হযরত উমরের (রাঃ) বিচারপ্রেম | ইসলামিক গল্প সংখ্যা-১১

0
25

হযরত উমরের (রাঃ) বিচারপ্রেম

একদিন হযরত উমর (রাঃ) রাস্তায় হাঁটছিলেন। তিনি দেখতে পেলেন, এক বেদুইন লোক একটি ছেলেকে মারছে। উমর (রাঃ) তার কাছে গিয়ে কারণ জানতে চাইলেন।

লোকটি বলল, “হে আমিরুল মুমিনীন! এই ছেলে আমার চাকর। সে আমার কথা শুনছে না, তাই আমি তাকে শাস্তি দিচ্ছি।”

উমর (রাঃ) বললেন, “তোমার চাকর হলেও, সে মানুষ। আল্লাহ তোমাকে তাকে দমন করার অধিকার দেননি। মনে রেখো, কিয়ামতের দিন আল্লাহ তোমার এই কাজের জন্য তোমার বিচার করবেন।”

লোকটি লজ্জিত হয়ে ছেলেটির কাছে ক্ষমা চাইল।

শিক্ষা: ইসলাম মানুষকে দাস-চাকরদের সঙ্গেও মানবিক আচরণ করার নির্দেশ দেয়। আল্লাহর কাছে প্রত্যেকের হিসাব দিতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে