সাহাবির গরুর দুধ এবং সততা | ইসলামিক গল্প সংখ্যা-১০

0
25

সাহাবির গরুর দুধ এবং সততা

একবার এক সাহাবি তাঁর খামারের গরুর দুধ বিক্রি করছিলেন। এক লোক এসে গরুর দুধ কিনতে চাইল। সাহাবি বললেন, “আমার গরু আজ বেশি দুধ দেয়নি। আপনি যা পাচ্ছেন, তা সত্যিই তার আসল পরিমাণ।”
লোকটি অবাক হয়ে বলল, “আপনি তো দুধের পরিমাণ বাড়িয়ে দিতে পানি মিশিয়ে দিতে পারতেন!”
সাহাবি উত্তর দিলেন, “আমার প্রভু আল্লাহ সব দেখছেন। আমি চাই না আমার ব্যবসায় কোনো ধরনের অসততা থাকুক।”

এ গল্প থেকে আমরা শিখতে পারি, সততা ও আল্লাহভীতি জীবনের গুরুত্বপূর্ণ গুণ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে