স্বামীর অধিকার পর্ব/৭

0
3768

স্বামীর অধিকার
পর্ব/৭
লেখক/ ছোট ছেলে
~~~~~~

রিমি/ ছিঃ কি বাজে দুর্গন্ধ আপনি সিগারেট টানছেন তাইনা

আমি/ হুমমমম তাতে কি

রিমি/ তাতে কি মানে এই দুর্গন্ধটা আমার একদম সহ্য হয়না তার উপর আবার সাস্থ্যের জন্য ক্ষতিকর

আমি/ তাতে আমার কি
আর লিপস্টিকও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর
এটা জানোনা

রিমি/ মানে কি লিপস্টিকের সাথে সাস্থ্যের কি সম্পর্ক

আমি/ হুমমমমম সেটা যদি বুঝতে তাহলে এতদিনে তুমি আমার থেকে অনেক বেশি বড় কলম হতে

রিমি/ কি বলেন এসব কিছুই বুঝিনা
খেতে দিচ্ছি আসেন

আমি/ ক্ষুধা নেই তুমি খেয়ে নাও

রিমি/ আমি অনেক আগে খেয়েছি

আমি/ তাহলে আর কি ঘুমিয়ে পড়ুন

রিমি/ তাই করবো রাত জেগে কারও সাথে বকবক করে সময় নষ্ট করার মত মেয়ে আমি নয়

রিমি শুয়ে পড়লো

আমি মোবাইল টিপি

রিমি/ একটা কথা বলবো

আমি/ আমিতো আর কারও মুখ সেলাই করে রাখিনি
বলুন

রিমি/ দ্যাতততত থাক বলবনা

আমি/ মনের কথা চেপে রাখতে নেই পাহাড় সমান হয়ে যাবে
অভিনয়

রিমি/ কাল আমার বান্ধবী আসবে

আমি/ কেন কেন তোমার বান্ধবী আসার কি দরকার

রিমি/ একা একা ভালো লাগেনা

আমি/ একা আমিতো সবসময় তোমার সাথে থাকি

আর সঙ্গী লাগলে আমাকে বলতে ২টা এনে দিতাম

রিমি/ তারা কারা আর কোথা থেকে আনবেন

আমি/ একটা তোমার থেকে
একটা বাহির থেকে

রিমি/ মানে কি

আমি/ মানে বুঝলেনা সোনা

তোমার থেকে যে আসবে সে হলো বাবু আর বাহির থেকে যে আসবে সে হলো সতীন

রিমি/ কি…..
বাবু আর সতীনের মুখ দেখার আমার এত শখ নেই

আপনার সাথে কথা বলাটা বোকামী

দ্যাততত
আমি/ এই শোন বলে দিও আসতে

রিমি/ আপনার অনুমতি লাগবেনা বলেই দিছি আসতে

আমি/ তাহলে আমাকে জিজ্ঞেস করলে কেন

রিমি/ এমনি দেখতে চেয়েছি আপনি কি বলেন

আমি/ ওহহহহহ স্বামীর অবাধ্য তো ভালোই হতে পারো

রিমি/ এখানে অবাধ্যের কি আছে

আমার বান্ধবীর কি পারেনা
আসতে

আমি/ পারে তবে সেটা যদি তোমার স্বামীর বাড়ি হতো
কিন্তু এটাতো একটা বাজে লোকের বাড়ি এখানে এসে কি করে সে থাকবে

রিমি/ রিমি মুখের উপর বলে দিলো
স্বামী নয়তো এটা কার বাড়ি

বলে রিমি নিজে নিজেই কেমন জানি হয়ে গেলো

আমি/ সত্যি এটা তোমার স্বামীর বাড়ি

রিমি/ জানিনা এত কথা বলেন কেন

আমি/ শুনতে ভালো লাগে তাই

রিমি/ আর শুনতে হবেনা এবার ঘুমান আর আমাকে একটু ঘুমাতে দিন

আমি/ আমি ঘুমিয়ে কি হবে চলো ছাদে গিয়ে গল্প করি

রিমি/ দরকার নেই আমি আমার ঘুমের ভাগ কাউকে দিতে চাইনা

আপনি যান

আমি/ হায়রে বউ তোকে নিয়ে কত স্বপ্ন ছিলো কিন্তু তুই হলিনা আমার আপন

ঠিক আছে আমি একাই যাই তাহলে

রিমি/ যান তবে হ্যাঁ সিগারেট টানতে পারবেন না কিন্তু

আমি/ তাহলে আর ছাদে গিয়ে কি হবে

আসো জানু আমার বুকে আসো তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই

রিমি কোলবালিশটা দিয়ে বলে

রিমি/ এই নিন আপনার বউ
যা খুশি তা করেন

কেউ কিছু বলবেনা

আমি/ এ

রিমি/ হ্যাঁ
শুভরাত্রি

আমি/ হুহহহহহ

রিমি/ কেন গো আপনার আবার কি হলো

আমি/ মাঝখানের এই বেটা(কোলবালিশ) না থাকলে হয়না

রিমি/ একদম হয়না কারন…..

আমি/ কারন কি

রিমি/ সব কথা মুখে নয় কিছু কথা বুঝে নিতে হয়

ঘুমান আর কোন কথা নয়

কি আর করা লাইট বন্ধ করে ঘুমিয়ে গেলাম

সকাল হতে দেখি রিমি পাশে নাই

আমি/ রিমি রিমি এই রিমি

রিমি/ কি হলো বললাম না সারাদিন রিমি রিমি করে চিৎকার করবেন না

আমি/ ওমা কি বলে….. বউকে বলে ডাকবো না তো কি বলে ডাকবো

আরে আরে তোমার নাকে মুখে এসব কি

রিমি/ কোথায় কিসের কথা বলছেন

আমি/ যাক বাবা এতদিন পর আমার একটা ইচ্ছা পূরণ হলো
অনেক স্বপ্ন ছিলো তোমাকে পেত্নীর সাঁজে দেখবো আজ সে ইচ্ছাটা পূরণ হলো সত্যি আজ তোমাকে পেত্নীর মত-ই লাগে

রিমি/ আপনি যাই বলেন না কেন সেদিনের কথা আমার আজও মনে আছে

কালি মুছে দেবার নাম করে চুমু খেলেন ছিঃ

আমি/ আজকের নাস্তাটা কি

রিমি/ বলার সময় নাই টেবিলে দেয়া আছে গিয়ে খেয়ে নিন

আমি/ আচ্ছা

টেবিলে দগিয়ে দেখি পিঠা

আমি/ আহহহ তুমি পিঠাও বানাতে পারো

আহারে কত স্বার্থপর বউ আমার সবকিছু জেনেও এদিন আমায় না খেয়ে রাখছে

রিমি/ আজকেও রাখতাম
আপনি কি ভাবছেন আপনার জন্য বানালাম
আরে না আমার বান্ধবীর জন্য বানালাম
এ পিঠা গুলো সে খুব ভালোবাসে তাই বানালাম

আমি/ যাও তুমি তোমার কাজ করো
যেভাবে তাকিয়ে আছো কিছুক্ষন পর হয়তো আমার পেট নিয়ে টানাটানি লাগবে

রিমি/ শয়তান পোলা রিমির চোখ এতটা খারাপ নয়
যার তাকানোতে কারও সমস্যা হবে

চলবে!!!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে