হযরত মুসা (আঃ) এবং আল্লাহর বিশেষ বান্দা
একদিন হযরত মুসা (আঃ) আল্লাহর কাছে দোয়া করলেন:
“হে আল্লাহ! আমাকে এমন একজন বান্দার সাথে পরিচয় করিয়ে দিন, যিনি আপনার কাছে সবচেয়ে প্রিয়।”
আল্লাহ তাকে জানালেন, “আমার এক বান্দা শহরের এক নির্দিষ্ট জায়গায় থাকে। তুমি সেখানে গিয়ে তাকে দেখতে পাবে।”
হযরত মুসা (আঃ) সেই জায়গায় গেলেন এবং এক বৃদ্ধকে দেখতে পেলেন। বৃদ্ধ লোকটি খুব দরিদ্র, তার একটি কুঁড়েঘর এবং সামান্য খাবার ছিল। তিনি প্রতিদিন সকালে কাজে বের হতেন, যা উপার্জন করতেন, তা দিয়ে জীবিকা চালাতেন।
হযরত মুসা (আঃ) তাকে লক্ষ্য করতে থাকলেন। বৃদ্ধ ব্যক্তি তার প্রতিদিনের রুটিন শুরু করার আগে আল্লাহর প্রশংসা করতেন। কাজ থেকে ফিরে এসেও তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন।
মুসা (আঃ) বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, “তোমার এত কষ্টের জীবনে তুমি কিভাবে এত ধৈর্য ধারণ কর এবং আল্লাহকে এতো ভালোবাস?”
বৃদ্ধ উত্তর দিলেন, “হে মুসা! আমি জানি, আমার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর দয়া ও কৃপায় পূর্ণ। এই দরিদ্র জীবনের মধ্যেও আল্লাহ আমাকে সবসময় রিজিক দিচ্ছেন। আমার জন্য এতটুকুই যথেষ্ট।”
হযরত মুসা (আঃ) বুঝতে পারলেন, এটাই সেই বান্দা, যিনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।
শিক্ষা:
ধৈর্য এবং কৃতজ্ঞতা আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম।
দুনিয়ার সম্পদ নয়, বরং আল্লাহর সন্তুষ্টিই প্রকৃত সফলতা।