গল্পঃ শ্রীঘর লিখাঃ আতিয়া আদিবা
আপনি যখন বাসায় থাকেন না তখন ভাই আমার শরীরে হাত দাওয়ার চেষ্টা করে আফা।_ একথা বলে জমিলা হাত দিয়ে মুখ ঢেকে নাকি কান্না জুড়ে দিলো। দিবা পাথরের মতো রান্নাঘরের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলো। জমিলার কথা কেনো যেনো তার বিশ্বাস হচ্ছে না। সাহিলকে সে চিনে। খুব কাছের থেকে চিনে। ও কখনো মেয়েদের দিকে চোখ তুলে তাঁকায় পর্যন্ত না। সেই সাহিল জমিলার শ্লীলতাহানির চেষ্টা করবে?