অপ্রত্যাশিত বিয়ে শেষ পর্ব

0
4263

অপ্রত্যাশিত বিয়ে শেষ পর্ব


–আমাদের বিয়ের দিনেও খুব বৃষ্টি হচ্ছিল,মনে আছে তোমার ?

–হুম,আছে।

–সেদিন ইচ্ছা হচ্ছিল,তোমার সাথে ভেজার।

–আজ বৃষ্টি হলে,তোমার সে আশা পূরণ করে দেব।

জুঁই কোন জবাব দিল না,আস্তে করে ওর মাথা টা আমার কাধে রাখল।

তারপর বলল,,,

–এতদিন আমার সাথে এমন করলে কেন।কেন আমাকে এভাবে কষ্ট দিছ,,,,

ওর কথার কোন উওর আমার জানা ছিল না তাই কোন উওর দিতে পারি নি।

আমাদের ঘরে ফিরতে ফিরতে রাত দশটা বেজে গেল। ঘরের অবস্থা দেখে জুই হেসেই কুটি কুটি।

আমি একটু লজ্জাই পেলাম।নিজের কিছু কাপড় এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যেটা উচিত নয়।

জুঁই বলল,,,,

–লজ্জা পাচ্ছ কেন?আমি তোমার বউ হই

–হুম তাই তো,

দুজন মিলে খুব জলদিই পুরো ঘর গুছিয়ে ফেললাম। ঘর গোছানো শেষ হতেই জুঁই বলল,,,

–বিছানা টা কেমন খালি খালি লাগছে তাই না

–হুম বালিশ একটা,,

–তার জন্য নয়,

–তাহলে,

–ফুল দিয়ে সাজাতে হবে

–ফুল কেন

–বারে আজ তো আমাদের বাসর,বাসরে বিছানা সাজাতে হয়,

–হুম,আমাদের বাসর ভুলে গিয়েছিলাম।

–হুম,,

–বাদ দাও, কি আর করার আছে

–করার আছে,বাইরে গিয়ে ফুল নিয়ে আসো,
.
আমি একটু অবাক হয়ে বললাম,,,,,

–এত রাত্রে যাব,

–হুম, এখনি,যাও নিয়ে আসো।,

–আচ্ছা,কি কি ফুল নিয়ে আসবো ?

–গোলাপ,রজনী গন্ধা ,আর গাদা ফুলও নিয়ে আসো।

আমি বাসা থেকে বের হয়ে ফুল কিনতে গেলাম।
ফুল কেনার সাথে দু প্যাকেট বিরানিও কিনে নিয়ে আসলাম,চুমুতে মন ভরলেও পেট কখনোই ভরবে না।

বাসায় ফিরেই খাওয়া দাওয়া শেষ করলাম। একটু বেশি ক্ষুধা লেগেছিল। জুঁইদের বাড়িতে জুঁইকে চুমু ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। খাওয়া শেষে জুঁই সাজতে বসল।

আর আমি বিছানা সাজাতে বসলাম। বিছানা সাজায় কিভাবে জানিনা,প্রথম বার তো এত আয়োজন ছিলনা। তবুও,ফুল ছড়িয়ে ছিটিয়ে যা করা যায়,বাসর রাত বলে কথা।

প্রথম বার যত নার্ভাস ছিলাম তার চেয়েও বেশি নার্ভাস হচ্ছিলাম, জানিনা একটু পর কি হবে?
মাঝে মাঝে জুঁইয়ের দিকে তাকাচ্ছিলাম, ও ঠিক ঠাক।লাল শাড়ি পড়ে হাসছে আর সাজছে।

জুই সাজগোজ শেষে যখন বিছানায় এসে বসল, আমি অনেকক্ষন অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম।হালকা সাজে মেয়ে টাকে কত সুন্দর লাগছে।সব হালকা, খালি ঠোঁটে লিপস্টিক আর চোখে কাজল ঘন করে দেওয়া। আজ যে পেট খারাপ হবে এটা শিউর।কোন কোম্পানির লিপস্টিক কে জানে,,,

এই সুন্দর মায়াবী মেয়েটাকে আমি কিভাবে এতদিন ইগ্নোর করে এসেছি মাথায় এলোনা।
.
–কিছু বল

–কি বলব

–কেমন লাগছে ?

–তা, জানিনা।তবে তোমাকে ভালবাসি। খুব ভালবাসি।
.
আমি স্পষ্ট দেখলাম জুঁইয়ের চোখে পানি,পানি টা বেশি ক্ষন দেখা গেল না।খুব জোরে একটা শব্দ হল,মনে হল আশেপাশে কোথাও বাজ পরেছে। ফলে জুই ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরল,তার সাথে সাথে কারেন্ট টাও চলে গেল।

(এখানেই থাকুক না,আর জেনে কি হবে,,,,)

সমাপ্ত

#লেখকঃ Tuhin Ahamed

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে