আমিঃ তাহলে বললে কেন।
নিলীমাঃ বাহ রে আমি কিছু না জানলে আপনাকে জিঞ্জেস করব না
আমিঃ হুম আবশ্যই করবে তবে এসব বিষয়ে না
নিলীমাঃ কেন স্যার। আর বলেন না ভালবাসা কি
আমিঃ আমি জানি না তুমি পড়
নিলীমাঃ প্লিজ বলেন না স্যার
আমিঃ আচ্ছা বলব তবে এর পরে আর কোন কথা বলতে পারবে না
নিলীমাঃ আচ্ছা স্যার।
আমিঃ ভালবাসা হলো এমন একটা জিনিস যা দ্বারা কাউকে অনুভব করা যায়। ভালবাসা হলো দুটো মানুষের একটি প্রানকে বোঝায় তবে বাবা মা ভাই বোনের ভালবাসা ভিন্ন।
নিলীমাঃ ও বুঝেছি স্যার।
আমিঃ হুম এবার পড়তে বস।
নিলীমাঃ স্যার যদি আমি আপনাকে ভালবাসি তাহলে কি আমিও আপনাকে অনুভব করতে পারব।
আমিঃ কি বলছ এইসব।
নিলীমাঃ কই কি বললাম। আর আমিতো ঠিকি বলেছি।
আমিঃ দেখ নিলীমা তুমি কিন্তু ইদানিং একটু বেশি বেশি করছ।
নিলীমাঃ কই স্যার বেশি বেশি করলাম।
আমিঃ তোমাকে আমি চার বছর ধরে পড়াচ্ছি তুমিতো কখনি আমাকে এইধরনের প্রশ্ন কর নি
নিলীমাঃ স্যার তখন আমার এমন লাগেনি এখন যেমন লাগছে
আমিঃ মানে
নিলীমাঃ স্যার আপনি কি কিছু বোঝেন না
আমিঃ কি বুঝব। আর তোমার আম্মুকে বলে দিও আমি কাল থেকে আর তোমাকে পড়াব না
নিলীমাঃ কিহহহ।কেন স্যার।
আমিঃ এমনি।
একথা বলে আমি ওদের বাসার থেকে বের হয়ে গেলাম।
আমি বুঝে গেছি নিলীমা আমাকে কি বোঝাতে চায়। আসলে স্যার আর ছাএীর মাঝেকি কখনও প্রেম সম্ভব। ও আমাকে বোঝাতে চাইছে ও আমাকে ভালবাসে কিন্তু আমার দ্বারা এটা সম্ভব না।
আজ দুইদিন হলো নিলীমাকে পড়াতে যাই না।ওর আম্মু অবশ্য কয়েকবার ফোন করেছিল কিন্তু আমি বলে দিয়েছি আমি ওকে আর পরাব না।
সকালে ঘুমিয়ে আছি এমন সময় কলিংবেল এর আওয়াজে ঘুম ভেঙে গেল।
তাই আমি আম্মুকে বললাম
আমিঃ আম্মু দরজা খুলে দেখ তো কে এসেছে।
আম্মুঃ হুম দেখছি।
তারপর আমি যখন আবার ঘুম দিব তখন শোনা গেল
আম্মু কেমন আছে
আমিতো অবাক আমার আম্মুকে আবার কে আম্মু বলবে।
তারপর মনে হল এটা নিলীমার কন্ঠ।
আম্মুঃ কে মা তুমি তোমাকে তো আমি চিনতে পারলাম না
নিলীমাঃ আমি আপনার হবু বউমা।
আম্মুঃ কি বল এইসব
নিলীমাঃ হুম আম্মু আমি ঠিকি বলছি। আমি আপনার ছেলেকে কত ভালবাসি কিন্তু সে আমাকে একটুও ভালবাসে না।
আম্মুঃ মানে
তারপর নিলীমা আম্মুকে সব বলতে লাগল আর আম্মু ওর কথা শুনে হাসছে।
নিলীমাঃ আম্মু স্যারে এখন কই
আম্মুঃ ঐ রুমে ঘুমাচ্ছে
নিলীমাঃ আমাকে কষ্ট দিয়ে ঘুমাচ্ছে না।
তারপর নিলীমা আমার রুমে আসল
নিলীমাঃ স্যার এখনও ঘুমাচ্ছেন
আমিঃ না তো। আর তুমি এখানে কেন
নিলীমাঃ আমার শ্বশুর বাড়ি আমি আসব না তো কে আসবে হুম
আমিঃ দেখ নিলীমা তুমি এখনও ছোট। আর তুমি এখন যা বলছো এবং করছ সবি আবেগের বসে করছ
নিলীমাঃ কি বললেন আপনি আমি ছোট না। আজ যদি আপনার সাথে আমার বিয়ে হয় তাহলে একবছর পর আমি বাচ্চা নিয়ে ঘুরতে পারব আর আপনি আমাকে ছোট বলছেন।
আমিঃ দেখ নিলীমা
নিলীমাঃ স্যার আমি আপনাকে সত্যি অনেক ভালবাসি। আর আমি আপনার বউ হতে চাই।
আমিঃ এটা কখনও সম্ভব না নিলীমা।
একথা বলা মাএই নিলীমা আমাকে জড়িয়ে ধরল।
আমিঃ এই কি করছ
নিলীমাঃ স্যার আমি কি দেখতে খারাপ
আমিঃ না মোটেও না
নিলীমাঃ তাহলে আমাকে ভালবাসবেন না কেন
আমিঃ দেখ নিলীমা তুমি আবেগের বসে এসব করছ আবেগ কেটে গেলে সব ঠিক হয়ে যাবে।
নিলীমাঃ আমি অত কিছু বুঝি না বিকেলে আব্বু আম্মু আসবে তাদের আপনি বলবেন যে আপনি আমাকে বিয়ে করতে রাজি আছেন
আমিঃ কি আব্বু আম্মু আসবে মানে
নিলীমাঃ আমি আব্বু আম্মুকে বলেছি যে আমি আপনাকে ভালবাসি আর আপনাকেই বিয়ে করব। আর যদি আপনার সাথে আমার বিয়ে না দেয় তাহলে আমি সুইসাইড করব। তারপর আব্বু আম্মুও রাজী হয়ে যায়।
আমিঃ কি বল এইসব।
নিলীমাঃ হুম ঠিকি বলছি। এখন আমি যাই বিকেলে আসব।
একথা বলে নিলীমা আমার গালে একটা চুমু খেয়ে চলে গেল আর আমি বলদের মত দাড়িয়ে রইলাম।
বিকেল হতে না হতেই নিলীমার আব্বু আম্মু হাজির।
আম্মুকে নিলীমা বলে গেছে তাই আম্মু আব্বুকে বাসায় আসতে বলেছে আর হাল্কা পাতলা নাস্তার ব্যবস্থা করেছে।
আমি তাদের দেখা মাএই সালাম দিয়ে ভাল মন্দ জিঞ্জেস করলাম তারাও সালামের উওর নিয়ে আমাকে ভালমন্দ জিঞ্জেস করল।
তারপর আম্মু আব্বু তাদের সাথে কথা বলতে লাগল।
একটুপর নিলীমার আব্বু আমাকে বলল
নিলীমার আব্বুঃ তা বাবা নিলীমাকে তোমার কেমন লাগে
আমিঃ ভাল লাগে তবে ঐ হিসেবে নয়। আর ও এখন এসব আবেগের বসে করছে কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে।
নিলীমার আম্মুঃ তার মানে তুমি নিলীমাকে বিয়ে করবে না।
আমিঃ দেখেন আন্টি ও এখনও ছোট। ওর এখনও বিয়ের বয়স হয় নি
আমার কথা শুনে নিলীমা রেগে গিয়ে বলল
নিলীমাঃ কি বললেন আপনি আমার এখন বিয়ের বয়স হয় নি।আপনি জানেন আমার এক বান্ধবির দুই বছরের একটা বাচ্চা আছে। আর অনেক বান্ধবিরও বিয়ে হয়ে গেছে। আপনি যদি আমাকে বিয়ে করতে না চান তাহলে আমি এই বাসার থেকে যাব না আমি এখানেই থাকব।
আমিঃ কি বলছ তুমি
চলবে…

3 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে