রোমান্টিক কথোপকথন

2
11126

রোমান্টিক কথোপকথন

ছেলে:হাই✋

মেয়ে:হুম্!!বল।

কি করছিস রে?

কিছুই না!!পড়ছি!!!

আজকাল অনলাইন থেকে পড়িস নাকি?
???

???
পড়ার সাথে সাথে অল্প চ্যাটিংও করছি।।
তুই কি করছিস??

আমি আমার Gf এর সাথে চ্যাটিং করছি।।।???

আমার সাথে কথা বলছিস জানলে তোর gf আবার রাগ করবে না তো???

আরে না!না!
??

এই শোন!?

কি??

আগে কখনো বলিস নি তো তোর গার্লফ্রেন্ড আছে।।
???

তুইও তো আগে জানতে চাসনি!!!

তাহলে এখন বল!
এখন জানতে চাইছি সেই ভাগ্যবতী মেয়েটি কে??

সে হলো এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে।।☺☺☺
যে আমার মন কেড়ে নিয়েছে??

সে তো বুঝতেই পারছি।।।
কিন্তু যে তোকে এতটা পাগল করেছে তার তো কোনো নাম আছে নিশ্চয়ই!!!

হুম্!তা আছে!!
তুই তাকে চিনিস তো!!???

???
আমি চিনি??
কে বলতো?

তুই সত্যি জানতে চাস???

আরে!হ্যাঁ।।
?

তাহলে তোকে একটা কাজ দিচ্ছি!!সেটা করলে নিজেই বুঝতে পারবি মেয়েটা
কে???????

পারলাম না!!
আমি পড়তে বসবো!!তোর Gf এর নাম তাহলে পরেই বলিস!!
বাঈ!!✋?

শোন না!!
তুই আমার বন্ধু তো??

হুম্!তো???

তাহলে মেয়েটাকে দেখে বল আমার সাথে মানিয়েছে নাকি???

বল কি কাজ করতে হবে!!???

কালকে তোকে ইংরাজি খাতা দিয়ে আসার সময়, তোর ঘরের ড্রেসিং টেবিল এর_বাঁ দিকের ড্রয়ার এ একটা গিফট্ বাক্স রেখে এসছিলাম।।?
একটু সামনে গিয়ে দেখ!!!

দাঁড়া দেখছি।।।

দেখেছিস্??

এখানে কিছুই নেই তো।।
?

কে বললো??
আয়নার দিকে তাকিয়ে দেখ।।

কি দেখবো??

আয়নায় যাকে দেখছিস্!!সেই আমার Gf,,,
কিন্তু আমি ওর Bf কিনা সেটাই জানিনা।।

পাগল হয়ে গেছিস তুই।।।
????

এই অপ্সরাই তো আমাকে পাগল করেছে,,,??????

তুই আর কত মেয়েকে এই এক কথা বলেছিস বলতো??

তুই আমাকে এতটাই খারাপ ভাবিস নাকি???
এত বছর পর আমাকে এরকম চিনলি তুই???
??????

এই স্যরি রে।।

তুই আমাকে এরকম বলতে পারলি??????

স্যরি বললাম তো!!
কিন্তু তুই যে বলিস সব মেয়েই স্পেশাল!!
তাহলে আমি তাদের মধ্যে আলাদা কেন???

হুম্!!সব মেয়ে স্পেশাল,সবাই সুন্দরী,,,কিন্তু আমার একটাই ❤,,,
আর এই একটা মন একজনই নিতে পেরেছে।।
বুঝলি??

?????
কিন্তু !এতদিন ধরে আমার সাথে কথা বলিস।
তাহলে আগে বলিস নি কেন এসব???

ভয় লাগতো!!
যদি এসব শুনে তুই বন্ধুত্ব না রাখিস!!
যদি কথা না বলিস!!??

এখন ভয় লাগছে না??
কি করে বললি এখন???

এমনিতে এটাই স্কুলের শেষ বছর!!
এরপর আর দেখা হবে কিনা!কথা হবে কিনা ঠিক নেই……তাই বলে ফেললাম।।।

বুঝলাম!!
Ok!!Bye!!!
পড়তে বসবো এবার,,কাল কথা বলবো।।✍✋?✍

কিছু তো বলে যা।।।??????

কাল স্কুলে যাওয়ার সময় তোর Gf কে নিতে আসিস আমাদের বাড়িতে!!!
????

সত্যি??????

আচ্ছা আমি অনেক সময় থেকে অনলাইন ,,,,এবার না পড়তে বসলে আম্মু খুব বকবে!!!

আচ্ছা যা পড়তে বস্।।

Ok!Bye

আই লাভ ইউ আমার Gf???
???

আই লাভ ইউ মোর
????
?????
Bye!
আমার Bf
???

2 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে