বিয়ের রাত
শেষ পর্ব
•
•
কাল রাতে যে লুঙ্গি পরে শুইছিলাম এটা তো খুঁজে পাচ্ছি না,,,
•
–কি বল,,,আমি তো রাতে দেওয়াল টপকে তোমার কাছে যাইনি,,,
তাহলে লুঙ্গি কোথায় গেল,,,
•
–তুমি একটু উঠে দেখো না প্লিজ,,,
•
–ওকে,দেখতেছি কোথায় গেল তোমার লুঙ্গি,,,
লুঙ্গি দেখি খাটের নিচে পরে আছে,,,
–আমি আগেই বলেছিলাম আমি এসব পরব না।দেখলে তো কি হল,,,
এখন সকাল হয়ছে,তুমি পাশের রুম থেকে আমার কাপড়ের ব্যাগ নিয়ে এসো।
•
–ওয়েট কর,,,আমি এখুনি এনে দিচ্ছি,,,
•
–আমি বাথরুমে ওয়েট করতেছি।তারাতারি নিয়ে আসবা,,,
•
–এই যাব আর আসব,,,
মিলির এই অবস্থা দেখে আমার খুব হাঁসি পাচ্ছে,কিন্তু এই মূহুর্তে হাঁসতে পারছি না।খুব কষ্টে হাঁসিটা চেপে রাখতেছি,,,,,
•
–থ্রি পিস পরি ?
•
–আজকে আমাদের বৌভাত।আর তুমি আজকে থ্রি পিস পরবা,,,,
•
–তোমাকে না কাল রাতে বললাম আমি শাড়ি পরতে পারি না।
•
কিছুক্ষন চুপ করে থেকে আমি বললাম,,,
–মিলি তোমাকে শাড়িই পরতে হবে।
•
–কেন ?
•
–আত্ত্বীয় স্বজন’রা তো নতুন বউ দেখতে আসবে,,,,
•
–তাহলে এখন কি করব,,,
•
–আমি পরিয়ে দিই,,,
•
–তুমি ভাল করে পরাতে পারবে কি,,
•
–দেখা যাক পারি কিনা,,,,
•
–তুমি আমাকে শাড়ি পরাবে এটা শুনেই আমার লজ্জা লাগছে,,,
•
–আমরা তো এখন স্বামী-স্ত্রী।স্বামী স্ত্রীর মাঝে লজ্জা থাকতে নেই।
•
–ওকে,তুমিই শাড়ি পরাবা কিন্তু আমার একটা শর্ত আছে।
•
–কি শর্ত বল,,,
•
–শাড়ি পরানোর সময় তোমার চোখ বন্ধ করে রাখবে।
•
–চোখ বন্ধ করে রাখলে শাড়ি পরাবো কিভাবে ??
তার থেকে বরং তুমি চোখ বন্ধ করে রাখো আমি শাড়ি পরিয়ে দিই,,,
•
–ওকে,আমি চোখ বন্ধ করলাম তুমি পরিয়ে দাও,,,
•
–আমি মিলিকে শাড়ি পরাচ্ছিলাম ঠিক তখনেই পেছন থেকে ভাবি বলে উঠল,,,,
এক রাতেই এত দূর চলে গেলে,,,,,
–ভাবির কথা শুনে আমি আর মিলি দুজনেই খুব লজ্জা পেলাম।
•
–ভাবি তুমি যা ভাবতেছ আসলে তা না,মিলি শাড়ি পরতে পারে না,তাকে একটু হেল্প করতে ছিলাম এই আর কি,,,
•
–আমাকে বললেই পারতে আমি পরিয়ে দিতাম,,,
তুমি বাহিরে যাও আমি মিলিকে শাড়ি পরিয়ে দিচ্ছি।
•
সারাদিনের ব্যস্ততা শেষ করে মাএ বিছানায় এসে শুয়েছি,,,
— তুমি কি ঘুমিয়ে পরেছ ?
•
–নাহ,,,,কিছু বলবা,,,
•
–তোমার হাতটা কি ধরতে পারি ?
•
–কেন ?
•
–ধরতে খুব ইচ্ছা হচ্ছে,,,
মিলি আমার দিকে ওর একটা হাত বাড়িয়ে দিয়ে বলল,,,,
–নাও ধরো,,,,
•
আমি ওর হাত ধরে বললাম,,,,
•
–মিলি তোমার হাত তো খুব সুন্দর আর তুলতুলে নরম।
•
–অন্ধকারে সুন্দর না কালো কিভাবে বুঝলা ?
•
–অনুভব করলাম,,,,
•
–আমার আর কি কি অনুভব করতেছ এই অন্ধকারে ?
•
–তোমার ঠোঁট দুটোও সুন্দর,,,,
•
–হা হা হা,,,,চুমু খাবা ধান্দা,,,
•
–হম
•
–আজ থেকেই শুরু করে দিবা,,,,
•
–প্রথম রাত থেকেই শুরু করার ইচ্ছা ছিল কিন্তু তা তো আর হল না।তাই আজ থেকেই শুরু করতে চাই,,,
•
–ওকে,কাছে আসো তাহলে,,,
সমাপ্ত
লেখক:- Tuhin Ahamed