এই ছেলে শুনছো?- লেখনীতে: সানজিদা তাসনীম রিতু

0
2309

#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগীতা

কবিতা (স্বরচিত): এই ছেলে শুনছো?
লেখনীতে: সানজিদা তাসনীম রিতু

আমার ক্যানভাস জুড়ে
তোমার নামের আঁকিবুঁকি,
আলোছায়ার রঙের খেলায়
তোমায় ভেবে চোখ বুজি।
লাল, হলুদ আর নীলের মাঝে
তোমার মুচকি হাসি,
এই ছেলে শুনছো?
আমি তোমায় ভালোবাসি।

আমার কবিতা জুড়ে
ছন্দের ভিড়ে
তোমার নামের আনাগোনা,
কদিন ধরেই চলছে তো বেশ
তোমার আমার জানা-শোনা।
কলমের কালিতে
লেখার গলিতে
ঘুরে বেড়ায় তোমারই ভাবনা,
এই ছেলে শুনছো?
তুমি কি তা জানো না?

আমার সকাল-সন্ধ্যার
গানের কলিতে
তুমিই করো বসবাস।
সুরগুলো সব করে ছুটোছুটি
মন যে করে হাঁসফাঁস।
অন্তরাতে তোমায় দেখেছি ভেবে
হয় যে ভুল বারবার
এই ছেলে শুনছো?
আমি জানি, তুমি আমার।

প্রবন্ধের খুনসুটিতে
কাব্যেরা করে হাসাহাসি,
শব্দের আড়ালে তাই
সুর তোলে কাগজের বাঁশি।
আমার গল্পের জগতে
কথার নাটকে লিখি
তোমায় নিয়ে প্রেমের উপন্যাস।
এই ছেলে শুনছো?
তোমার চোখে যে দেখেছি
আমার হৃদয়ের সর্বনাশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে