হে মহান নেতা আপনাকেই খুঁজি

0
1798

হে মহান নেতা আপনাকেই খুঁজি
আশা

হে মহান নেতা!
আজও রেসকোর্স ময়দানের চেয়ে বিশাল ময়দানে মানুষের সমাগম হয়।
কিন্তুু জনসমুদ্রের সেই উত্তাল ঢেউ দেখা যায় না।
হে প্রিয় নেতা!
তখন আমি আপনাকেই খুঁজি।

হে সংগ্রামী নেতা!
আজও বিপুল ভাষণ হয়।
কিন্তুু আপনার ঐ ৭ই মার্চের লোমহর্ষক ভাষণের মতো কোনো ভাষণই মনে চেতনা জাগাতে পারে না।
হে সংগ্রামী নেতা!
তখনও আমি আপনাকেই খুঁজি।

হে জাতির জনক!
আজও গোল টেবিলে বৈঠক হয়।
কিন্তুু আপনার মতো কেউই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না।
হে জাতির জনক!
তখন আমি আপনাকেই খুঁজি।

হে সাহসী নেতা!
আজও কত মিছিল নামে এই রাজপথে।
কিন্তুু আপনার মতো নেতৃত্ব কেউ দিতে পারে না।
হে সাহসী নেতা!
তখনও আমি আপনাকেই খুঁজি।

হে প্রতিবাদী নেতা!
আজও এদেশের মাটিতে অন্যায় আর দু্র্নীতি বাসা বাঁধে।
কিন্তুু আপনার মতো সত্য এবং ন্যায়ের পথে কেউ আহ্বান করে না।
হে প্রতিবাদী নেতা!
তখন আমি আপনাকেই খুঁজি।

হে প্রিয় নেতা!
প্রকৃতিতে তো কত বসন্তই আসে।
কিন্তুু! ঐ চিরচেনা বসন্তটাই আসে না।
হে মহান নেতা!
তখনও আমি আপনাকেই খুঁজি।

হে বিপ্লবী নেতা!
স্বাধীন বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে আমি আপনার অভার বোধ করি।
আমি শুধু আপনাকেই খুঁজি।
হে মহান নায়ক!
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এ জাতির আপনার মতো নেতার প্রয়োজন।

তারিখঃ ১৭-০৩-২০২০ইং

এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।

▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে