রিলেশনশিপে একটু মেয়ে আসলে কি চায়?

0
890
রিলেশনশিপে একটা মেয়ে আসলে কী চায়? সে চায় তার অনুপস্থিতিতে তার জন্য কিছু করুন..একটা ফোন দেয়া বা মেসেঞ্জারে ৪-৫টা টেক্সট বেশী করা.. দেখবেন সে অনেক বেশীই খুশী হবে… দেখা করতে যাবার সময় কখনোই তাকে জিজ্ঞেস করবেন না যে তোমার কি লাগবে, চেষ্টা করবেন নিজের পছন্দে তাকে কিছু দিতে সেটা যত সামান্যই হোক না কেন…
সারপ্রাইজ দিতে চেষ্টা করুন হোক না সেটা অনেক ছোট…. একটা মেয়ে চায় তাকে যেন সবসময় কেউ আগলে রাখে..একদম বাচ্চাদের মত করে..
তার সবচেয়ে ক্ষুদ্র অনেকগুলো শখ পূরণ করুন.. যেমন… একসাথে হাতে হাত ধরে হাটা.. নিজের হাতে লেখা কিছু চিরকুট… সে আপনার জীবনে বিশেষ কেউ তাকে বুঝিয়ে দিন… সবাই বলে.মেয়েরা চায় বেশি… তবে একটু ভালোবাসা দিয়েই বুঝতে পারবেন…. এগুলোই হলো একটা মেয়ের মনের চাওয়া… ©

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে