স্বামী পর্ব/ ৩

0
3124

স্বামী পর্ব/ ৩
লেখক/ ছোট ছেলে

????????

নীলা/ আগে কানে হাত দিয়ে কথা দিন যা চাইবো তাই পাবো

তাহলে বলবো আর নয়তো থাক

আমি/ এটা কেমন কথা
সবাই মাথা হাত দিয়ে কথা দেয় আর তুমি বলছো
কানে হাত দিয়ে কথা দিতে

নীলা/ হুমমমম
কারন.. আমি পাগলি
আর সবাই ভালো

ধরবেন নাকি ঘুমাবেন…

পাহাড় সমান দুঃখ নিয়ে মেয়েটা এসেছে আমার ঘরে
একটু নাহয় কান ধরলাম তাকে খুশি করতে

আমি কান ধরে কথা দিলাম

নীলা/ টাকা পঁয়সা সোনা গয়নাগাটি ঐসব আমার চাইনা আমার চাই একটু ভালোবাসা আদর সোহাগ
লক্ষী একটা বর পারবেন এটুকু আমায় দিতে

ইসসসসস….বড় বাঁচা বাঁচলাম
বউতো যেন ঘরে তুলিনি
তুলেছি একটু হীরার টুকরো

আমি/ এটুকু চাওয়া
আবার জানতে চাইছো পারবকিনা

সব পারব যদি তুমি সঙ্গে থাকো
কি থাকবেতো

নীলা/ হুমমমমম…

ইসসসসস….. মন চায় একটা চুমু খেতে নীলার কপালে

কিন্তু নীলাকে স্পর্শ করতে

ও কেমন জানি লজ্জা ফেলো

বুঝতে পারছি ভয় কাটলেও লজ্জা যায়নি

কি আর করা দেওয়া হলোনা

মনকে বুঝ দিলাম

পাশের বাড়ি ভাবি নয়
আমার বউ হয়

দুদিনের জন্য নয়
সারাজীবন তো পাশে পাবো

আজ নাহয় সে তারমত থাকুক

আমি/ তুমি চাইলে ঘুমাতে পারো

নীলা/ আচ্ছা
কিন্তু……

আমি/ না না তোমার কোন ভয় নেই তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো

নীলা/ না আমি সেটা বলিনি
আমি বলতে চাইছি আপনি ঘুমাবেননা

আমি/ না…. আমি জেগে থাকবো
আর দেখবো ঘুমালে আমার পাগলিটাকে কেমন লাগে

নীলা/ তাহলে থাক আমিও ঘুমাবোনা

আমি/ আরে আরে কি বলো
ঠিক আছে আমিও ঘুমাবো

এবার শুয়ে পড়ো

নীলাকে আমি শুয়ে দিলাম

নীলা/ কই আপনিও শুয়ে পড়ুন

আমি/ ঘুমাতে তো চাই কিন্তু সাহস পাইনা

নীলা একটু হেঁসে উড়িয়ে দিলো আমার কথাটা

নীলা/ ঘুমাতে আবার সাহস লাগে নাকি

আমি/ হুমমমমম
কারন…. মাথাটা বাসিশে নয় কারও বুকে রাখতে চাই

নীলা এবার চুপ হয়ে গেলো

নীলা/ ইয়ে মা নে……

আমি/ বলতে হবেনা
আমি বুঝেছি সারাদিন অনেক ঝড় ঝাঁপটা গেছে তোমার উপর দিয়ে এখন তোমার একটু বিশ্রামের প্রয়োজন

তুমি ঘুমাও আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি

খাটের সাথে হেলান দিয়ে মাথায় হাত বুলাতে লাগলাম

কখন যে পাগলির সাথে আমিও ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি

সকাল হতে জেরির ডাক শুনে ঘুম ভেঙ্গে গেলো

জেরি/ ভাইয়া ঐ ভাইয়া তুমি এখনও ঘুমাচ্ছো

আর আমরা তোমাদের অপেক্ষা বসে রইলাম

চোখ মেলতে দেখি নীলা এখনও ঘুমিয়ে আছে

যাক ভালোই হলো…

অন্তত একটা সুযোগ পাইছি এই সুযোগে একটা চুমু খেয়ে নেই

ঠোঁটটা নীলার কপালে নিতে তার ঘুম ভেঙ্গে গেলো

ইসসসসস….. সে কি লজ্জা
নীলার নয় আমার

দ্যাতততত ঘুম ভাঙ্গার আর বুঝি সময় পেলোনা

চোরের মত-ই এদিক ওদিক তাকাতে লাগলাম

নীলা/ কি হচ্ছে এসব

আমি/ কিছুনা ওরা ডাকছে তাই ভাবলাম….

নীলা/ তা ঠিক আছে কিন্তু আমার কপালে আপনার ঠোঁট কেন

আমি/ এমনি …
ভাবলাম কানে কানে ডেকে ঘুম ভাঙ্গাবো তাই আর কি

নীলা/ একদম মিথ্যে বলবেন না

কি করতে চেয়েছেন সেটা বলুন

আমি/ না মানে ঐ আর কি

যা গল্পে পড়েছি

নীলা/ কি পড়েছেন গল্পে

আমি/ ঐ আর কি সকালে বউয়ের কপালে চুমু খেয়ে তার ঘুম ভাঙ্গানো

নীলা/ বুঝেছি

আমি/ কি বুঝলে

নীলা/ লক্ষী স্বামী

আমি/ তাই তাহলে কি আমি একটা চান্স পেতে পারি

নীলা/ হুমমমম….
আমিও সেই অপেক্ষা আছি

এই আমি চোখ বন্ধ করলাম
তাড়াতাড়ি করুন

সুযোগ যখন পাইছি একটা দিয়ে দেই

কি বলেন আপনারা….???

চলবে???

প্রিয় পাঠক আপনারা যদি আমাদের (গল্প পোকা ডট কম ) ওয়েব সাইটের অ্যাপ্লিকেশনটি এখনো ডাউনলোড না করে থাকেন তাহলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে এখনি গল্প পোকা মোবাইল অ্যাপসটি ডাউনলোড করুন:

??????

https://play.google.com/store/apps/details?id=com.golpopoka.android
https://play.google.com/store/apps/details?id=com.golpopoka.android

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে