হযরত ইবরাহিম (আঃ) এবং অতিথিপরায়ণতা | ইসলামিক গল্প সংখ্যা-১২

0
23

হযরত ইবরাহিম (আঃ) এবং অতিথিপরায়ণতা

একবার হযরত ইবরাহিম (আঃ) নিজের বাড়িতে বসে ছিলেন। তিনি সর্বদা অতিথিদের সেবা করতে পছন্দ করতেন। একদিন একজন বৃদ্ধ ভিক্ষুক তাঁর বাড়িতে এলেন। হযরত ইবরাহিম (আঃ) তাকে খাবার খেতে দিলেন।

খাবার খাওয়ার আগে তিনি দেখলেন, বৃদ্ধ লোকটি আল্লাহর নাম নেয় না। ইবরাহিম (আঃ) তাকে বললেন, “তুমি আল্লাহর নাম কেন নিচ্ছ না?”

লোকটি বলল, “আমি আগুন পূজারি, আমি আল্লাহকে মানি না।”

এ কথা শুনে হযরত ইবরাহিম (আঃ) রাগ করে তাকে চলে যেতে বললেন। তখন আল্লাহ ইবরাহিম (আঃ)-কে ওহি পাঠালেন:
“তুমি তাকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারলে না, অথচ আমি তাকে সত্তর বছর রিজিক দিচ্ছি।”

এ কথা শুনে হযরত ইবরাহিম (আঃ) লজ্জিত হলেন এবং দ্রুত গিয়ে সেই বৃদ্ধকে ফিরিয়ে আনলেন।

শিক্ষা:
সহিষ্ণুতা এবং দয়া হলো মুমিনের প্রধান গুণ।

আল্লাহ সব মানুষকে ভালোবাসেন, তাদের বিশ্বাস যাই হোক না কেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে