অভিমান
না, অভিমান করলেন আপনিও!
বেলা শেষের সূর্যের মতো, আলোটাকেও যে নিভিয়ে নিলেন, আর কালি সন্ধ্যাকে ধীরে ধীরে রাত্রি বানালেন!
রাতের চন্দ্রে দিলেন সেই আলোর প্রতিফলন, তবুও তা সন্তুষ্ট করেনি আমায়, বরং নিঃসঙ্গতার যন্ত্রণা বাড়িয়েছে কয়েক গুণ!
ঠিক, কিছু অভিমানে আমি পথভুলো! আর আপনি রেখে গেলেন আমায়!
-মোঃ নাঈমুর রহমান