কবিতাঃ আপন আলয়

0
830

কবিতাঃ আপন আলয়
লেখাঃ তানিয়া তানু

বিনাদোষে হইলাম দোষী
নির্দোষ আমি নামক এই মেয়ে
দোষী বানাইয়া তুমি বলিয়া উঠিলা
যাও চলিয়া আপন আলয়ে।

হলো নাকো মোর ঠাঁই শ্বশুরালয়ে
আসিলাম চলিয়া নিজ পিতাগৃহে
সদর দরজা খুলিয়া আকস্মিক মোরে দেখিয়া
পাণ্ডুবর্ণ হইলো মোর
চিরচেনা সেই আপনজনদের বদন।

থাকিয়া সেই গৃহে একদিন গেলো
দুদিন গেলো
গেলো অনেকদিন
ধীরে ধীরে দেখিতে পাইলাম বহু মুখোশধারী
অকস্মাৎ সেই মুখোশ খুলিয়া উঠিলো বলিয়া
যাহ্ চলিয়া আপন আলয়।

আমি ভাবিয়া পাই নাকো
কোনটা মোর আপন আলয়
তবে, বহু অনুসন্ধানে পেলাম আমি
মোর নেইকো কোনো আলয়।

পরাশ্রয়ে থাকি আমি
শুরুতে বাবার আলয়
শেষে স্বামীর আলয়
ছেড়ে দিলে আলয়হীনা মেয়ে আমি।

এবার একটা আলয় গড়িবো
নিজ বলিয়া স্থাপন করিবো
মোরে যদি দুপক্ষ দেয় ঠেলিয়া
হাসিতে হাসিতে আপন আলয়ে যাইবো চলিয়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে