কবিতাঃ হঠাৎ তোমার আগমন

0
1622

#গল্প_পোকা_প্রতিযোগিতা_এপ্রিল২০

কবিতাঃ হঠাৎ তোমার আগমন
লেখাঃ তানিয়া তানু

কেমন আছো?
যেমন দেখছো।
খুব খুশি!
তার চেয়েও বেশি!
ঘ্যাড়ত্যাড়া জবাব?
এটা তোমার পাওনা হিসাব।
কী করছো?
দেখতেই পাচ্ছো।
একটা কথা বলবো?
কিছু সময় এখানেই রইবো।
নেবে আমায় আবারও বরণ করে?
হারিয়ে যাওয়া সময় পাওয়া যায় কি ফিরে?
না!
তবেও তুমিও না।
কেন নয় জানতে পারি?
তোমার সাথে যে অনেক আগেই নিয়েছি আড়ি?
মিল কি যায় না করা?
দ্বিতীয়বার তোমার কাছে দিতে চাই না ধরা।
নতুন কাউকে পেয়েছো তাই তো?
তোমার মতো আমি নয়তো।
রাগ করেছো বুঝি?
তোমার নতুন কি বিয়েতে রাজি?
আমি নিজেই তো রাজি নয়।
জানতে পারি? কেন নয়?
তোমার মতো করে যে ও আমায় ভালোবাসেনা।
আবারো বলছি, সবার মাঝে আমায় খুঁজতে যেয়ো না।
শুনবে, অনেক কিছু বলবো তোমায়।
সময় যে নেই। আসছি তবে এখন বিদায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে