হযরত ওমর (রাঃ)-এর ন্যায়বিচার | ইসলামিক গল্প সংখ্যা-১৬

0
16

হযরত ওমর (রাঃ)-এর ন্যায়বিচার

একদিন খলিফা হযরত ওমর (রাঃ) রাতে শহর巡ক্ষার জন্য বের হন। পথে তিনি একটি দরিদ্র পরিবারের কান্নার শব্দ শুনতে পেলেন। গৃহে গিয়ে দেখলেন, এক নারী একটি হাঁড়িতে পানি ও পাথর ফুটাচ্ছেন, আর তার সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে।

ওমর (রাঃ) জানতে চাইলেন, “তুমি এভাবে পাথর কেন ফুটাচ্ছ?”
নারী বললেন, “আমার কাছে খাবার নেই। আমি হাঁড়িতে পানি ও পাথর ফুটাচ্ছি যেন বাচ্চারা ভাবুক কিছু রান্না হচ্ছে এবং ঘুমিয়ে পড়ুক।”

এ কথা শুনে ওমর (রাঃ)-এর চোখে পানি এসে গেল। তিনি সাথে সাথে বায়তুল মাল (রাষ্ট্রীয় ভাণ্ডার) থেকে এক বস্তা খাবার নিজের কাঁধে বহন করে সেই নারীর ঘরে পৌঁছে দিলেন।

নারী বলল, “তুমি আমার জন্য এতটা করছ, অথচ তুমি কে?”
ওমর (রাঃ) বিনীতভাবে বললেন, “আমি তোমার শাসক ওমর। এটি আমার দায়িত্ব।”

শিক্ষা:
শাসকের দায়িত্ব হলো মানুষের কষ্ট দূর করা।

ন্যায়বিচার এবং মানুষের প্রতি দয়া ইসলামের মূল শিক্ষা।

সাহায্য করায় গর্ব নয়, বরং বিনম্রতা গুরুত্বপূর্ণ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে