হযরত ইউসুফ (আঃ) এবং তার ভাইদের দুঃখজনক ঘটনা | ইসলামিক গল্প সংখ্যা-১৯

0
17

হযরত ইউসুফ (আঃ) এবং তার ভাইদের দুঃখজনক ঘটনা

হযরত ইউসুফ (আঃ) ছিলেন হযরত ইয়াকুব (আঃ)-এর অত্যন্ত প্রিয় পুত্র। তার ভাইরা ঈর্ষার কারণে তাকে ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনা করল। একদিন তারা ইউসুফ (আঃ)-কে একটি কুয়েতে ফেলে দিল এবং তার পিতা ইয়াকুব (আঃ)-কে মিথ্যা খবর দিল, যে ইউসুফ (আঃ) একটি পশুর দ্বারা খাওয়া হয়েছে।

ইউসুফ (আঃ) অনেক দিন ধরে কুয়েতে ছিল, তবে আল্লাহর রহমতে তিনি একজন নেতা হিসেবে মিসরের সিংহাসনে অধিষ্ঠিত হলেন। বহু বছর পর, ইউসুফ (আঃ)-এর ভাইরা দুর্ভিক্ষের কারণে মিসরে আসল এবং তাদের ভাইকে চিনতে পারল না। তবে ইউসুফ (আঃ) তাদের চিনতে পারলেন।

ইউসুফ (আঃ) তাদের ক্ষমা করলেন এবং বললেন,
“আজকের দিনটি কোনো শাস্তির দিন নয়, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। আল্লাহ আমাদের ভুলগুলোকে ক্ষমা করেছেন।”

অবশেষে, ইউসুফ (আঃ) তার পরিবারের সকল সদস্যকে মিসরে নিয়ে এসে একত্রিত করলেন।

শিক্ষা:
ঈর্ষা মানুষের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে, কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় উত্তম।

ক্ষমা এবং সহানুভূতি একে অপরকে শত্রু থেকেও ভাইয়ে পরিণত করতে পারে।

আল্লাহর সাহায্য কখনোই অপ্রত্যাশিতভাবে আসে এবং তাঁর রহমত অনন্ত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে