কবিতার নাম: তুমি না হয়…আমি

0
874

কবিতার নাম: তুমি না হয়…আমি
লেখা: সামিহা হোসেন শৈলী

তুমি না হয় একটা কাব্য হয়ে যাও,
যার কবিতা হবো আমি,
তুমি না হয় একটা কবিতা হয়ে যাও,
যার কবি হবো আমি,
তুমি না হয় একটা ছড়া হয়ে যাও,
যার ছন্দ হবো আমি,
তুমি না হয় একটা নাটক হয়ে যাও,
যার দৃশ্য হবো আমি,
তুমি না হয় একটা গান হয়ে যাও,
যার অন্তরা হবো আমি,
তুমি না হয় একটা সুর হয়ে যাও,
যার তাল হবো আমি।
.
তুমি না হয় একটা গল্প হয়ে যাও,
যার লেখক হবো আমি,
তুমি না হয় একটা প্রবন্ধ হয়ে যাও,
যার প্রাবন্ধিক হবো আমি,
তুমি না হয় একটা ছবি হয়ে যাও,
যার উপজীব্য হবো আমি,
তুমি না হয় একটা ক্যানভাস হয়ে যাও,
যার রঙ হবো আমি,
তুমি না হয় একটা উপন্যাস হয়ে যাও,
যার গল্প হবো আমি,
তুমি না হয় একটা ডায়েরি হয়ে যাও,
যার দিনলিপি হবো আমি।
.
তুমি না হয় একজন শিল্পী হয়ে যাও,
যার সৃষ্টি হবো আমি,
তুমি না হয় এক বাদক হয়ে যাও,
যার বীণা হবো আমি,
তুমি না হয় এক রাখাল হয়ে যাও,
যার বাঁশী হবো আমি,
তুমি না হয় এক ময়ূর হয়ে যাও,
যার ময়ূরী হবো আমি,
তুমি না হয় একটা শঙ্খচিল হয়ে যাও,
যার ডানা হবো আমি,
তুমি না হয় একটা শঙ্খ হয়ে যাও,
যারে বাজাবো আমি।

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে