আহানের শ্যামবতী পর্ব-১০

0
911

#আহানের_শ্যামবতী
পর্বঃ১০
Sam Ira

আহান রুমে এসে দেখে ইতি ব্লাউজ আর পেটিকোট পরে আছে। ইতিকে এই অবস্থায় দেখে আহানের নিজেকে কন্ট্রোল করতে অনেক কষ্ট হচ্ছে তাই তাড়াতাড়ি টি-শার্ট আর টাওজার নিয়ে ওয়াশরুমে চলে গেছে।

আহান বের হয়ে দেখে ইতি ওয়াশরুমের দরজার কাছে দারিয়ে রয়েছে। ইতি আহানের হাতে একটা নীল রংয়ের শাড়ি দিয়ে বললো,
“পরিয়ে দেন।

আহান শাড়িটা হাতে নিয়ে বললো,
“আমি প্রত্যেকটা শাড়ির সাথে মেচিং করে ড্রেস নিয়েছি। এরপর থেকে আর ভুল যাতে না হয়।

আহান ইতিকে শাড়ি পরিয়ে দিয়ে বারান্দায় চলে গেলো। ইতি ঘুমানোর অনেক চেষ্টা করলো কিন্তু ঘুম আসেনা, আগে কখনো শাড়ি পরে ঘুমাইনি তাই অসুবিধা হচ্ছে। ২ মিনিটেই শাড়ির বেহাল দশা।

ইতি দেখলো আহান বারান্দায় দারিয়ে রয়েছে তাই ইতিও বারান্দায় গিয়ে আহানের কাছে গিয়ে বললো–
“আপনি ঘুমাবেন না??
“হুম, তুমি ঘুমাও, আমি পরে ঘুমাবো।

ইতি বললো –
” আসলে আমি কখনো শাড়ি পরে ঘুমাইনি তো তাই একটু অসুবিধা হচ্ছে ।

আহান ইতির দিকে তাকিয়ে দেখলো শাড়ির কুচি হাতে নিয়ে ধরে রাখছে, শাড়িও এলোমেলো হয়ে আছে। আহান আকাশের দিকে তাকিয়ে ইতিকে বললো–
” আমি তোমাকে ভালোবাসি শ্যামবতী। যেইদিন তোমাদের বাসায় আমাকে দেখছো সেইদিন রাস্তায় জ্যামে গাড়ি দারিয়ে ছিলো তখন তোমায় দেখছি। আমাদের মধ্যে সবকিছু ঠিক করা যায় না শ্যামবতী???

ইতি আহানের দিকে তাকিযে হুম বললো। আহান বলল-
” তুমি রুমে যাও আমার একটা কল আসার আছে, আমি কথা বলে আসতেছি।

“আমার শাড়ি ঠিক করে দেন

আহান একটু মুচকি হেসে বললো —
“ঠিক করার প্রয়োজন নেই, একটু পর তো আবার সব খুলতে হবে।

ইতি মিনমিন গলায় বললো–
” অসভ্য পুরুষ।

আহান কথাটা শুনে ইতিকে টান দিয়ে নিজের বুকের উপর ফেলে বললো–
” আপনাকে সারারাত বুঝাবো অসভ্যতামি কি

ইতি আহানের থেকে নিজেকে ছারিয়ে নিয়ে রুমে চলে গেলো।

আহান কথা শেষ করে রুমে এসে দেখলো ইতি বিচানায় বসে আছে। আহান আলমারি থেকে একটা বক্স বের করে ইতির সামনে দারিয়ে তার গলায় একটি চেইন পরিয়ে দিয়েছে। তারপর বললো —
” আমি কি আজকে সারারাত আপনাকে ভালোবাসতে পারি??

ইতি লজ্জায় অন্যদিকে মুখ করে বসে আছে। আহান বললো–
“আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও।

ইতির এবার মন খারাপ হয়ে গেছে। আহান একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পরছে। ইতির আহানের পাশে গিয়ে বললো–
“আপনি এখানে কেনো আসছেন??

“কেনো?? তোমার জন্যই তো আসছি।
“আমি কি করছি আজব। আমার বাবু লাগবে তাড়াতাড়ি খাটে আসেন।

আহান একটু রসিকতার সাথে বললো–
“এতো রাতে আমি বাবু কোথায় পাবো??

ইতির এখন মেজাজ খারাপ হয়ে গেছে তাই আহানের শার্টের কলার ধরে বললো–
” আপনি ডাক্তার হয়ে এরকম বেক্কলের মতো কথা বলেন কেনো?? বাবু কোথায় থাকে সেটা আপনি জানেন না কেনো??

” আমরা ওইসব বিষয় নিয়ে পড়িনি তাই জানি না। তবে বাবু কেমনে আসে সেটা যদি তুমি আমাকে শিখিয়ে দেও তাহলেই তো হয়…….

চলবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে