প্রত্যাবৃত্ত – লেখিকা-মারুফা শারমীন

0
450

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
কবিতা-প্রত্যাবৃত্ত
লেখিকা-মারুফা শারমীন

সূর্য নিভু নিভু রক্তিম সন্ধ্যায়
যখন নভশ্চর গুলি করে প্রত্যাবৃত্ত,
শিশিরে শিশিরে মৃদু দোল খায়
আর টুপ করে পড়ে ঝরে হয়ে বৃত্ত।

মৃত্তিকার কোলে নিবৃত্তে লুকায়
কিছু জলৌকা ও রক্তচোষক প্রাণী,
সুগন্ধি ছড়িয়ে কোণায়-কোণায়
ফুটে উঠে বেলী হয়ে সুশ্রী মহারানী।

চৌচির হয়ে থাকা ভূমির কোটরে
বৃষ্টি দিয়ে সজীব করে তোলে অখিল,
অবিচ্ছিন্ন মায়া আর স্নেহের নীড়ে
পক্ষীর কূজনে হয় মুখরিত এ নিখিল।

প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করে,
আমরা যেমন প্রকৃতিকেই করি নিঃশেষ,
দিবসটা যদিও বিজয়কেই ঘিরে,
তবুও স্বাধীনতা খুঁজে এ আমার বাংলাদেশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে