Breakup এর এক বছর পর মেয়েটির কাছে ছেলেটি call দিলো.

0
2748

Breakup এর এক বছর পর মেয়েটির
কাছে
ছেলেটি call দিলো. . .
মেয়ে….hello
ছেলে …hello
মেয়ে …মনে হয় ভুল করে ফোন টা
আমার
কাছে এসে পরেছে ।

ছেলে … না তোমার কাছেই ফোন
দিয়েছিলাম ।
মেয়ে …কিন্তু কেনো ?
ছেলে ….তুমি কেমন আছো ?
মেয়ে …আমি কেমন আছি তা জেনে
তুমি কি
করবে ?
ছেলে …বলোনা তুমি কেমন আছো
সেটা
জানতে খুব ইচ্ছে করছে ….please
মেয়ে …ভালো আছি কি নেই সেটা
বলতে
পারি না তবে
এখন আর আগের মতো তোমার
জন্য আমার
মন খারাপ হয় না, তোমার জন্য
আমার চোখ
দিয়ে জল ঝরে পরে না , মধ্যরাতে
তোমার
কথা ভেবে ঘুম ভেঙ্গে যায় না আর
এটাকেই
যদি বলে ভালো থাকা তবে আমি
ভালো
আছি ।
ছেলে ….ও ঠিক আছে ।
” তারপর ছেলেটি ফোন টা রেখে
দিলো ”
মেয়ে —মেয়েটির দু চোখ দিয়ে জল
ঝরতে
লাগলো
আর মনে মনে বলতে লাগল তুমি সেই
আগের
মতই আছো আমার মুখের কথা
বিশ্বাস করলে
মনের কথা বুঝতে পারলে না ।
তুমি ছাড়া আমি কি করে ভালো থাকি
তুমি পাশে থাকলেই আমি ভালো
থাকি
এই বলে মেয়েটি চিৎকার করে কাঁদতে
শুরু করে দিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে