স্বামী পর্ব/ ২

0
3294

স্বামী পর্ব/ ২
লেখক/ ছোট ছেলে

???????

জেরী সাথে করে বাঁসর ঘরে যাচ্ছি

দরজার সামনে গিয়ে আমি দাঁড়িয়ে গেলাম

জেরী/ কি হলো ভাইয়া ভিতরে যাবেনা?

আমি/ যাবো তবে তোকে আর কষ্ট করে যেতে হবেনা

জেরী/ কি বলছো ভাইয়া আমি না গেলে তোমার বাঁসর ঘরটা নষ্ট হয়ে যাবে

আমি/ সেটা তোকে ভাবতে হবেনা

তুই যাতো এখন এমনিতে অনেক দেরি হয়ে গেছে

জেরী/ যাচ্ছি যাচ্ছি
সোহাগ দেখে আর বাঁচিনা

জেরী চলে গেলো তবে পিছু ছাড়বেনা

আমি দরজা টোকা দিতে যাবো তখন-ই বুঝতে পারলাম দরজা খোলাই আছে

গলায় আওয়াজ করে ঢুকলাম ভিতরে আমাকে দেখে নীলা নেমে আসতেছে

আমি দরজাটা লাগিয়ে দাঁড়িয়ে রইলাম

আমার কাছে এসে নীলা পাঁ ধরে সালাম করতে যাবে

ঠিক তখন-ই আমি তাকে ধরে ফেলি

আমি/ আরে আরে কি করছো কি করছো

তুমি জানোনা কিছু কিছু মানুষের জায়গা পাঁয়ে নয় বুকে হয়

ঠিক তোমার জায়গাও আমার পাঁয়ে নয় বুকে

নীলা বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে

নীলা/ আমি খুব ভাগ্যবতী আপনার মত একটা জীবন সঙ্গী পেয়ে

মাথাটা রাখলো আমার বুকে

এক পাঁ দু পাঁ করে আসলাম বিছানায়

কোলে নিয়ে করে তুলে দিলাম খাটে

নীলা একটু লজ্জা পেয়েছে

আমি/ লাইট বন্ধ করতে পারি

নীলা চুপচাপ বুঝতে পারছি

তার মনের অবস্থাটা

মা বাবা ভাইবোন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে আমার ঘরে এসেছে

যদি আমি বুঝতে না পারি তাহলে আর কে বুঝতে পারবে তাকে

দুজন-ই তো দুজনার কাছে অচেনা

তাই চেনাজানা হয়ে নিলে ভালো হয়+একটু দুষ্টুমি

আমি/ তাহলে এবার শুরু করা যাক

নীলা আমার দিকে হা করে তাকিয়ে আছে

আমি একটু ভয় পেলাম

আমি/ আরে না না তুমি যা ভাবছো তা নয়

আমিতো অন্যকিছু শুরুর কথা বলছি

নীলা/ জ্বী করুন

আমি/ শোন তবে
আমি অনেক মেয়ের সাথে প্রেম করেছি তবে কখনও কাউকে ভালোবাসিনি
কারন…. সেগুলো প্রেম ছিলো ভালোবাসা নয়

ভালোবাসাটা তোমার জন্য তুলে রেখেছি

কখনও কারও হাত ধরে হাঁটিনি তোমার হাত ধরে হাঁটবো বলে

কখনও কাউকে নিয়ে ঘুরতে যাইনি
তোমাকে নিয়ে ঘুরবো বলে

আর কখনও কাউকে নিয়ে স্বপ্ন দেখিনি

তোমাকে নিয়ে দেখব বলে

এবার তুমি শুরু করো

নীলা/ আমার কিছু বলার নেই

আমি/ কি বলো প্রেম টেম কিছুই করোনি?

নীলা/ প্রেম টেম সব করেছি শুধু আপনার মত কাউকে ভালোবাসিনি

আমি/ আর কি কি করছো
সব খুলে বলো আমায় নয়তো…..

নীলা/ নয়তো কি?

আমি/ লাইট নিভিয়ে ঘুমিয়ে যাবো

নীলা হেঁসে দিলো

ইসসসসস…. প্রাণটা জুড়িয়ে গেলো এটা ভেবে নীলার মন থেকে কিছুক্ষণের জন্য হলেও তার কাছের মানুষ গুলোর কথা ভুলাতে পারছি

হঠাৎ করে

আমি/ ওহহহহহ…. তোমাকে তো আসল কথাটা বলা হয়নি

নীলা/ কি?

আমি/ এই প্রথম আমি কোন মেয়ের সাথে এক বিছানায় রাত কাটাতে যাচ্ছি

তুমিও কি আমার মত?

নীলা/ হুমমমম

আমি নীলার কোলে শুয়ে গেলাম
আমি আবার বেশিক্ষণ বসে থাকতে পারিনা

আমি/ আচ্ছা শুনেছি বাঁসর ঘরে নাকি বউরা স্বামীর থেকে কিছুনা কিছু চায়

তোমারও কি আছে তেমন কোন চাওয়া

থাকলে বলতে পারো

নীলা/ থাকলে মানে আবার কি

আমার কোন চাওয়া নেই তবে একটা দাবী আছে

আমি/ কি দাবী?

পকেটে হাত দিয়ে দেখি এক টাকার একটা কয়েলও নেই

এ কোন বিপদে পড়লাম যদি টাকা চেয়ে বসে

হায় হায় এ কি বললাম

মান সম্মান সব যাবে
আজ নতুন বউয়ের কাছে

নীলা/ কি ভাবেন এত
আমি কি বলবো আমার দাবীটার কথা

আমি/ ওহহহহ হ্যাঁ বলো বলো আমিতো তোমার অপেক্ষায় আছি

নীলা…….???

চলবে

প্রিয় পাঠক আপনারা যদি আমাদের (গল্প পোকা ডট কম ) ওয়েব সাইটের অ্যাপ্লিকেশনটি এখনো ডাউনলোড না করে থাকেন তাহলে নিচে দেওয়া লিংকে ক্লিক করে এখনি গল্প পোকা মোবাইল অ্যাপসটি ডাউনলোড করুন:

??????

https://play.google.com/store/apps/details?id=com.golpopoka.android
https://play.google.com/store/apps/details?id=com.golpopoka.android

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে