হযরত আবু বকর (রাঃ)-এর ক্ষমাশীলতা
হযরত আবু বকর (রাঃ) ছিলেন অত্যন্ত দানশীল ও দয়ালু। তিনি তার আত্মীয় মিস্তাহকে নিয়মিত অর্থ সাহায্য করতেন। কিন্তু মিস্তাহ একবার হযরত আয়েশা (রাঃ)-এর বিরুদ্ধে একটি মিথ্যা অপবাদে অংশগ্রহণ করে।
এ কথা জানার পর আবু বকর (রাঃ) অত্যন্ত কষ্ট পেলেন এবং সিদ্ধান্ত নিলেন, তিনি আর মিস্তাহকে কোনো সাহায্য করবেন না।
কিন্তু আল্লাহ কুরআনে এই আয়াত নাজিল করলেন:
“তোমরা ক্ষমা করে দাও এবং উপেক্ষা করো। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন? আর আল্লাহ তো পরম ক্ষমাশীল, দয়ালু।” (সূরা নূর, আয়াত ২২)
এই আয়াত শোনার পর আবু বকর (রাঃ) কেঁদে ফেললেন এবং বললেন,
“আমি চাই আল্লাহ আমাকে ক্ষমা করুন।” এরপর তিনি মিস্তাহকে আবারও সাহায্য করা শুরু করলেন।
শিক্ষা:
ব্যক্তিগত কষ্ট হলেও ক্ষমা করা মুমিনের বড় গুণ।
আল্লাহর ক্ষমা লাভের জন্য আমাদেরও ক্ষমাশীল হতে হবে।
মানুষকে সহানুভূতি ও দানশীলতার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়।