হযরত আলী (রাঃ) ও এক যুবক
একদিন হযরত আলী (রাঃ) মসজিদে নামাজ পড়ছিলেন। নামাজ শেষে তিনি দেখলেন, একটি যুবক তার দিকে আসছে এবং তাকে কিছু প্রশ্ন করতে চায়। যুবকটি এসে বলল, “হে আমীরুল মুমিনীন! আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন?”
হযরত আলী (রাঃ) যুবকের দিকে তাকিয়ে বললেন, “তুমি যদি আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা কর, তবে তিনি অবশ্যই তোমাকে ক্ষমা করবেন। আল্লাহ তো সবচেয়ে দয়ালু, সবচেয়ে ক্ষমাশীল।”
যুবকটি বলল, “কিন্তু আমি খুব বড় গুনাহ করেছি, আমার জন্য ক্ষমা কি সম্ভব?”
হযরত আলী (রাঃ) আবার বললেন, “তোমার গুনাহ যদি আকাশের চাঁদের মতো বিশালও হয়, তবুও আল্লাহর রহমত তার চেয়েও অনেক বড়। আল্লাহ যখন তোমাকে দয়ালু মনে করেন, তখন তোমার কোনো গুনাহ বড় নয়।”
এই কথা শুনে যুবকটি খুব আশাবাদী হয়ে আল্লাহর কাছে তওবা করতে চলে গেল।
শিক্ষা:
আল্লাহর ক্ষমা এবং দয়ার পরিসীমা অসীম।
আন্তরিক তওবা করলে আল্লাহ বান্দাকে অবশ্যই ক্ষমা করবেন।
কোনো গুনাহই এত বড় নয় যে আল্লাহ তা ক্ষমা করতে পারেন না।