হযরত আয়েশা (রাঃ)-এর দানশীলতা | ইসলামিক গল্প সংখ্যা-১৫

0
15

হযরত আয়েশা (রাঃ)-এর দানশীলতা

একদিন হযরত আয়েশা (রাঃ)-এর কাছে এক গরীব মহিলা এসে তার সাহায্য চাইলো। তার সঙ্গে দুটি ছোট মেয়ে ছিল। আয়েশা (রাঃ) তখন ঘরে খুঁজে দেখতে পেলেন, কেবল একটি খেজুর রয়েছে। তিনি সেই খেজুরটি মহিলার হাতে তুলে দিলেন।

মহিলা খেজুরটি দুই ভাগ করে তার দুই মেয়েকে খাওয়ালেন। তিনি নিজে কিছু খেলেন না। এ ঘটনা দেখে আয়েশা (রাঃ) খুব মুগ্ধ হলেন এবং রাসুলুল্লাহ (সাঃ)-এর কাছে এ কথা বললেন।

রাসুলুল্লাহ (সাঃ) বললেন,
“আল্লাহ এই মায়ের দয়া দেখে তাকে জান্নাত দান করবেন।”

শিক্ষা:
দানের জন্য সম্পদের পরিমাণ নয়, মনোবৃত্তি গুরুত্বপূর্ণ।

মায়ের ভালোবাসা এবং ত্যাগ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়।

দয়া ও সহানুভূতি মানুষকে আল্লাহর নৈকট্যে নিয়ে যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে