হযরত উমর (রাঃ) ও এক বৃদ্ধ দীনী | ইসলামিক গল্প সংখ্যা-২০

0
19

হযরত উমর (রাঃ) ও এক বৃদ্ধ দীনী

একদিন হযরত উমর (রাঃ) রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন একটি বৃদ্ধ ব্যক্তি একটি রাস্তার কোণে বসে আছেন এবং কারও কাছে কিছু চাইছেন। তিনি কাছে গিয়ে তার অবস্থা জিজ্ঞেস করলেন। বৃদ্ধ বললেন, “হে যুবক, আমি বৃদ্ধ, অক্ষম এবং অতীতে মুসলিম সমাজে এক সময় কাজ করেছি। এখন বয়সের কারণে আর কিছু করতে পারি না।”

হযরত উমর (রাঃ) জানলেন যে, বৃদ্ধ ব্যক্তি একসময় জিজিয়া করছিলেন, কিন্তু এখন তার কিছু নেই। হযরত উমর (রাঃ) দুঃখিত হয়ে বললেন, “আজ থেকে তুমি কিছু জানতে না, কিন্তু আমরা তোমার জন্য দায়িত্বশীল।”

উমর (রাঃ) দ্রুত বায়তুল মাল (রাষ্ট্রীয় ভাণ্ডার) থেকে অর্থ পাঠালেন এবং এই বৃদ্ধকে নিয়মিত সাহায্য দেওয়ার ব্যবস্থা করলেন।

শিক্ষা:
একজন সমাজের দায়িত্ব নিতে হলে, তার সকল সদস্যের কল্যাণে কাজ করা প্রয়োজন।

ইসলাম মানুষের প্রতি সহানুভূতি ও দায়িত্বশীলতার শিক্ষা দেয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে