Sunday, December 22, 2024

আমাদের সম্পর্কে

গল্পপোকা ডট কম -এ আপনাকে স্বাগতম।

“গল্পপোকা ডট কম” একটি অনলাইন প্লাটর্ফম। মন ছুঁয়ে যাওয়া সব গল্প-কবিতা নিয়ে সাজানো আমাদের এই প্লাটর্ফম যেখানে রয়েছে আপনাদের প্রিয় সব লেখক লেখিকাদের অসাধারণ সব গল্প এবং কবিতা। আশা করা যায়, আমাদের গল্পপোকা ডট কম-এর আন্তরিক প্রচেষ্টা আপনাদের নিরাশ করবে না।

এখানে লেখক-লেখিকা এবং পাঠক-পাঠিকা প্রত্যেকের জন্য রয়েছে আমাদের ভিন্ন সব আয়োজন। লেখক অথবা পাঠক হিসেবে “গল্পপোকা ডট কম” পরিবারের সাথে যুক্ত থাকতে পারেন আপনিও । লেখক কিংবা পাঠক হিসেবে যুক্ত হয়ে শুধুমাত্র গল্প লিখে অথবা পড়ে প্রতি সপ্তাহে আপনি জিতে নিতে পারেন আমাদের গল্প পোকা ডট কম-এর পক্ষ থেকে এক/একাধিক মহামূল্যবান বই।

মূলত আমাদের ওয়েবসাইটে লেখা প্রকাশিত হয় ৩টি বিভাগে। যথা-

  • বড় গল্প (ধারাবাহিক গল্প)

  • ছোটগল্প (এক পর্বের গল্প)

  • কবিতা (স্বরচিত)

আপনার পাঠানো মানসম্মত গল্প/কবিতাগুলোই “গল্পপোকা ডট কম” ওয়েবসাইটে প্রকাশিত হবে। লেখার মানের ভিত্তিতে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

  • লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই

  • পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই

আমাদের লিখা পাঠানোর সময় নিন্মলিখিত নীতি অনুসরণ করার বিনীত অনুরোধ করা হলো-

  • পোস্টকৃত গল্প/কবিতা অবশ্যই আপনার স্বরচিত হতে হবে। কোনো প্রকার কপি করা লেখা এখানে গ্রহনযোগ্য নয়।

  • কোনো প্রকার অশ্লীল লেখা বা ছবি সাহিত্যের অনর্গত নয়। এমন কিছু গ্রুপে পোস্ট করা যাবে না।

  • রাজনৈতিক প্রচারণামূলক কোনো লেখা বা ছবি পোস্ট করিবেন না। এছাড়া নিজের ব্যক্তিগত ছবি পোস্ট করা যাবে না।

  • লেখায় ইমুজি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ইমুজি কিংবা অধিক ভুল বানানের লেখা গ্রহনযোগ্য নয়।

  • যেকোনো লেখার গঠনমূলক সমালোচনা করা যাবে। কিন্তু মন্তব্য করার ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আন্তরিকতা বজায় রাখতে হবে।

  • ধারাবাহিক গল্প অর্থাৎ পর্ব আকারের গল্পগুলো লেখার সময় সেটা আপনার ইচ্ছানুযায়ীই জমা দিতে পারবেন কিন্তু সম্পূর্ণ গল্প শেষ না হওয়া পর্যন্ত সেটা প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হবে না।

  • প্রত্যেকটা পর্বের সর্বনিম্ন শব্দ সংখ্যা ৮০০ হতে হবে। এর নিচে শব্দ সংখ্যা হলে পোস্ট এপপ্রুভ করা হবেনা।

  • লেখায় অতি মাত্রায় বিরামচিহ্ন ব্যবহার করা যাবেনা।

  • লেখায় ইংরেজি শব্দ গুলো বাংলায় লিখতে হবে। যেমন – মর্নিং, নেক্সট, নিউজপ্রিন্ট ইত্যাদি।

  • ধারাবাহিক গল্পের এক পর্ব পোস্ট করার সর্বনিম্ন ২৪ ঘণ্টার পরে আরেক পর্ব পোস্ট করতে হবে। তা নাহলে পোস্ট এপপ্রুভ হবেনা।

  • সম্পূর্ণ নতুন লেখা হতে হবে। অর্থাৎ এই গ্রুপে পোস্ট করার পরে অন্য কোথাও পোস্ট করতে পারবেন। নতুবা প্রতিযোগিতার আওতায় আনা হবেনা।

  • সর্বোপরি প্রতি মাসের ১তারিখে আমরা ৪জন বিশেষ পাঠক এবং লেখকের নাম প্রকাশ করবো। আপনাদের পাঠানো ঠিকানা অনুসারে আমরা পাঠাবো আপনাদের ঠিকানায় পছন্দের সব বই।

উপরিউক্ত নীতিমালাকে যথাযথ সম্মান প্রদর্শন করে গ্রুপের সকল সদস্যকে সাহিত্য চর্চারত থাকার অনুরোধ করা হলো। ধন্যবাদ গল্পপোকা ডট কম- এর সাথেই থাকুন।

আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য এখানে ক্লিক করুন আর আমাদের সাথে একটিভ থাকুন।