হযরত ওমর (রা.) ও এক দরিদ্র মায়ের গল্প
একবার খলিফা হযরত ওমর (রা.) রাতে মদিনার পথে পাহারা দিচ্ছিলেন। হঠাৎ তিনি একটি ঘর থেকে শিশুদের কান্নার আওয়াজ শুনতে পান। তিনি কাছে গিয়ে দেখলেন, একটি মা একটি হাঁড়িতে কিছু জিনিস ফোটাচ্ছেন আর শিশুরা ক্ষুধার তাড়নায় কাঁদছে।
ওমর (রা.) জিজ্ঞাসা করলেন,
“আপনি হাঁড়িতে কী রান্না করছেন?”
মহিলা উত্তর দিলেন,
“হাঁড়িতে পানি ও কিছু পাথর ফুটাচ্ছি, যেন বাচ্চারা মনে করে খাবার তৈরি হচ্ছে এবং তারা ঘুমিয়ে পড়ে। আমরা দিনভর কিছু খাইনি।”
এই কথা শুনে হযরত ওমর (রা.) কেঁদে ফেললেন। তিনি দ্রুত নিজে গুদামঘরে গিয়ে খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসলেন। নিজের কাঁধে বোঝা বহন করে সেই মহিলার কাছে পৌঁছে দিলেন।
মহিলা তাকে চিনতে পারেননি। তিনি দোয়া করলেন,
“আল্লাহ যেন ওমরকে ভাল রাখেন। তিনি আমাদের দেখভাল করেন না।”
হযরত ওমর (রা.) কোনো কিছু না বলে চলে আসলেন।
শিক্ষণীয় বিষয়:
নেতৃত্ব মানে হলো জনগণের দুঃখ-কষ্ট বোঝা ও তাদের সাহায্য করা।
আল্লাহর কাছে সর্বদা বিনম্র ও দয়াশীল হতে হবে।
অভাবীদের প্রতি সদয় আচরণ করলে আল্লাহ সন্তুষ্ট হন।