রাস্তার কাঁটা সরানোর সওয়াবের গল্প | ইসলামিক গল্প সংখ্যা-০৯

0
25

রাস্তার কাঁটা সরানোর সওয়াবের গল্প

একদিন রাসূলুল্লাহ (সা.) সাহাবাদের একটি ছোট গল্প বললেন। তিনি বলেন,
“এক ব্যক্তি পথ চলছিল, সে দেখে রাস্তায় একটি কাঁটা পড়ে আছে। লোকটি ভাবল, ‘এটি অন্যদের কষ্ট দিতে পারে,’ তাই সে কাঁটাটি সরিয়ে রাখল।”

এরপর রাসূলুল্লাহ (সা.) বললেন,
“এই ছোট কাজের জন্য আল্লাহ ওই ব্যক্তির গুনাহ মাফ করে দেন এবং তাকে জান্নাতে প্রবেশ করান।”
(সহীহ মুসলিম: ১৯১৪)

শিক্ষণীয় বিষয়:
সামান্য ভালো কাজও আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান হতে পারে।

অন্যের উপকার করা ইসলামের মূল শিক্ষা।

রাস্তা পরিষ্কার রাখা ইবাদতের অংশ।

সৎ কাজ করার জন্য বড় সুযোগের অপেক্ষা করা উচিত নয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে