হারিয়ে যাবে এই সময়গুলো
_____ আশা
এই যে এতো কোলাহোল,
এতো হৈ হুল্লোর।
এই যে এতো আড্ডা,
এতো আনন্দের সমাগম।
এই যে ভুবন ভুলানো বন্ধুর হাসি,
এতো দুষ্টুমিতে মাতামাতি।
এই যে কারণে অকারণে বন্ধুকে ক্ষেপানো,
এতো মান অভিমান জড়ানো।
এই যে ক্লাসের বেঞ্চিতে বসে হাতাহাতি,
এতো চঞ্চল সময়গুলি।
এই যে শেষ বিকেলে পাশাপাশি হাটিহাটি,
এতো সুন্দর মুহূর্ত গুলি।
এই যে ঝালমুড়ি আর ভর্তার বাটিতে কাড়াকাড়ি,
এতো বেহিসাবি ভাগাভাগি।
এ সকল কিছুই হবে একদিন-
স্মৃতির দিনগুলি।
হারিয়ে যাবে এই সুন্দর সময়গুলো,
স্মৃতির পাতা পাল্লা দিয়ে ভারী হবে শুধু।
সময় পাড় হয়ে যাবে,
বন্ধু নামক ঝড় টি দূরে চলে যাবে।
কোলাহোলপূর্ণ পরিবেশে তখন নীরবতা থাকবে।
মাঝে মাঝে হঠাৎ!
এই সময়গুলো ঝড়ের মতো হানা দিবে,
আমার স্মৃতির পাতায়।
তারিখঃ ০৪-০৯-১৯ইং
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।
▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/