শুনেছি একটি গল্প নাম তার কালো রাত
আশা
শুনেছি একটি গল্প নাম তার কালো রাত।
সেদিন এর পর বাঙালি বহুদিন দেখতে পায়নি সুন্দর একটি প্রভাত।
গভীর রাতে পাকিস্তানি বাহিনী সেদিন ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে,
স্বাধীনতা দেওয়ার কথা না রেখে টালবাহানা শুরু করে।
নিরীহ বাঙালির উপর পাক-বাহিনী চালায় হামলা,
জাতির জনক বঙ্গবন্ধুর নামে দেওয়া হয় মিথ্যে মামলা।
রাতে আঁধারে বঙ্গবন্ধুকে করা হয় গ্রেফতার,
পণ করা হয় পূর্ব-পাকিস্তানকে নিশ্চিহ্ন করার।
শুরু হয় নরপশুদের নারকীয় হত্যা!
বাঙালির কোনো কথাকে না দিয়ে পাত্তা।
আকাশে বাতাসে সে রাতে হয় শুধু গুলি বর্ষণ,
রোকেয়া হলে হয় অমানবিক নারী নির্যাতন আর ধর্ষণ।
বঙ্গবন্ধুর দেয়া ডাকে বাঙালি হয় ঐক্যবদ্ধ,
তারপর শুরু হয় নয় মাসের সেই রক্তক্ষয়ী যুদ্ধ।
এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেলাম স্বাধীনতা,
আরো পেয়েছি লাল সবুজের পতাকা।
গা শিহরিয়ে ওঠে মনে পড়লে সেই ভয়ংকর রাতের গল্প,
স্বচোক্ষে যারা দৃশ্যটি দেখেছে তাদের অবস্থা কেমন ছিল!তা আমি ভাবতে পারি শুধু অল্প।
সেই রাত ছিল ১৯৭১ সালের ২৫শে মার্চ রাত।
শুনেছি সেই গল্পটি নাম তার কালো রাত।
তারিখঃ ২৩-০৩-২০২০ইং
এখনই জয়েন করুন আমাদের গল্প পোকা ফেসবুক গ্রুপে।
আর নিজের লেখা গল্প- কবিতা -পোস্ট করে অথবা অন্যের লেখা পড়ে গঠনমূলক সমালোচনা করে প্রতি সাপ্তাহে জিতে নিন বই সামগ্রী উপহার।
শুধুমাত্র আপনার লেখা মানসম্মত গল্প/কবিতাগুলোই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এবং সেই সাথে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার।
▶ লেখকদের জন্য পুরষ্কার-৪০০৳ থেকে ৫০০৳ মূল্যের একটি বই
▶ পাঠকদের জন্য পুরস্কার -২০০৳ থেকে ৩০০৳ মূল্যের একটি বই
আমাদের গল্পপোকা ফেসবুক গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/golpopoka/