#গল্পপোকা_কবিতা_লিখন_প্রতিযোগিতা
সমাজদ্রোহী
বয়ে বেড়ায় দাগানো মিথ্যে মোর কাঁধ।
মিলে অপবাদ তবু সাধবো না বাঁধ।
যেদিন পারব তীব্র আঘাত- –
না ভুলচুক জেনো কুপোকাত।।
লোক নিন্দায় সর্বক্ষণ আটে ফন্দি,
হটিয়ে ভাগ পেতে অভিসন্ধি।
নিজ কুকীর্তি ঢেকে আড়াল,
পর সন্ততি করো ভাইরাল।।
ভদ্রতায় সাধে বাঁধ আগুন ঝরাতে,
ভোলানো ভেক ফাঁস করাতে।
গদ হাসিমুখে ফিরে না তাকায়,
চেপে যাও কয়ে ভ্রুজোড় নাচায়।
নিজের ঢেঁকে লোকের তোলো,
ভাল কে বানালে কালো।
অতু্্যন্দাজে আর মিছের ঝাঁজে,
সাধু না রইলো তাজে।
আহা! সাজানো সমাজ!
ভন্ড সাজে ভদ্র সাজ।
ক্রোধে দগ্ধ আপনা মাঝ,
কেমনে মিটবে মনের ঝাঁজ?
কলমে:: সৌরভ সিংহ